দক্ষিণ আফ্রিকার নিপীড়িত শ্বেতাঙ্গ কৃষকদের নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র
Published: 9th, February 2025 GMT
দক্ষিণ আফ্রিকার ‘নিপীড়িত কৃষকদের’ (শ্বেতাঙ্গ) যুক্তরাষ্ট্রে আশ্রয় দিতে প্রস্তুত নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। গতকাল শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এ তথ্য জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকা সরকারের পাস করা নতুন একটি আইনের জের ধরে দেশটিতে মার্কিন সহায়তা স্থগিতের পর কৃষকদের আশ্রয় দেওয়ার এ সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।
ট্রাম্প সরকারের দাবি, ওই আইনের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের জমি জব্দ করার সুযোগ তৈরি হবে। এ প্রসঙ্গে এক্সে ট্যামি ব্রুস লিখেছেন, শুধু জাতিগত কারণে দক্ষিণ আফ্রিকার যেসব নিপীড়িত কৃষক এবং অন্য নিরপরাধ ভুক্তভোগীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে, তাঁরা যদি যুক্তরাষ্ট্রে বসবাস করতে চান, তাহলে ওয়াশিংটন তাঁদের স্বাগত জানাবে।
এর আগে গত শুক্রবার এক নির্বাহী আদেশের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় মার্কিন সহায়তা স্থগিত করেছিলেন ট্রাম্প। ওই আদেশে তিনি বলেছেন, দক্ষিণ আফ্রিকার নতুন আইনের কারণে সংখ্যালঘু ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আফ্রিকানদের কৃষিসম্পদ কোনো ক্ষতিপূরণ ছাড়াই জব্দ করতে পারবে দেশটির সরকার।
জোহানেসবার্গের দাবি, ট্রাম্প আইনটির ভুল ব্যাখ্যা দিচ্ছেন। দক্ষিণ আফ্রিকায় নতুন এই আইন পাস করা হয় গত মাসে। তাতে বলা হয়েছে, জনস্বার্থে কোনো কোনো ক্ষেত্রে সরকার যদি চায়, তাহলে ‘কোনো ক্ষতিপূরণ না দিয়েই’ জমি জব্দ করতে পারবে।
দক্ষিণ আফ্রিকায় জমির মালিকানা একটি বিতর্কিত বিষয়। দেশটিতে বর্ণবাদের অবসানের তিন দশক পরও এখনো বেশির ভাগ কৃষিজমি শ্বেতাঙ্গদের মালিকানায় রয়েছে। জমির এই মালিকানাসংক্রান্ত বিষয়ে সংস্কারের জন্য সরকারের ওপর বড় চাপ রয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত