Risingbd:
2025-08-01@19:01:16 GMT

গ্লেন ‘জন্টি’ ফিলিপস

Published: 19th, February 2025 GMT

গ্লেন ‘জন্টি’ ফিলিপস

চ্যাম্পিয়নস ট্রফির শুরুর ম্যাচে নিউ জিল্যান্ডের গ্লেন ফিলিপস নিজেকে চেনা রূপে দেখালেন।

দুর্দান্ত ফিল্ডিং বরাবরই নজরে থাকেন ফিলিপস। একেবারেই সহজাত অ্যাথলেট। সবুজ ঘাসে তার লাফালাফি, উড়ন্ত দৃশ্যর ছবি বারবারই দেখেছেন ক্রিকেট সমর্থকরা। সীমানায় অস্বাভাবিক কিছু ক্যাচ নেওয়া, সাধ্যের বাইরে গিয়ে চেষ্টা করা, রান বাঁচানো, রান আউটে দুর্দান্ত থ্রোতে ফিলিপস বর্তমান সময়ের অন্যতম সেরা ফিল্ডারদের এক জন।

বুধবার করাচিতেও এমন কিছুর সাক্ষী হলেন ক্রিকেটপ্রেমিরা। পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে ফেরাতে ফিলিপস দারুণ এক ক্যাচ নিলেন। নিজের বিপরীত দিকে লাফিয়ে এক হাতে দৃষ্টিনন্দন ক্যাচ নেন। চোখের পলকেই বাজিমাত করলেন বাজপাখি ফিলিপস। তার এই ক্যাচ মনে করিয়ে দেয় দক্ষিণ আফ্রিকার সর্বকালের অন্যতম সেরা ফিল্ডার জন্টি রোডসের কথা। তাইতো সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউড় হয়েছে, ফিলিপস ‘জন্টি’ রোডস।

আরো পড়ুন:

নারী ডিপিএল
মোহামেডানের হারের দিন আবাহনীর জয়, সান্দিহার ৬ উইকেট

ভারত-বাংলাদেশ: উত্তেজনা এক পাশে রেখে সবার মনোযোগ মাঠে

পেসার উইল ও’রুর্কের অফস্টাম্পের বাইরের বল কাট করেছিলেন রিজওয়ান। বল তার ব‌্যাটে টাইমিং হয়েছিল ভালোভাবেই। পয়েন্ট দিয়ে বেরিয়ে যেত অতি সহজেই। কিন্তু ওখানে রান বাঁচানোর দায়িত্বে থাকা ফেলেপস তো ছিলেন। চোখের পলকে বল আটকে দেন বাঁহাতে। বাঁদিকে ঝাপিয়ে বল তালুবন্দি করেন সেকেন্ড ব‌্যবধানে। স্তব্ধ হয়ে ক্রিজে দাঁড়িয়ে থাকা ছাড়া কিছু করার ছিল না রিজওয়ানের।

স্টেডিয়ামের সমর্থকরাও বিশ্বাস করতে পারছিলেন না কি হয়েছিল? তবে করতালিতে ফিলিপসকে অভিনন্দন জানাতে ভুল করেননি। তার এই ক‌্যাচ সত‌্যিই মনে করিয়ে দেয় কিংবদন্তি জন্টি রোডসের ক্ষীপ্রতা, দক্ষতাকে। ফিলিপস যেন তার ছায়া হয়ে করাচি মাতিয়ে যাচ্ছেন।

ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সিরাজ–কৃষ্ণাতে ম্যাচে ফিরল ভারত

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে মোহাম্মদ সিরাজের মতো আর কোনো পেসার নেই, এভাবে বলাই যায়। কারণ, সিরাজ ও ক্রিস ওকসই এই সিরিজের সব কটি ম্যাচ খেলেছেন। সেই ওকসও ওভাল টেস্টের প্রথম দিনে চোট পেয়ে টেস্ট থেকে ছিটকে গেছেন, টিকে আছেন সিরাজ।

টিকে থাকা সিরাজ কী করেছেন? গতকাল ওভাল টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ৮ ওভারের এক স্পেলে ফিরিয়েছেন ওলি পোপ, জো রুট, জ্যাকব বেথেলকে। এরপর আরও এক উইকেট। সিরাজকে যোগ্য সঙ্গ দিয়েছেন প্রসিধ কৃষ্ণা। দ্বিতীয় সেশনের শেষ ওভারে দুই উইকেটসহ তিনিও নিয়েছেন ৪ উইকেট। ভারতের ২২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হয়েছে ২৪৭ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত কাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ২ উইকেটে ৭৫ রান নিয়ে। দুই ‘জীবন’ পাওয়া যশস্বী জয়সোয়াল ৫১ ও আকাশ দীপ ৪ রান নিয়ে উইকেটে আছেন।

অথচ কাল প্রথম সেশন শেষে ম্যাচের চিত্র ছিল আলাদা। ইংল্যান্ড প্রথম ১৬ ওভারেই তোলে ১ উইকেটে ১০৯ রান। দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট ৭৭ বলে গড়েন ৯২ রানের জুটি। এমন বাজবলীয় শুরুর পর চিত্র পুরোপুরি বদলে যায় দ্বিতীয় সেশনে। শুরুটা করেন কৃষ্ণা। তাঁর শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ দেন ক্রলি। পরের গল্পটা সিরাজের। প্রথম স্পেলে ৪ ওভারে ৩১ রান দেওয়া সিরাজকে অধিনায়ক গিল যখন বোলিংয়ে আনেন, তখন ইংল্যান্ডের রান ২৪ ওভারে ২ উইকেটে ১৪২। তিনি একে একে ফেরান দুই সেট ব্যাটসম্যান পোপ (২২), রুটকে (২৯) ও বেথেলকে (৬)। এরপর কৃষ্ণার দুই উইকেটে দ্বিতীয় সেশনটা পুরোপুরি ভারতের হয়ে যায়। ইংল্যান্ড দ্বিতীয় সেশনে ১০৬ রান তুলতে হারায় ৬ উইকেট। তৃতীয় সেশনে আর ৩২ রান যোগ করতে পারে তারা।

আরও পড়ুনকাঁধের চোটে ভারতের বিপক্ষে আর খেলতে পারবেন না ওকস১১ ঘণ্টা আগেলোকেশ রাহুলকে আউট করার পর অ্যাটকিনসনের আনন্দ

সম্পর্কিত নিবন্ধ