রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম লা লিগার দুই ম্যাচে নিষিদ্ধ হয়েছেন। রয়েল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) বুধবার এই সিদ্ধান্ত জানিয়েছে। 

বেলিংহাম রিয়াল মাদ্রিদের আগামী দুই লিগ ম্যাচে খেলতে পারবেন না। রিয়াল লিগে পরবর্তী ম্যাচ খেলবে ২৩ ফেব্রুয়ারি জিরোনা ও ২ মার্চ রিয়াল বেটিসের বিপক্ষে। 

বেলিংহাম ওশাসুনার বিপক্ষে ৩৭ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। কোচ লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, বেলিংহাম তাকে গালি দিয়েছেন। যদিও রিয়াল মাদ্রিদ ভিডিও প্রকাশ করে দাবি করেছিল, গালি দেননি এই মিডফিল্ডার।  

আরএফইএফ জানিয়েছে, রেফারি মুনোয়েরা মুন্তেরোর প্রতি বাজে দৃষ্টিভঙ্গি প্রদর্শন করায় তাকে নিষিদ্ধ করা হয়েছে, ‘ঘটনার নানা পরিস্থিতি বিশ্লেষণ করে পরিষ্কার হওয়া গেছে যে, বেলিংহাম রেফারির প্রতি বাজে দৃষ্টিভঙ্গি প্রদর্শন করেছেন। যে কারণে তাকে নূন্যতম সাজা হিসেবে ২ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

ঢাকার গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মার্কেটের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার এবং মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম রাইজিংবিডিকে বলেন,  ফায়ার সার্ভিসের কর্মীরা  সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, “সকাল ১০টার দিকে আগুন লাগার খবর আসে। খুব অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।” 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। তবে আগুন লাগার খবর পেয়ে ভিড় করে উৎসুক জনতা ও ব্যবসায়ীরা। 

ঘটনাস্থলে এখনো কাজ করছে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকা/রায়হান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