‘রাজকুমারী দেবীর ইন্টারভিউটা আপনি করেন।’
বস যে এ রকম কিছু বলবে মিতু আগেই ধারণা করেছিল। সব ব্র্যান্ডিং মাল এরে–ওরে দিয়ে বাকি যে অগা-মগা থাকে, তার দায়িত্ব পড়বে মিতুর ওপর। এই তো স্টার ফ্যাশন প্রোগ্রামে পল্লব পেল জয়ার দায়িত্ব, তানিয়াকে শাকিবের পিছে পিছে দৌড়ানোর সুযোগ দেওয়া হলো, আর মিতুকে বলা হলো... থাক আর ভাবতেই চায় না সে। ‘বস, আমি এবার জয়া আপার ওপর কাজটা করতে চাইছিলাম।’ সিগারেটে ভাব ধরানো দুইটা টান দিয়ে বস বলে, আপনারে যেটা দিছি, ওটাই করেন। মিতুর খুব রাগ হয়েছিল। ক্যানটিনে চা খেতে গিয়ে দ্যাখে পল্লব আর তানিয়া হাসি–তামাশার দোকান খুলে বসেছে। পল্লব কী জানি বলছে আর তাানিয়া হাসতে হাসতে মাটিতে পড়ে যাচ্ছে। নিশ্চয় ওকে নিয়েই কোনো খুনসুটি হচ্ছে। কড়া এক কাপ চায়ের অর্ডার দিয়ে বসে বসে এদিক-ওদিক তাকাচ্ছিল মিতু। চায়ের কাপটা ওদের মাথায় ঢেলে দেবে কি না ভাবছিল।
‘আপনি পটেনশিয়াল আছেন। সাহারা বেগমকে নিয়ে আপনার ফিচারটা অনেকেই পছন্দ করছে। মেইনস্ট্রিমের ভূত মাথা থিকা নামান।’
বসের কথায় মিতুর মন খানিকটা নরম হলো। আসলেই সাহারা বেগমের ওপর করা ফিচারটা জোশ হয়েছিল। ফেসবুকে হাজারের ওপর শেয়ার হয়েছে। এককালের যাত্রার হট প্রিন্সেস সাহারা। আজ থেকে ৫০–৬০ বছর আগে যে যাত্রার মঞ্চে ‘মিলতেহি আঁখে দিল হুয়া দিওয়ানা’ গেয়ে গেয়ে নাচত। পাতলা শাড়ির চিপায় সাহারার আধফোটা নাভি দেখতে এলাকার যুবকেরা হুমড়ি খেয়ে পড়ত। ‘শোনো গো মা, পেটের মইধ্যে একখান ফুটা, সেইটা নিয়া মাইনষের ঘুম নাই, বুকের ভিতরে যে মহব্বতের দিল, তার খোঁজ কেউ রাখে না।’ নেটিজেনরা পিক করেছিল সাহারার এ কথা।
‘রাজকুমারী দেবীর কাজটা মন লাগিয়ে করেন মিতু। শি ইজ আ লিজেন্ড!’
২.
শ্রীমঙ্গলে মিতুর এটা ফার্স্ট ট্যুর। অনেক শুনেছে, কিন্তু কেন জানি আসা হয়ে ওঠে নাই। শীত বেশি পড়ে। এটা একটা কারণ। শীত মিতুর একদম অপছন্দ। ফাল্গুনের শুরু। ঢাকায় তো শীত অলরেডি সাইবেরিয়া রওনা দিয়েছে। এখানে নাকি এখনো সকালে কুয়াশা পড়ে! ট্রেন জার্নি ওর অবশ্য খারাপ লাগে না। জানালা দিয়ে তাকালে মন কেমন যেন করে। দিলরুবা খানের ‘রেললাইন বহে সমান্তরাল’ গানটা মনে পড়ে। ট্রেনের নাম পারাবত এক্সপ্রেস। পারাবত মানে কী? অ্যাটেনডেন্সকে জিজ্ঞেস করলে সে বলে, এটা একটা ইন্টারসিটি ট্রেন। মিতু বিরক্ত মুখে বলল, আচ্ছা। গুগলে সার্চ করতে হবে। নেট ঠিকঠাক কাজ করছে না। ট্রেন জার্নির একটাই সমস্যা, খুব লেংথি মনে হয়। মনে হয় কোনো উদ্দেশ্য নাই। যাচ্ছে তো যাচ্ছেই। রাজকুমারী দেবীর দু–তিনটে গান পাঠিয়েছিল বস। শোনা যেতে পারে। ব্যাগে খুঁজে দেখে এয়ারফোন নাই। ক্যামেরা বের করে নিল। রানিংয়ে ল্যান্ডস্কেপ তোলার চেষ্টা করা যেতে পারে।
‘আপা সাবধান। ক্যামেরাটা সাবধানে রাখেন।’
চা–ওয়ালা বলে গেল। পাশে বসা এক মুরব্বি জিজ্ঞেস করেন, ‘কই যাইবা তুমি?’ বয়সের অপার ক্ষমতা। যারে–তারে তুই-তুমি বলা যায়। মিতু খানিকটা বিরক্ত হয়ে ক্যামেরার লেন্স নাড়াচাড়া করে।
শ্রীমঙ্গল?
