রাজশাহীতে হিমাগারে আলু সংরক্ষণে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন কৃষকেরা। রবিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জেলার মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। এর আগে, রাজশাহী-নওগাঁ মহাসড়কে আলু ফেলে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

কৃষকেরা জানান, প্রতিকেজি আলু সংরক্ষণের জন্য আগে হিমাগারগুলোকে ৪ টাকা ভাড়া দিতে হতো। এবার তা বৃদ্ধি করে ৮ টাকা করা হয়েছে। ভাড়া দ্বিগুণ করায় তারা ক্ষতিগ্রস্ত হবেন। তাই দ্রুত পূর্বের ভাড়া নির্ধারণের দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনের পাশাপাশি মহাসড়ক অবরোধের হুমকি দেন তারা।

বিক্ষোভ মিছিলে মোহনপুর, তানোর ও পবা উপজেলার সহস্রাধিক কৃষক অংশ নেন। এর আগে, গত মাসে তানোর উপজেলার কৃষকেরা একই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ জানুয়ারি সংবাদ সম্মেলন করে রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন।

সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান সেদিন বলেন, ‘‘ব্যাংকের সুদ হারসহ সব খরচ বেড়ে যাওয়ায় কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন চলতি মৌসুমে কেজি প্রতি ভাড়া নির্ধারণ করেছে সর্বোচ্চ আট টাকা। এরপরেও কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত রয়েছে, অ্যাসোসিয়েশনের সদস্যরা এর চেয়েও কম ভাড়ায় আলু সংরক্ষণ করতে পারবেন।’’

ঢাকা/কেয়া/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