যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড় ও বন্যায় অন্তত ৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ভারী বৃষ্টিপাতের ফলে ডুবে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাট।

স্থানীয় সময় শনিবার (১৫ ফেব্রুয়ারি) ঝড় শুরু হওয়ার পর থেকে এক হাজারেরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে এবং কয়েক হাজার বাড়িঘর বিদ্যুৎ বিভ্রাটের মুখোমুখি হয়েছে। এছাড়াও শত শত মানুষ বন্যায় আটকে পড়েছেন। খবর বিবিসির।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেন, আমার রাজ্যে অন্তত আটজনের প্রাণহানি ঘটেছে। তীব্র বাতাসের কারণে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে।

আরো পড়ুন:

যুক্তরাষ্ট্রের পাঠানো ভারী বোমার চালান পৌঁছাল ইসরায়েলে

বাংলাদেশ-ভারতসহ বিভিন্ন দেশে আর্থিক সহায়তা বাতিল করল যুক্তরাষ্ট্র

অ্যান্ডি বেশিয়ার বলেন, সবাই রাস্তাঘাট থেকে দূরে থাকুন। এখন উদ্ধার অভিযান পরিচালনার সময়।

 

জর্জিয়ায় একটি বাড়ির ওপর গাছ উপড়ে পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। 

কেন্টাকি, জর্জিয়া, আলাবামা, মিসিসিপি, টেনেসি, ভার্জিনিয়া, পশ্চিম ভার্জিনিয়া এবং উত্তর ক্যারোলিনা এই সপ্তাহান্তে ঝড়-সম্পর্কিত সতর্কতা জারি করে। গত সেপ্টেম্বরে হারিকেন হেলের কারণে প্রায় সব রাজ্যই ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছিল।

পাওয়ার আউটেজের তথ্যানুসারে, আটটি রাজ্যের মধ্যে, রবিবার রাতে পাঁচ লাখেরও বেশি পরিবার বিদ্যুৎবিহীন ছিল।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবার তথ্যানুসারে, কেন্টাকির কিছু অংশে ৬ ইঞ্চি (১৫ সেমি) পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে, যার ফলে ব্যাপক বন্যার সমস্যা দেখা দিয়েছে।

ভারী বৃষ্টিপাতের ফলে নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং সড়ক ডুবে যাওয়ায় যানবাহন আটকা পড়েছে।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার এক্স-পোস্টে লিখেছেন, ৩০০টিরও বেশি রাস্তা বন্ধ রয়েছে।

গভর্নর হোয়াইট হাউজে জরুরি দুর্যোগ ঘোষণা ও ক্ষতিগ্রস্ত এলাকার জন্য ফেডারেল তহবিলের অনুরোধ জানিয়ে চিঠি লিখেছেন। তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুর্যোগ ত্রাণ তৎপরতার জন্য তার অনুরোধ অনুমোদন করেছেন।

 

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বিশেষ সম্পর্কের প্রশংসা করলেন ট্রাম্প

বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রশংসা করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একইসঙ্গে ইউক্রেনকে স্বৈরশাসনের (রাশিয়ার পুতিন সরকার) বিরুদ্ধে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।

গতকাল বুধবার উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন রাজা।

এদিকে রাজার এ বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের প্রশংসা করে বলেন, এ সম্পর্ককে ‘বিশেষ’ শব্দ দিয়ে যথাযথভাবে বোঝানো যায় না।

ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।

উইন্ডসর ক্যাসলে ১৬০ অতিথির জন্য আয়োজিত জাঁকজমকপূর্ণ এ ভোজসভায় রাজার বক্তৃতায় দুই দেশের গভীর বন্ধন এবং সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ধরে রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

রাজা চার্লস বলেন, ‘আমাদের প্রিয় মূল্যবোধ রক্ষার জন্য আমাদের জনগণ একসঙ্গে লড়াই করেছে, প্রাণ দিয়েছে।’

ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।

ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজপ্রাসাদে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়

সম্পর্কিত নিবন্ধ