জানলেন ক্যামনে!
ছবি তোলার জন্য বেশির ভাগ লোক যায়।
আমি যাব মণিপুরি পাড়া। মাধবপুর।
কমলগঞ্জ?
জি।
তাইলে তুমি ভানুগাছ নামতে পারবা। শ্রীমঙ্গলের পরের স্টেশন।
তাই?
অফিসের কেউ এই ইনফরমেশন দিল না! মিতুর ইচ্ছে করল লোকটার একটা ছুবি তুলে রাখে। না থাক।
আঙ্কেল, ওখানে শীত কেমন?
আগের শীত আর নাই।
এবার রাসমেলা হয়েছে?
কেন হবে না? আমার ছেলেমেয়েরা গেছিল।
আপনি কই নামবেন?
শায়েস্তাগঞ্জ।
মিতু একবার ভাবছিল রাজকুমারী দেবীর কথা জিজ্ঞেস করবে কি না। রাসের কথা যখন জানেন, রাজকুমারীর কথাও লোকটা জেনে থাকতে পারেন। রাজকুমারী হচ্ছেন রাসের লিজেন্ড। বস বলে, দুই শর বেশি রাসলীলা পরিচালনা করেছেন ওই মহিলা। সারা রাত ধরে হওয়া একটা পারফরম্যান্স। প্রতিবার নতুন নতুন শিল্পী ট্রেনআপ করতে হয়। দুই শ বার! খাইছে!
৩.
ভানুগাছ স্টেশনে নেমে চায়ের খুব তেষ্টা পেল মিতুর। এই এলাকা হলো চায়ের রাজধানী। ‘চায়ের রাজধানীতে রাজকুমারী দেবী’। বাহ্! ইন্টারেস্টিং হবে। বস আবার একটু বেশি অফ ট্র্যাক। এ রকম সোজাসাপটা টাইটেল পছন্দ করে না। বলবে, এই রকম না মিতু, ট্রেন্ডি হয়েন না। বি চুজি! বি ইউনিক!
ওয়েদারটা খারাপ না। যেমনটা মনে করেছিল তার ধারেকাছেও নেই। দুপুর বারোটা ছুঁই ছুই মাত্র, তার মধ্যেই চড়া রোদ। জ্যাকেটটা খুলে ফেলাই ভালো। ভানুগাছ স্টেশনের পাশেই ছোট্ট টংদোকানের বেঞ্চিতে বসে এক কাপ চা খেতে খেতে ক্যামেরার লেন্স–ফোকাস সব ঠিক করে নিল মিতু। বস বলে দিয়েছে, একটা ছেলে আসবে ওকে পিক করতে। মণিপুরি ছেলে। নাম মিলন। মণিপুরি ছেলের এমন বাংলাটাইপ নাম পছন্দ হলো না মিতুর। তবে নামটা স্পিরিচুয়াল। রাজকুমারীর সঙ্গে মিতুর মিলন ঘটানোর সে হলো একটা মিডিয়াম। সে-ই তাকে নিয়ে যাবে রাজকুমারী দেবীর কাছে। ট্রেন নাকি আজ আধা ঘণ্টার মতো লেট করেছে। তা–ও মিলনের দেখা নেই। শান্তিপূর্ণ এলাকা কমলগঞ্জ। সারা দেশে যখন কারফিউ চলে, এখানকার লোকজন বিয়ার দাওয়াত খেতে যায়। শান্তির এলাকায় এক্ষণে অশান্তির বিষয় মিলন। কই সে!
