ব্যাটসম্যানরা আসছেন আর যাচ্ছেন—পাওয়ার প্লের ১০ ওভারের এটাই ছিল বাংলাদেশের ইনিংসের গল্প। ৩৫ রানেই হারিয়েছে ৫ উইকেট। এরপর বাংলাদেশ ১০০ রানের ভেতরই অলআউট হয়ে যায় কি না, আলোচনা শুরু হয় এ নিয়ে।
তা অবশ্য শেষ পর্যন্ত হতে দেননি তাওহিদ হৃদয় ও জাকের আলী। ২০৬ বলে ১৫৪ রানের রেকর্ড জুটি গড়ে দলকে ২২৮ রান এনে দেন তাঁরা। শেষ দিকে প্রায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা হৃদয় তুলে নেন ওয়ানডে তথা আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিও।
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া তাওহিদ যে বাংলাদেশের সমর্থকদের হৃদয় জিতেছেন, তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের ব্যাটসম্যান কেড়েছেন প্রতিপক্ষ ভারতের অধিনায়ক রোহিত শর্মার হৃদয়ও। ম্যাচ শেষে তাঁর সঙ্গে জাকেরের জুটির কথা বলেছেন রোহিত, ‘জাকের ও হৃদয়কে কৃতিত্ব দিতে হবে বড় জুটি গড়ার জন্য।’
টসের সময় বাংলাদেশের অধিনায়ক নাজমুলের সঙ্গে রোহিত শর্মা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে