ইসরায়েলি সেনাদের হাতে আটকের পর কী পরিমাণ নির্যাতনের শিকার হয়েছিলেন তার বিবরণ প্রকাশ করেছেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। সুইডিশ সংবাদমাধ্যম আফটোনব্লাডেটকে দেওয়া সাক্ষাাৎকারে এই বিবরণ দিয়েছেন তিনি।

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের অবৈধ নৌ অবরোধ ভাঙা ও সাধারণ মানুষের জন্য ত্রাণ নিয়ে সমুদ্রপথে গাজার দিকে রওনা দিয়েছিলেন বিশ্বের প্রায় ৫০০ অধিকারকর্মী। এদের মধ্যে ছিলেন গ্রেটা থুনবার্গ। গত ২ অক্টোবর গ্রেটা যেই জাহাজটিতে ছিলেন সেটি আটক করে ইসরায়েলি নৌ কমান্ডোরা। এরপরই শুরু হয় জাহাজে থাকা অধিকারকর্মীদের ওপর নির্যাতন।

গ্রেটা জানিয়েছেন, আটকের পর তার স্যুটকেস জব্দ করে ইসরায়েলি সেনারা। স্যুটকেসটি ফেরত দেওয়া হলে তিনি দেখেন সেখানে ‘বেশ্যা থুনবার্গ’ লিখে দেওয়া হয়েছে। এছাড়া তার লাগেজের ওপর কালো মার্কার কলম দিয়ে ইসরায়েলি পতাকা এবং পুরুষাঙ্গের ছবি আঁকা ছিল।

তিনি জানান, আটকের পর তাকে কাঁটাতারের বেড়ার দিকে নিয়ে যাওয়া হয়। সেখানে অন্যান্য বন্দিদের হাত বেঁধে কপাল মেঝেতে ঠেকিয়ে রাখতে বাধ্য করা হয়েছিল।

গ্রেটা বলেন, “সম্ভবত আমি ৫০ জনকে এক লাইনে হাঁটু গেড়ে বসে থাকতে দেখেছি। তাদের হাতে হাতকড়া লাগানো। আর কপাল ছিল মাটির সঙ্গে লাগানো। তারা যেখানে বসেছিলেন তার উল্টো দিকে আমাকে নেওয়া হয়। তারা আমার শরীরে ইসরায়েলি পতাকা জড়িয়ে দেয়। তারা আমাকে লাথি মেরেছে, আঘাত করেছে। এরপর তারা আমার টুপি খুলে ফেলে মাটিতে ফেলে দেয়। টুপিটি মাড়িয়ে এটিতে লাথি দেয়।”

গ্রেটা আরও বলেছেন, “ইসরায়েলি রক্ষীদের মধ্যে কোনো ধরনের মায়া বা মানবতাবোধ নেই। তারা আমার সাথে সেলফি তুলতে থাকে। আরও অনেক কিছু ঘটেছে। যা আমার মনে নেই। একসঙ্গে অনেক কিছু হচ্ছিল। আমি স্তব্ধ হয়ে গিয়েলাম, ব্যথা পাচ্ছিলাম। কিন্তু ওই সময় শান্ত থাকার চেষ্টা করছিলাম।”

পানির জন্য ইসরায়েলি সেনাদের কাছে কাকুতি মিনতি করেছিলেন উল্লেখ করে গ্রেটা বলেন,  “সেখানে অনেক গরম ছিল। প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমরা পুরোটা সময় পানির জন্য কাকুতি মিনতি করেছি। তাাদের বলেছিলাম, আমাদের পানি দিন, পানি দিন। আমরা চিৎকার করেছি। কিন্তু কারারক্ষীরা আমাদের রুমের সামনে দিয়ে হেঁটে যেত তাদের পানির বোতল নিয়ে। বোতল হাতে নিয়ে তারা হাসাহাসি করত।”

একটি ঘটনার কথা স্মরণ করতে গিয়ে গ্রেটা বলে,“আমার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়েছিল এবং যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তারপর আমাকে লোকজন যেখানে বসে ছিল সেখান দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারা আমাকে দেখতে পেয়েছিল। সুইডিশ প্রতিনিধিদলের একজন মহিলা সদস্য ওই সময় বলেছিলেন, ‘আমরা তোমার সাথে আছি, গ্রেটা।’ এই কথার পর ওই নারীকে একপাশে নিয়ে গিয়ে লাঞ্ছিত করা হয়।”

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর থ নব র গ ইসর য় ল

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামসহ চার জেলায় নতুন ডিসি

চট্টগ্রামসহ দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে (আগে নওগাঁর ডিসি হিসেবে পদায়নের আদেশ হয়েছিল) ফেনী, বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিসকে মাদারীপুরের ডিসি করা হয়েছে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর নওগাঁর ডিসি মোহাম্মদ আবদুল আউয়ালকে চট্টগ্রামের ডিসি হিসেবে বদলি করা হয়েছিল। কিন্তু সরকার থেকে তাঁকে সেখানে যোগ না দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। আজ সেই বদলির আদেশ বাতিল করা হয়েছে। মানে, তিনি নওগাঁর ডিসি হিসেবেই থাকছেন।

সম্পর্কিত নিবন্ধ