গুড মর্নিং, দিদি!
এখন তো দুপুর।
চেইন পড়ে গেছিল।
মোটরসাইকেলের অবস্থা দেখে মিতুর বিশ্বাস হলো।
দুই বছর আগে কামাল ভাই রাসে আসছিলেন। তখন আমার লগে পরিচয়। রাসের আগর দিন উনারে নিয়া পুরা এরিয়া চক্কর দিছি।
হুমম। বস বলছে তোমার কথা। এখন আমারে রাজকুমারী দেবীর কাছে পৌঁছায়া দেও ভাই।
চায়ের বিলটা আগ বাড়িয়ে মিলনই দিল। খুব স্মার্ট ছেলে মনে হলো। কিন্তু স্মার্ট ছেলের এভাবে চেইন পড়ে যায় কেন!
৪.
মিলনের বাড়িতে ফ্রেশট্রেশ হয়ে জম্পেশ একটা নাশতা করার পর মিতুর হঠাৎ কী জানি মনে উদয় হলো, বলল, আসার পথে একটা নদী পেলাম। কী নাম?
ধলাই।
পানি তো নাই।
পানি নাই? বর্ষার সময় আইলে দেখবেন!
বন্যা হয়?
হয় মানে? গত বছর, এই রকম ফকফকা রইদ, আচমকা নদী পাড়ে-পাড়। ভাসাইলো কয়েকটা গ্রাম।
কী বলো!
হ, উজানের পানি। ইন্ডিয়ার।
আমি একটু ধলাইর পাড়ে গিয়ে বসব।
রাজকুমারীর মাসির কাছে যাবেন না?
একটু পরে যাব।
ধলাইয়ের পানি হাঁটুসমান। বড় বড় চর পড়ে আছে। মিতু পাড়ের একটা ছোট্ট কাঠের গুঁড়িতে বসল। ‘তোমার এয়ারফোনটা একটু দিবা?’ মিলন তার কানে লাগানো এয়ারফোনটা খুলে দিল।
ট্রেনে শোনা হয়নি। বসের পাঠানো গানগুলো শুনে নেওয়া ভালো। এমনিতে মিতু তার প্রফেশনাল কাজে সিরিয়াস। সারা রাত রাজকুমারী দেবীকে নিয়ে স্টাডি করেছে। যত ডেটা, ইমেজ, ফুটেজ সব। গানগুলোই শোনা হয় নাই। একটু–আধটু হিম বাতাস বইছে। ‘ফুটিল মাধবী ফুল গগনে উড়িল, এ বসন্তে প্রাণনাথ কোথা চলি গেল...’
আহ্, কী মিহি গলা! সুরটা যেন উঁচা-নিচা পথ ধরে আগাচ্ছে। শীতের শেষ প্রায়। বসন্তের আগমনী রং চোখ তুলতে শুরু করেছে, ধলাইয়ের উদোম বুকে কী এক শূন্যতা, এর মধ্যে রাজকুমারী দেবীর গান কৃষ্ণের বিরহে পোড়া রাধার বেদনাকে মনে জাগিয়ে তুলল। এমনিতে পাগলা টাইপের মেয়ে হলেও মিতুর চোখে হুটহাট পানি আসে। মিলন খানিকটা অবাক হয়ে তাকে দেখে। স্টেশনে আউলা-ঝাউলা চুলে টংদোকানে বসে থাকা মিতুর সঙ্গে এই মিতুর মিল নাই।
৫.
রাজকুমারীর রাজপ্রাসাদ এক–আধভাঙা মাটির দেয়াল। জায়গায় জায়গায় মাটি খসে পড়েছে। নিচে উঁইপোকার বড় বড় ঢিবি। বারান্দার একদিকটায় বাঁশের আচ্ছাদন। তা–ও ভাঙাচোরা। দক্ষিণ দিকটায় টিনের ছাউনির আধেক অংশ ভেঙে গেছে। উঠানের কোণে একটা বড়সড় বরইগাছ।
বরইগাছটার দিকে তাকাতেই মিতু চমকে ওঠে, ওখানে কোনো বাদুড় নয়, কাঠবিড়ালি নয়, আস্ত একটা মানুষের বাচ্চা। তাকে দেখে একদৃষ্টে তাকিয়ে আছে।
‘মাও, দাংগো কই?’ (মামণি, দিদিমা কই?)
