কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাফেজ ইখতিয়ার উদ্দিন (২০) নামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক নেতার মৃত্যু হয়েছে। 

শনিবার (১৮ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে কুমিল্লার সেন্ট্রাল মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি। হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক মো. মাহাবুবুল ইসলাম মজুমদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাফেজ ইখতিয়ার উদ্দিন ছাত্রশিবির করতেন বলে জানিয়েছেন সংগঠনটির কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মহিউদ্দিন রনি। 

আরো পড়ুন:

কিশোরগঞ্জে নার্সের ভুলে ২ রোগীর মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি

বাগেরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মারা যাওয়া হাফেজ ইখতিয়ার উদ্দিনের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামে।

সেন্ট্রাল মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক মো.

মাহাবুবুল ইসলাম মজুমদার বলেন, “হাফেজ ইখতিয়ার উদ্দিন ডেঙ্গু আক্রান্ত ছিলেন। আজ (শনিবার) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।”

হাফেজ ইখতিয়ার উদ্দিনের বড় ভাই বোরহান মজুমদার বলেন, “আমার ভাই তিন-চারদিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিল। আজ (শনিবার) সকালে তিনি আমাদের ছেড়ে আল্লাহর কাছে চলে গেলেন।”

 

ইখতিয়ার উদ্দিন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার ফাজিল (ডিগ্রি) প্রথম বর্ষের শিক্ষার্থী এবং দৈয়রা নুরানি হাফেজি ইবতেদায়ি মাদরাসা থেকে কোরআনের হাফেজ হন। তিনি চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার ছাত্রশিবিরের অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। 

ঢাকা/রুবেল/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামসহ চার জেলায় নতুন ডিসি

চট্টগ্রামসহ দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে (আগে নওগাঁর ডিসি হিসেবে পদায়নের আদেশ হয়েছিল) ফেনী, বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিসকে মাদারীপুরের ডিসি করা হয়েছে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর নওগাঁর ডিসি মোহাম্মদ আবদুল আউয়ালকে চট্টগ্রামের ডিসি হিসেবে বদলি করা হয়েছিল। কিন্তু সরকার থেকে তাঁকে সেখানে যোগ না দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। আজ সেই বদলির আদেশ বাতিল করা হয়েছে। মানে, তিনি নওগাঁর ডিসি হিসেবেই থাকছেন।

সম্পর্কিত নিবন্ধ