Samakal:
2025-05-01@05:19:30 GMT

শীতবস্ত্র পেল চরাঞ্চলের মানুষ

Published: 10th, February 2025 GMT

শীতবস্ত্র পেল চরাঞ্চলের মানুষ

‘তোমার কম্বল পায়া খুব ভালো হইল বাহে। এই শীতে তোমরাই প্রথম কম্বল দিলা হামার এট্টি। কম্বল ধরি কোনো মেম্বার-চেয়ারম্যান আসে নাই।’ কথাগুলো এভাবে বলছিলেন চর ইয়ুথনেটের বাসিন্দা শাহিনা বেগম। আরেক বাসিন্দা জহুরুল হক বলেন, ‘সমকাল গতবারও হামার এট্টি কম্বল দিছিল। এবারও হামার এট্টি প্রথম কম্বল দেইল। তোমাক অনেক ধন্যবাদ।’ ৬ ফেব্রুয়ারি সমকাল সুহৃদ সমাবেশ কুড়িগ্রামের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় পঞ্চম ধাপে কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়নের চর ইয়ুথনেটের ৯০টি পরিবারের মধ্যে শীতের উপহার হিসেবে কম্বল বিতরণ করেছে। এ সময় সুহৃদ সদস্য খাদিজাতুল পাখি, শোভা, রাসেল, মুজাহিদ ইসলাম, জুবায়ের, রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, ‘আমরা এই শীতে পুরো জেলায় ৩৬ হাজার ছিন্নমূল মানুষকে কম্বল দিয়ে সহযোগিতা করেছি। সেদিকে গতবারের মতো এ বছরও সমকালের সুহৃদ সদস্যরা এগিয়ে এসেছেন। অনেক ধন্যবাদ টিমকে।’ 
যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান রহিম উদ্দিন হায়দার বলেন, ‘দুই বছর ধরে সমকাল চরের মানুষকে নানাভাবে সহযোগিতা করছে। সাংবাদিকতার পাশাপাশি মানবিক এ কাজ সত্যিই প্রশংসনীয়।’ v
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, কুড়িগ্রাম
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সমক ল

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