ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী ইরানের
Published: 11th, February 2025 GMT
ইসলামী বিপ্লবের ৪৬তম বার্ষিকী উপলক্ষে তেহরানে অনুষ্ঠিত বিশাল এক র্যালিতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট ক্যারিয়ার ও একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে ইরান।
দেশটিতে জাতীয় এ ছুটির দিন উদযাপনের জন্য বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসে বিপুল সংখ্যক মানুষ। এ সময় নিজেদের সামরিক সক্ষমতার জানান দিতে প্রদর্শন করা হয় নানা অস্ত্র।
প্রদর্শনীতে ইরানের তৈরি ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে আছে– ২ হাজার কিলোমিটার দূরত্বে আঘাত হানতে ও ১ হাজার ৮০০ কেজির বেশি ওজনের একাধিক ওয়ারহেড বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘খোররামশহর’। আরও ছিল ‘ফাতেহ-১১০’ ক্ষেপণাস্ত্রের নতুন সংস্করণ ও ১ হাজার ৪০০ কিলোমিটার পাল্লার মিসাইল ‘হাজ কাসেম’।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।