মামলার পর চার আসামি গ্রেপ্তার, দুই আসামির বাড়িতে আগুন
Published: 18th, January 2025 GMT
শিশু সাফওয়ান হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা মো. ইমরান সিকদার বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিনজনসহ মোট ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। গত শুক্রবার বিকেলে গৌরনদী মডেল থানায় মামলা করা হয়। এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানী ঢাকা থেকে গৌরনদীর মধ্য হোসনাবাদ গ্রামে দাদার বাড়িতে বেড়াতে এসে গত বৃহস্পতিবার দুপুরে নিখোঁজ ও হত্যাকাণ্ডর শিকার হয় সাফওয়ান (৫)। শুক্রবার সকালে গ্রামের রাস্তার পাশের ঢালু জমির ভেতরে পড়ে ছিল শিশুটির লাশ। এদিন বাদ আছর জানাজা শেষে লাশ দাফন করা হয়।
জানাজায় অংশ নেওয়া বিক্ষুব্ধ জনতা ও গ্রামবাসী মিলে সাফওয়ান হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো.
এলাকাবাসীর অভিযোগ, জমিজমা নিয়ে পুরোনো বিরোধের জেরে প্রতিবেশী লোকমান চৌকিদার, মোজাম্মেল হক চৌকিদার, তাদের স্বজন ও সহযোগীরা মিলে শিশুটিকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করে।
স্থানীয় একটি সূত্র জানায়, শুক্রবার বাদ আছর জানাজা শেষে সাফওয়ানের লাশ দাফন করা হয়। এ সময় জানাজায় অংশগ্রহণকারী বিক্ষুব্ধ জনতা ও গ্রামবাসী মিলে মামলার আসামি লোকমান হোসেন চৌকিদার এবং সরিকল ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. মোজাম্মেল হোসেন চৌকিদারের বাড়িতে হামলা চালায়। তারা বাড়িতে ব্যাপক ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ি দুটির সব আসবাব ও দরজা-জানালা পুড়ে যায়। আগেই পরিবার দুটির সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, তারা আগুন নেভাতে গেলে বিক্ষুব্ধ জনতা তাতে বাধা দেয়। পরে পুলিশ প্রশাসনের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পাকা ভবনের বাড়ি দুটির সবকিছু পুড়ে যায়।
উৎস: Samakal
কীওয়ার্ড: সদস য
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