চাকরিতে পুনর্বহালের দাবিতে ফের রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পুলিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচ থেকে অব্যাহতিপ্রাপ্তরা।

সোমবার (১৩ জানুয়ারি) সচিবালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি তারা পালন করে।   

এ প্রসঙ্গে ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচ থেকে অব্যাহতি পাওয়া মনিরুল ইসলাম বলেন, ‘‘আমাদের কি অপরাধে এভাবে ভোগাচ্ছে জানি না। আমরা চাই এর একটা সুরাহা হোক। আমাদের পুনর্বহালের বিষয়ে আইজিপি মহোদয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ সব জায়গায় মুভ করেছি। কিন্তু সমাধান পাইনি।’’

সাথী নামে আরেক চাকরিপ্রত্যাশী বলেন, ‘‘শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। কোনো স্লোগান নেই, বিক্ষোভ নেই। আমরা আমাদের দাবির পক্ষে দাঁড়িয়েছি। আমরা আশা করছি সরকার এ বিষয়ে দ্রুত একটা ইতিবাচক সিদ্ধান্ত নেবে।’’

উল্লেখ্য, রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে ৪০তম ব্যাচের প্রশিক্ষণ শেষ হওয়ার মাত্র এক মাস আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হয়। 

ঢাকা/এএএম//

.

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

জাল টাকা বহন: ২ জনের ১৪ বছর কারাদণ্ড

ঝালকাঠিতে জাল টাকা বহনের দায়ে নুপুর বেগম ও জসিম খলিফা নামে  দুইজনকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ রহিবুল ইসলাম এ রায় দেন। 

আরো পড়ুন:

মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল উদ্ধার

খুলনায় নবজাতক চুরি: নারী গ্রেপ্তার 

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আক্কাস সিকদার রায়ের তথ্য জানিয়েছেন। দুই আসামিকে কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত নুপুর বেগম (৩৫) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর এলাকার আল আমিন হাওলাদারের স্ত্রী এবং জসিম খলিফা (৩৬) ঝালকাঠির সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকার ওয়াজেদ খলিফার ছেলে। 

ঝালকাঠি জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মাহেব হোসেন জানান, ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি বিকেলে ঝালকাঠি শহরের কবিরাজ বাড়ি রোড থেকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপপরিদর্শক (এসআই) সূবর্ণ চন্দ্র দের নেতৃত্বে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে ১ হাজার টাকার ১৯৬টি জালনোট, ৫০০ টাকার ২০০টি জালনোট ও ২০০ টাকার ৫টি জালনোট জব্দ করা হয়। 

এসআই সুবর্ণ চন্দ্র দে বাদী হয়ে দুইজনকে আসামি করে ঝালকাঠি থানায় মামলা করেন। 

রায় ঘোষণার সময় আসামি নুপুর বেগম আদালতে উপস্থিত ছিলেন। জসিম খলিফা জামিনে বের হয়ে পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে আরো মামলা রয়েছে। 

ঢাকা/অলোক/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • জাল টাকা বহন: ২ জনের ১৪ বছর কারাদণ্ড