ইসলামী বিপ্লবের ৪৬তম বার্ষিকী উপলক্ষে তেহরানে অনুষ্ঠিত বিশাল এক র‍্যালিতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট ক্যারিয়ার ও একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে ইরান।

দেশটিতে জাতীয় এ ছুটির দিন উদযাপনের জন্য বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসে বিপুল সংখ্যক মানুষ। এ সময় নিজেদের সামরিক সক্ষমতার জানান দিতে প্রদর্শন করা হয় নানা অস্ত্র।

প্রদর্শনীতে ইরানের তৈরি ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে আছে– ২ হাজার কিলোমিটার দূরত্বে আঘাত হানতে ও ১ হাজার ৮০০ কেজির বেশি ওজনের একাধিক ওয়ারহেড বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘খোররামশহর’। আরও ছিল ‘ফাতেহ-১১০’ ক্ষেপণাস্ত্রের নতুন সংস্করণ ও ১ হাজার ৪০০ কিলোমিটার পাল্লার মিসাইল ‘হাজ কাসেম’। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি

চট্টগ্রাম নগরের উত্তর মোহরা এলাকায় এক ব্যবসায়ীকে বাসায় ঢুকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীর নাম মো. ইউনুস। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ জানিয়েছে, মো. ইউনুস নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার বা খননযন্ত্রের ব্যবসা করেন। রাতে নিজের বাসাতেই ছিলেন তিনি। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাঁকে চার থেকে পাঁচটি গুলি করে। তাঁর মুখে, হাঁটুতে ও হাতে গুলি লেগেছে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

উত্তর মোহরা এলাকাটি নগরের চান্দগাঁও থানার আওতাধীন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই ব্যবসায়ীকে রাতেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে।

সম্পর্কিত নিবন্ধ