গুগলের কুইক শেয়ার অ্যাপ ব্যবহার করে তারের সংযোগ ছাড়াই আশপাশে থাকা নির্দিষ্ট স্মার্টফোন ও কম্পিউটারে দ্রুত ফাইল আদান-প্রদান করা যায়। অনেকেই নিয়মিত অ্যাপটির মাধ্যমে পরিচিতদের ফোনে বা কম্পিউটারে তথ্য পাঠিয়ে থাকেন। আর তাই বর্তমানের তুলনায় আরও সহজে দুটি ফোনের মধ্যে তথ্য আদান-প্রদানের সুযোগ দিতে কুইক শেয়ার অ্যাপে কিউআর কোড–সুবিধা যুক্ত করেছে গুগল। এই সুবিধার ফলে কিউআর কোড ব্যবহার করে কুইক শেয়ারের মাধ্যমে সহজেই ফাইল স্থানান্তর করা যাবে। সুবিধাটি গুগল প্লে সার্ভিসের সর্বশেষ সংস্করণ ২৪.

৪৯.৩৩ এ পাওয়া যাবে। অ্যান্ড্রয়েডের সব ব্যবহারকারীর জন্যই সুবিধাটি চালু হয়েছে। গুগলের ডিসেম্বর ২০২৪ হালনাগাদের অংশ হিসেবে এ সুবিধা চালু করা হয়েছে।

নতুন সুবিধাটি ব্যবহার প্রক্রিয়াও অত্যন্ত সহজ। শেয়ারিং মেনুতে কুইক শেয়ার অপশন নির্বাচন করলে ‘সেন্ড টু নিয়ারবাই ডিভাইসেস’ বিভাগের নিচে ‘ইউজ কিউআর কোড’ নামে একটি নতুন অপশন দেখা যাবে। এই অপশনটি নির্বাচন করলে কুইক শেয়ারের লোগোসহ একটি কিউআর কোড পর্দায় প্রদর্শিত হবে। কিউআর কোডটি প্রদর্শনের সময় যন্ত্রের পর্দায় স্বয়ংক্রিয়ভাবে উজ্জ্বল হয়ে উঠবে। ফলে নিকটবর্তী অ্যান্ড্রয়েড যন্ত্র এটি সহজেই স্ক্যান করতে পারবে। প্রাপকের কাজের প্রক্রিয়াও সহজ। প্রাপককে যন্ত্রের ক্যামেরাটি প্রদর্শিত কিউআর কোডটির দিকে ধরতে হবে। এরপর স্ক্যান শুরু হবে। স্ক্যান করার পর কুইক শেয়ারের একটি লিংক স্বয়ংক্রিয়ভাবে চালু হবে এবং ফাইল শেয়ারিং প্রক্রিয়া শুরু হবে। সুবিধাটিতে একটি কিউআর কোড একই সঙ্গে একাধিক ডিভাইস স্ক্যান করা যাবে। ফলে একই ফাইল অনেক ব্যবহারকারীকে একই সঙ্গে শেয়ার করা যাবে।

অবশ্য স্যামসাং ব্যবহারকারীরা আগে থেকেই ‘কুইক শেয়ার’ সুবিধায় কিউআর কোডভিত্তিক শেয়ারিংয়ের সুবিধা ব্যবহার করে আসছেন। তবে স্যামসাংয়ের সংস্করণে স্যামসাং ক্লাউডের মাধ্যমে ফাইল শেয়ার করার মতো কিছু অতিরিক্ত সুবিধা রয়েছে।
সূত্র: নিউজ১৮ ডটকম

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিকাশ-এ লেনদেনের তথ্য-শেয়ার এখন আরও সহজ ও নিরাপদ

বিকাশ অ্যাপে লেনদেন করে তার তথ্য সংশ্লিষ্ট ব্যক্তিকে পাঠানো এখন আরও সহজ, নিরাপদ এবং সুরক্ষিত। বিল দেওয়া, পেমেন্ট, বিশেষ করে কাউকে টাকা পাঠানোর পর স্ক্রিনশট শেয়ার করার বিষয়টি চর্চিত এবং প্রায় অবধারিত। গ্রাহকের এই প্রয়োজনকে সহজ করতে বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে এক-ক্লিকেই শেয়ার অপশন।

