Risingbd:
2025-05-01@11:50:49 GMT

গ্লেন ‘জন্টি’ ফিলিপস

Published: 19th, February 2025 GMT

গ্লেন ‘জন্টি’ ফিলিপস

চ্যাম্পিয়নস ট্রফির শুরুর ম্যাচে নিউ জিল্যান্ডের গ্লেন ফিলিপস নিজেকে চেনা রূপে দেখালেন।

দুর্দান্ত ফিল্ডিং বরাবরই নজরে থাকেন ফিলিপস। একেবারেই সহজাত অ্যাথলেট। সবুজ ঘাসে তার লাফালাফি, উড়ন্ত দৃশ্যর ছবি বারবারই দেখেছেন ক্রিকেট সমর্থকরা। সীমানায় অস্বাভাবিক কিছু ক্যাচ নেওয়া, সাধ্যের বাইরে গিয়ে চেষ্টা করা, রান বাঁচানো, রান আউটে দুর্দান্ত থ্রোতে ফিলিপস বর্তমান সময়ের অন্যতম সেরা ফিল্ডারদের এক জন।

বুধবার করাচিতেও এমন কিছুর সাক্ষী হলেন ক্রিকেটপ্রেমিরা। পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে ফেরাতে ফিলিপস দারুণ এক ক্যাচ নিলেন। নিজের বিপরীত দিকে লাফিয়ে এক হাতে দৃষ্টিনন্দন ক্যাচ নেন। চোখের পলকেই বাজিমাত করলেন বাজপাখি ফিলিপস। তার এই ক্যাচ মনে করিয়ে দেয় দক্ষিণ আফ্রিকার সর্বকালের অন্যতম সেরা ফিল্ডার জন্টি রোডসের কথা। তাইতো সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউড় হয়েছে, ফিলিপস ‘জন্টি’ রোডস।

আরো পড়ুন:

নারী ডিপিএল
মোহামেডানের হারের দিন আবাহনীর জয়, সান্দিহার ৬ উইকেট

ভারত-বাংলাদেশ: উত্তেজনা এক পাশে রেখে সবার মনোযোগ মাঠে

পেসার উইল ও’রুর্কের অফস্টাম্পের বাইরের বল কাট করেছিলেন রিজওয়ান। বল তার ব‌্যাটে টাইমিং হয়েছিল ভালোভাবেই। পয়েন্ট দিয়ে বেরিয়ে যেত অতি সহজেই। কিন্তু ওখানে রান বাঁচানোর দায়িত্বে থাকা ফেলেপস তো ছিলেন। চোখের পলকে বল আটকে দেন বাঁহাতে। বাঁদিকে ঝাপিয়ে বল তালুবন্দি করেন সেকেন্ড ব‌্যবধানে। স্তব্ধ হয়ে ক্রিজে দাঁড়িয়ে থাকা ছাড়া কিছু করার ছিল না রিজওয়ানের।

স্টেডিয়ামের সমর্থকরাও বিশ্বাস করতে পারছিলেন না কি হয়েছিল? তবে করতালিতে ফিলিপসকে অভিনন্দন জানাতে ভুল করেননি। তার এই ক‌্যাচ সত‌্যিই মনে করিয়ে দেয় কিংবদন্তি জন্টি রোডসের ক্ষীপ্রতা, দক্ষতাকে। ফিলিপস যেন তার ছায়া হয়ে করাচি মাতিয়ে যাচ্ছেন।

ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

জিআই সনদ পেলো কিশোরগঞ্জের পনির ও রাতাবোরো ধান 

ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের সনদ পেয়েছে কিশোরগঞ্জের রাতাবোরো ধান ও জেলার ব্র্যান্ডিং পণ্য অষ্টগ্রামের পনির।

বুধবার (৩০ এপ্রিল) রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর আয়োজিত ‘বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সনদ গ্রহণ করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান।

অনুষ্ঠানে কিশোরগঞ্জের রাতাবোরো ধান ও পনিরসহ দেশের বিভিন্ন অঞ্চলের ২৪টি পণ্যকে ভৌগোলিক নির্দেশক (জিআই) নিবন্ধন সনদ দেওয়া হয়।

আরো পড়ুন:

হাওরে ধানের বাম্পার ফলন, দাম কমে যাওয়ায় চিন্তায় কৃষক

আজারবাইজানের সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে সম্মত প্রধান উপদেষ্টা

শিল্প সচিব মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিশিষ্ট শিল্পী, অভিনেত্রী ও সঙ্গীত পরিচালক আরমিন মুসা ও বাংলাদেশ তাঁত বোর্ডের কর্মকর্তা, সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) ও নওগাঁ জেলার বদলগাছি উপজেলার নাকফজলি আমচাষি সমবায় সমিতির লোকজন।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, কিশোরগঞ্জের রাতাবোরো ধান ও জেলার ব্র্যান্ডিং পণ্য অষ্টগ্রামের পনির ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি এ জেলার কৃষি ও খাদ্যশিল্পের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। এতে স্থানীয় এ দুটি পণ্যের মান ও খ্যাতি বৃদ্ধিতে সহায়ক হবে।

ঢাকা/রুমন/বকুল

সম্পর্কিত নিবন্ধ