মেয়েটা কিছু বলে না। হঠাৎ ভেতর থেকে এক মহিলা মেয়েটার মা-ই হবে ‘হৈমা’ বলে তেড়ে আসে বরইগাছের দিকে। একটা চিকন বাঁশ দিয়ে গুঁতো দেওয়ার ছলে মেয়েটিকে ভয় দেখায়। মেয়ে কান ধরে। মিতু খুব মজা পায়।
রাজকুমারীর নাতনি। খুব দুষ্টু!
মিতু ক্যামেরা নিয়ে ঝটপট কয়েকটা ছবি তুলে ফেলে। হঠাৎ মহিলা মিতুকে দেখতে পেয়ে লজ্জা পায়। দৌড়ে ভেতরে চলে যায়। তার গায়ে কোনো ব্লাউজ ছিল না। পরনের নিচের অংশটা বুক পর্যন্ত উঠিয়ে ঢেকে নেওয়া।
ওটা কী পোশাক?
লাহিং। ফানেকও বলে।
বাহ্!
মেয়েটা কতগুলো বরই ছুড়ে মারে মিলনের দিকে। মিলন কয়েকটা লুফে নেয়, কয়েকটা মাটিতে পড়ে যায়। মেয়েটা হি হি করে হাসতে থাকে। পা নাচিয়ে বসে থাকে বরইগাছে। খানিক দূরে ঢোলের মতো এক বাদ্য বাজছে। মিলন জানায় ওটা মৃদঙ্গ। আজ এক মৃতের কৃত্য হচ্ছে। মানুষ মারা গেলেও এখানে গানবাজনা হয়!
মিলন বারান্দা থেকে দুটো টুল নিয়ে আসে। তারপর ভেতরে চলে যায়। মিতু মেয়েটার সঙ্গে খুনসুটি করে। সে মিতুর দিকে তাকিয়ে চোখের টিপ্পনী কাটে, হাসে আর বরই ছুড়ে মারার ভয় দেখায়।
তুমি তো ভারি দুষ্টু!
হি হি হি।
তোমার দিদিমা যে কত বড় শিল্পী তুমি জানো? তার কাছ থেকে গান শেখো তুমি?
শিখি।
একটু শোনাও তো!
মেয়েটা শোনায়—তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উরাধুরা...
হাসতে হাসতে মিতুর পেটে খিল ধরে যায়।
শুভ্রকেশী দীর্ঘদেহী ফরসা গাত্রের রাজকুমারী দেখতে রাজকুমারীই বটে। আশি বছরেও সুগঠিত শরীর, চামড়াও এতটা শিথিল নয়। কিন্তু মিলন তাকে যখন আগলে ধরে নিয়ে আসে, তখন তিনি খানিকটা কাঁপছিলেন। শীতেও হতে পারে।
মেয়েটা কতগুলো বরই ছুড়ে মারে মিলনের দিকে। মিলন কয়েকটা লুফে নেয়, কয়েকটা মাটিতে পড়ে যায়। মেয়েটা হি হি করে হাসতে থাকে। পা নাচিয়ে বসে থাকে বরইগাছে। খানিক দূরে ঢোলের মতো এক বাদ্য বাজছে। মিলন জানায় ওটা মৃদঙ্গ।মিতু তার পা ছুঁয়ে সালাম করে। রাজকুমারী একটা টুলে বসেন। মিতুর দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে থাকেন। গড়নে বদনে এমন দাপুটে একটা মহিলার অবনত মুখ দেখতে ভালো লাগে না। তবে মিতু জানে কীভাবে তাকে সহজ করে তোলা যাবে। সাহারা বেগমও এমনই আড়ষ্ট ছিল, পরে তো মিতুর সঙ্গে পারলে মুজরানাচ নাচে। কাল রাতে মিতু বসের দেওয়া ভিডিওটা গভীরভাবে দেখেছে। বছর তিনেক আগে দেখা সেই রাসলীলার ভিডিও। সেখানে