গ্রাহকপ্রিয়তার শীর্ষে ওঠার প্রত্যয়ে ওয়ালটন ক্যাবলসের ‘বিজনেস পার্টনার্স মিট’ অনুষ্ঠিত
Published: 23rd, January 2025 GMT
‘ওয়ালটন ক্যাবলস- নিরাপদ আগামীর সংযোগ’ স্লোগানে গাজীপুরের চন্দ্রায় দেশের সুপারব্র্যান্ড ওয়ালটনের হেডকোয়ার্টার্সে উৎসবমুখর পরিবেশে ওয়ালটন ক্যাবলসের ‘বিজনেস পার্টনার্স মিট-২০২৫’ শীর্ষক বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে স্থানীয় বাজারের সিংহভাগ চাহিদা পূরণের মাধ্যমে দ্রুত গ্রাহকপ্রিয়তার শীর্ষে উঠে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন ওয়ালটন ক্যাবলসের ব্যবসায়িক অংশীদাররা।
গত রোববার (১৯ জানুয়ারি, ২০২৫) সকালে ওয়ালটন হেডকোয়ার্টার্সে বেলুন উড়িয়ে বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলম।
সম্মেলনে সারা দেশ থেকে আসা ওয়ালটন ক্যাবলসের সহস্রাধিক ডিস্ট্রিবিউটর, বিক্রয় প্রতিনিধি এবং কর্মকর্তা অংশ নেন। তাদের পদচারণায় ওয়ালটন হেডকোয়ার্টার্স প্রাঙ্গণ হয়ে উঠে উৎসবমুখর। অতিথিরা উৎসাহ-উদ্দীপনা নিয়ে ওয়ালটন ক্যাবলসসহ বিভিন্ন পণ্যের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস পরিদর্শন করেন। তারা ওয়ালটনের সর্বাধুনিক প্রযুক্তির আন্তর্জাতিক মানের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস দেখে অভিভূত হন।
ওয়ালটন ক্যাবলসের চিফ বিজনেস অফিসার রাজু আহমেদের সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন— ওয়ালটন ক্যাবলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ, ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো.
সম্মেলনে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, “ওয়ালটন ক্যাবলস শতভাগ ফায়ারপ্রুফ। ওয়ালটনের ক্যাবলস শতভাগ অগ্নিপ্রতিরোধী হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা নেই। গ্রাহকদের ঘর ও পরিবারের সুরক্ষার বিষয়ে প্রাধান্য দিয়ে আমরা শতভাগ অগ্নিপ্রতিরোধী ক্যাবলস উৎপাদন করছি। সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করেই ওয়ালটন ক্যাবলস বাজারজাত করা হচ্ছে। ওয়ালটনের অন্যান্য পণ্যের মতো ক্যাবলসও দ্রুততম সময়ে বাজারে গ্রাহকপ্রিয়তার শীর্ষে উঠে আসবে বলে আমি দৃঢ় আশাবাদী।”
দেশজুড়ে ওয়ালটন ক্যাবলসের ডিস্ট্রিবিউটরদের সর্বাত্মক সহযোগিতা ও সুবিধার আশ্বাস দেন তিনি।
অভিনেতা সিয়াম আহমেদ বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ওয়ালটনের অবদান অনস্বীকার্য। ওয়ালটন গ্রাহকদের হাতে সর্বোচ্চ গুণগত মানের পণ্য তুলে দিতে বদ্ধপরিকর। এর পরিপ্রেক্ষিতে শতভাগ ফায়ারপ্রুফ ক্যাবলস বাজারজাত করছে ওয়ালটন।”
নিজের ঘর ও পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে ক্রেতাদের ওয়ালটন ক্যাবলস কেনার আহ্বান জানান তিনি।
২০২৪ সালে ওয়ালটন ক্যাবলসের বিক্রয় প্রবৃদ্ধিতে অসামান্য অবদান রাখায় সম্মেলনে সারা দেশের আটটি জোনের আওতায় ৩০ জন ডিলারকে পুরস্কৃত করা হয়।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্রয়ের মধ্যে দিয়ে শেষ হয় ওয়ালটন ক্যাবলসের দিনব্যাপী সম্মেলন।
ঢাকা/একরাম/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের অফিসার পদের লিখিত পরীক্ষার তারিখ ও নির্দেশনা প্রকাশ
দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে ১০ম গ্রেডভুক্ত ‘অফিসার (জেনারেল)’ পদের বাছাই পরীক্ষার (এমসিকিউ) ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২০০ জন। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ ও নির্দেশনা প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
লিখিত পরীক্ষার তারিখ ও সময়: আগামী ১৫ নভেম্বর ২০২৫, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
পরীক্ষার স্থান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে (৫ম তলা, এক্সাম হল-০২)।
লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য নির্দেশনা–১. প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থীকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
২. পরীক্ষার কেন্দ্রে ক্যালকুলেটর, বই, কাগজ, মুঠোফোন, স্মার্টওয়াচ, সব ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস, ক্রেডিট ও ডেবিট কার্ড, ক্রেডিট ও ডেবিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গয়না, ব্রেসলেট, মানিব্যাগ বা ওয়ালেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
৩. প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা পূর্বে প্রার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।
৪. পরীক্ষার সময় প্রার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না, উভয় কান দৃশ্যমান রাখতে হবে।
আরও পড়ুন১০ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান নেবে ১৮৮০ অফিসার, ফি ২০০৩০ অক্টোবর ২০২৫৫. পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১৭ সেপ্টেম্বর দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে ৯ম থেকে ২০তম গ্রেডভুক্ত ২৩ ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১১ অক্টোবর অফিসার (জেনারেল) পদের বাছাই পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়। এই পদে তিনজনকে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।
আরও পড়ুনমেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, নম্বর কাটাসহ যে যে পরিবর্তন৩০ অক্টোবর ২০২৫আরও পড়ুন৪৮তম বিশেষ বিসিএসে আর পদ বাড়ানোর সুযোগ নেই৩০ অক্টোবর ২০২৫