বিকাশ অ্যাপ থেকে সেন্ডমানি করার সাথে সাথেই স্ক্রিনে শেয়ার অপশন দেখতে পান গ্রাহক। যে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠানো হয়েছে এবং যে অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, ট্রানজেকশন আইডি, টাকার পরিমাণ, সময়-তারিখ এবং রেফারেন্স -এই তথ্যগুলো শেয়ার স্ক্রিনে দেওয়া থাকে। গ্রাহক এক ট্যাপেই হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার, ই-মেইলসহ যেকোনো পছন্দের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে তথ্য শেয়ার করে দিতে পারেন।

এই পদ্ধতিতে তথ্য শেয়ারের সময় গ্রাহকের সবশেষ ব্যালেন্স স্বয়ংক্রিয়ভাবে বাদ দিয়ে দেওয়া হয়, ফলে গ্রাহকের অ্যাকাউন্ট-ব্যালেন্সের তথ্য থাকে সুরক্ষিত।

কোনো গ্রাহক এই শেয়ার অপশন না ব্যবহার করে স্ক্রিনশট দিয়ে তথ্য শেয়ার করতে চাইলেও বর্তমান ব্যালেন্সকে এক ট্যাপেই হাইড করা সম্ভব। বর্তমান ব্যালেন্সের ঠিক পাশেই থাকা ‘আই’ (চোখ) -আইকনে ক্লিক করে বর্তমান ব্যালেন্স হাইড করে রাখতে পারেন।

অনেক গ্রাহক আছেন যারা ম্যাসেজ পাঠানো বা শেয়ারের চেয়ে কল করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেসব গ্রাহকদের কথা বিবেচনায় রেখে টাকা পাঠানোর সাথে সাথে পরের স্ক্রিনেই সংশ্লিষ্ট ব্যক্তিকে সরাসরি কল করার অপশনও যুক্ত করা হয়েছে। এতে আর ঐ ব্যক্তিকে কন্টাক্ট লিস্টে গিয়ে কল করতে হয় না। ফলে তার সময় বাঁচে। গ্রাহক পেয়ে যান বাড়তি স্বাচ্ছন্দ্য।

অনেক গ্রাহক আছেন লেনদেন করার পর কেবল ট্রানজেকশন আইডিটি কপি করে কাউকে পাঠান বা কোনো ফরম পূরণ করতেও ব্যবহার করেন। তেমন গ্রাহকদের জন্য এই স্ক্রিনেই কেবল ট্রানজেকশন আইডি কপি করার সুযোগ রয়েছে। ট্রানজেকশন আইডির পাশেই ‘কপি’ চিহ্নিত আইকন ট্যাপ করলেই নম্বরটি ক্লিপবোর্ডে কপি হয়ে যায়। পরে গ্রাহক তার প্রয়োজন অনুসারে যেকোনো উইন্ডোতে পেস্ট করে তথ্যটি কাজে লাগাতে পারেন।

একইভাবে, পেমেন্ট, বিল পে সহ অন্যান্য তথ্য সহজেই শেয়ার করতে পারছেন গ্রাহক। বর্তমান সময়ে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ব্যক্তিগত তথ্যের সুরক্ষা। গ্রাহকের সুবিধার কথা বিবেচনায় তাই এমন ছোট ছোট গুরুত্বপূর্ণ সেবার সংযোজনে গ্রাহকের লেনদেনের তথ্য নিয়ন্ত্রিতভাবে কাজে লাগানোর সাথে সাথে তার সুরক্ষাকে নিশ্চিত করা হচ্ছে।

ঢাকা/টিপু

সম্পর্কিত নিবন্ধ

  • বিকাশে লেনদেনের তথ্য-শেয়ার এখন আরো সহজ ও নিরাপদ
  • বিকাশ-এ লেনদেনের তথ্য-শেয়ার এখন আরও সহজ ও নিরাপদ