চোখের অ্যালার্জি– এই কথাটির সঙ্গে আমরা সবাই কমবেশি পরিচিত। দেশে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে তার অ্যালার্জি আছে। এটি একরকম জাতীয় রোগও বলা যেতে পারে।
অ্যালার্জি কী?
অ্যালার্জি হলো শরীর অগ্রহণীয় বস্তুর সংস্পর্শে এলে আমাদের দেহে যে বিক্রিয়া হয়, তার নাম অ্যালার্জি। চোখ অগ্রহণীয় বস্তুর সংস্পর্শে এলে তখনই শুরু হয় চোখের অ্যালার্জি। যে বস্তু শরীরে অ্যালার্জি করে তাকে বলা হয় অ্যালারজেন। অ্যালারজেন শরীরে এসে পড়লে শরীরের মধ্যের মাস্ট কোর্স থেকে হিস্টামিন পদার্থ এলাকায় এসে যে সমস্যা সৃষ্টি করে। আর সেটাই অ্যালার্জি। চোখের অ্যালার্জি বারো মাসেই কমবেশি হতে পারে। তবে কিছু কিছু মাস, যেমন– শীতকাল, বসন্তকাল, গ্রীষ্ম, বর্ষা এ সময় চোখের অ্যালার্জি বেশি দেখা দেয়। শীতকালে ঠান্ডা নিবারণের জন্য আমরা অতিরিক্ত পোশাক কিংবা লেপ কম্বলের ব্যবহার করি। বসন্তকালে প্রচুর ফুল ফোটে, শীত ও বসন্তকালে মৌসুমি ফল গাছে ফুল আসে, পরাগায়ন হয়। গরমকালে, বর্ষাকালে বাতাস শুকনা বা আর্দ্র থাকে। বর্ষাকালের কাদাপানির কারণে চোখের অ্যালার্জি হতে পারে। হঠাৎ করে বা মাঝেমধ্যে বা অনেক দিন ধরে চোখ লাল হয়ে খুব চুলকায়, খচখচ করে, চোখ থেকে আঠা আঠা পানি বা সুতার মতন পিচুটি আসে। চোখ চুলকাতে শুরু করলে মনে হয় আমি আরও চুলকাই। চোখের পাপড়ির ঝিল্লি পর্দা (নেত্র পর্দা) ফুলে ওঠে। সঙ্গে সঙ্গে চোখে দৃষ্টিরও সমস্যা হয়। অনেক সময় নেত্র স্বচ্ছের পাশে মোটা মোটা দানা দেখা যায়। চোখের অ্যালার্জিকে আমরা ডাক্তারের ভাষায় অ্যালার্জিক কনজানটিভাইটিস বলি। প্রথমেই কারণ খুঁজে বের করতে হবে এবং তা নিয়ন্ত্রণ করতে হবে। সমস্যার সমাধান হবে সাধারণত ধুলোবালি, ময়লা, পুকুর, নদী, বাঁওড়ের পানিতে গোসল থেকে বিরত থাকতে হবে। পোশাক পরিচ্ছদের অপরিচ্ছন্নতা দূর করতে হবে। ব্যবহার্য কাপড়চোপড় রোদে দিলে কাপড়ের মধ্যে ‘মাইট’ জাতীয় পরজীবী বাস করে, সেগুলো মারা যায়। অনেকেই খাবারকে অ্যালার্জির প্রধান কারণ বলে মনে করেন। বিশেষ কোনো খাদ্যের প্রতি অনীহা বা সমস্যা থাকলে সেটি বর্জন করা যেতে পারে। রক্ত পরীক্ষায় অ্যালার্জি কোষ, আইজিই পরীক্ষা করলে রোগের কারণ খুঁজে যেতে পারে। পরিশেষে নিজের সাবধানতা অ্যালার্জি থেকে মুক্ত করতে পারে । v
[চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ফেকো সার্জন, যশোর]
উৎস: Samakal
কীওয়ার্ড: সমস য
এছাড়াও পড়ুন:
চাকসু: ৩ পদ শূন্য রেখে বামপন্থিদের ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেল ঘোষণা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বিভিন্ন বাম সংগঠনের সমন্বয়ে ঐক্যবদ্ধ প্যানেল ঘোষণা করা হয়েছে। তবে তিনটি পদে প্রার্থী দেয়নি তারা।
‘বৈচিত্র্যের ঐক্য’ ব্যানারে এ প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনয়ন পেয়েছেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ধ্রুব বড়ুয়া। সাধারণ সম্পাদক (জিএস) পদে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জাকিরুল ইসলাম জসিম মনোনয়ন পেয়েছেন।
আরো পড়ুন:
এয়ার অ্যাম্বুলেন্সে গাইবান্ধায় নেওয়া হলো খুবি শিক্ষার্থীর মরদেহ
দাবি মেনে নেওয়ায় অনশন ভাঙলেন জবি শিক্ষার্থীরা
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ৫টায় বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়িতে এ প্যানেল ঘোষণা করেন পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রোনাল চাকমা।
প্যানেলের অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন- খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে বম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি লালৎলান সাং বম, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক পদে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের দপ্তর সম্পাদক এমদাদ উল্লাহ সাকিব, সহ-সাহিত্য-সংস্কৃতি সম্পাদক পদে কলতানের সভাপতি শামসুন্নাহার রুমী, দপ্তর সম্পাদক পদে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক রাম্রা সাইন মারমা, সহ-দপ্তর সম্পাদক পদে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক সজিব চন্দ্র দাস, সমাজসেবা ও পরিবেশবিষয়ক সম্পাদক পদে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক সাথোয়াইঅং মারমা, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক পদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগঠক নিত্যানন্দ কুমার, ক্যারিয়ার ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সংগঠক মাহিদুল ইসলাম (ইবাদ), যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে বিপ্লবী ছাত্র মৈত্রীর প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক মোশরেফুল হক রাকিব, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে চবি জুম্ম শিক্ষার্থী পরিবারের আহ্বায়ক শর্ত খীসা, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক পদে ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সভাপতি ধন রঞ্জন ত্রিপুরা, ছাত্রী কল্যাণ সম্পাদক পদে নারী অঙ্গনের সংগঠক মোসা. সুমাইয়া, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক পদে বিপ্লবী ছাত্র মৈত্রীর সহ-সাধারণ সম্পাদক উম্মে সাবাহ তাবাসসুম শুদ্ধতা, স্বাস্থ্য সম্পাদক পদে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক রিশাদ আমীন বর্ণ এবং পাঠাগার ও ক্যাফেটেরিয়াবিষয়ক সম্পাদক পদে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক মোহাম্মদ আকিব মনোনয়ন পেয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে বিপ্লবী ছাত্র মৈত্রীর সদস্য সোমা চাকমা, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী তিষ্য চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের তথ্য ও প্রচার সম্পাদক শিউলি ত্রিপুরা, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের (বিএমএসসি) সাংস্কৃতিক কমিটির সাধারণ সম্পাদক সিংয়ইপ্রু মারমা ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সদস্য অংক্যচিং মারমাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
তবে সম্পাদকীয় পদের মধ্যে সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে কোনো প্রার্থী দেওয়া হয়নি।
ঢাকা/মিজান/মেহেদী