একই ধরনের কথাবার্তা শোনার মানসিকতা রাজনৈতিক দলেরও থাকতে হবে
Published: 15th, October 2025 GMT
উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে বিএনপি, জামায়াতসহ রাজনৈতিক দলগুলো প্রশ্ন তোলাকে ‘গণতান্ত্রিক উত্তরণ' হয়েছে মন্তব্য করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, “একই ধরনের কথাবার্তা আপনাদেরও শোনার মানসিকতা থাকতে হবে।”
বুধবার (১৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরো পড়ুন:
স্ত্রী-সন্তানকে ফাঁকি দিয়েছি, দলকে নয়: বিএনপি নেতা
দয়া করে দেশটাকে বাঁচান, আর বিভেদ সৃষ্টি করবেন না: মির্জা ফখরুল
উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রশ্ন তোলার বিষয়ে জানতে চাইলে আসিফ নজরুল বলেন, “উপদেষ্টাদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন মহল থেকে প্রশ্ন করা হয়, হুমকি দেওয়া হয়। আমার কাছে মনে হয়, এটা একটা উত্তরণ হয়েছে। আমরা আগের সরকারগুলোর আমলে দেখতাম, যারা সরকারের লোক, তারা রাজনৈতিক দলগুলোকে হুমকি দিতেন। আর এখন উপদেষ্টা পরিষদে থাকা লোকজনকে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পক্ষ থেকে ইচ্ছেমতো, যা মুখে আসে সমালোচনা করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। এটা তো ভালো, এটা একটা গণতান্ত্রিক উত্তরণ বলা হয়। তবে যারা রাজনৈতিক দল আছেন, ওনাদের একটু বলে রাখি, একই ধরনের কথাবার্তা আপনাদের সম্পর্কে বললে সেটা শোনার মানসিকতা আপনাদের থাকতে হবে।”
জুলাই সনদে সব দল সই করবে কি না—এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, “রাজনৈতিক দলগুলো যে নিষ্ঠার সঙ্গে এই পুরো প্রক্রিয়ার আলোচনায় অংশগ্রহণ করেছে। তার ওপর তিনি বিশ্বাস করেন, এ নিষ্ঠার ধারাবাহিকতা হিসেবে এই জুলাই সনদে সই করবে। আর বিষয়বস্তু নিয়ে জুলাই সনদ হচ্ছে। মূল মতভেদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে, সেটি তো আর সই করা হচ্ছে না।”
জাতীয় নির্বাচন যতা সময়ে অনুষ্ঠিত হবে জানিয়ে আসিফ নজরুল বলেন, “আমাদের সরকারের পক্ষ থেকে অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। এটা নিয়ে কোনো রকম দ্বিতীয় চিন্তা প্রসঙ্গেও আলোচনা করি না।”
বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করার বিষয়ে আসিফ নজরুল বলেন, “সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট করার বিষয়ে বিচার বিভাগ সংস্কার কমিশনে অন্যতম প্রস্তাব। প্রধান বিচারপতির সংস্কার ভাবনাতেও এটি আছে। এ বিষয়ে অনেক দূর কাজ করা হয়েছে। এখন কিছু বিষয়ে মতভিন্নতা আছে। সেটি নিয়ে আরেকটু আলাপের প্রয়োজন রয়েছে। আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ আইনের খসড়া আগামী কয়েক সপ্তাহের মধ্যে উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে। উপদেষ্টা পরিষদ যদি মনে করে, তাহলে এটি পাস করা হবে। তার ধারণা, এই সরকার তখন সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় করতে পারবে।”
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ এনস প উপদ ষ ট সরক র
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামসহ চার জেলায় নতুন ডিসি
চট্টগ্রামসহ দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে (আগে নওগাঁর ডিসি হিসেবে পদায়নের আদেশ হয়েছিল) ফেনী, বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিসকে মাদারীপুরের ডিসি করা হয়েছে।
এর আগে গত ২১ সেপ্টেম্বর নওগাঁর ডিসি মোহাম্মদ আবদুল আউয়ালকে চট্টগ্রামের ডিসি হিসেবে বদলি করা হয়েছিল। কিন্তু সরকার থেকে তাঁকে সেখানে যোগ না দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। আজ সেই বদলির আদেশ বাতিল করা হয়েছে। মানে, তিনি নওগাঁর ডিসি হিসেবেই থাকছেন।