বারকয়েক রাজকুমারী দেবীকে দেখা যায়। উদাত্ত গলায় গান করে চলেছেন। সঙ্গে তাঁর কয়েকজন সহশিল্পী, যাদের বলা হয় সূত্রধারী। খোঁপায় ফুল গোঁজা, গলায় সোনার মালা পরা সেই রাজকুমারীর সঙ্গে এই রাজকুমারীর মিল খুঁজে পাওয়া কষ্টকর। রাজকুমারীর রাজ্যলোপাট হয়েছে কালের হাতছানিতে। তবু নিশ্চয় তার সেই মনে-তোলপাড়-তোলা গানের সুর এখনো আছে? কাঁপা কাঁপা কারুকাজের সেই মিষ্টি কণ্ঠ? রাজকুমারীর পুত্রবধূ এক গ্লাস দুধ নিয়ে আসে। রাজকুমারী মিতুকে ইশারায় দুধ খেতে বলেন। মিতু তাকাচ্ছিল তার হাতের দিকে। ভিডিওতে দেখেছে রাজকুমারী রাসের সময় অনবরত তার হাত দুটো দিয়ে নানান মুদ্রা করে শিল্পীদের ইশারায় পরিচালনা করে যাচ্ছেন। হাত দুটো আজ নিথর। মিতু তার হাতের ক্লোজ কয়েকটা ছবি তোলে। রাজকুমারী অবাক চোখে তাকালে সে মৃদু হাসে। ছবি তুলতে থাকে।
সাত-আট ঘণ্টার রাসলীলা, কত বড় একটা পারফরম্যান্স, সেই রাস দুই শটার বেশি আপনি পরিচালনা করেছেন! অ্যামেজিং! বিশ্বাস হয় না!
রাজকুমারী স্মিত হাসেন। কিন্তু চোখে–মুখে তাঁর ক্লান্তি। মিতু ছবি তুলতে থাকে। মিলন তাকে সাহায্য করে। রাজকুমারীর পুত্রবধূ বারান্দার খুঁটি ধরে তাকিয়ে থাকে। কথায় কথায় মিতু জেনেছে রাজকুমারীর ছেলে একটা গ্যারেজে কাজ করে। কদিন ধরে তার চিকেনপক্স হওয়ায় আর বাড়ি ফেরেনি। গ্যারেজের একটা রুমে পড়ে আছে।
অনেকগুলো ছবি তোলা হয়ে গেলে মিতু থিতু হয়ে বসে। দুধে চুমুক দিতে দিতে বলে, মাসি, আমরা আলাপে পরে যাব, তার আগে আপনার গলায় একটা গান শুনতে চাই।
রাজকুমারী মাথা ঘুরিয়ে পেছনে বারান্দায় দাঁড়ানো পুত্রবধূর দিকে তাকায়। বিষণ্ন মুখ। নিষ্প্রভ চোখ।
এ বসন্তে প্রাণনাথ কোথা চলি গেল... আহা কী গান! এটা কি রাসের গান?
মিলন আগবাড়িয়ে বলে, না না, এটা হোলির গান।
শোনান না মাসি! একটা ফিল আসুক। তারপর কথা বলি। প্লিজ মাসি! প্লিজ!
মিতুর প্রবল অনুরোধে রাজকুমারী গাওয়ার চেষ্টা করে। কিন্তু মুখ থেকে কথা বেরোয় না। অনেক কষ্টে আধো আধো বোল বের হয়। অস্ফুট। বিকৃত। মিতু হকচকিত। মিলনের দিকে তাকায়। মিলনও খানিকটা অবাক। রাজকুমারীর গলা থেকে গানটার সুর শুধু শোনা যায়। তা–ও ভাঙা ভাঙা। মিতু লক্ষ করে রাজকুমারীর মুখটা একদিকে বেশ বাঁকা। খানিক বিকৃত। জিহ্বা অসাড়। বারান্দায় দাঁড়ানো তার পুত্রবধূর দিকে তাকায় মিতু। তার চোখে জল। রাজকুমারী অনেক কষ্ট করেও গানের কোনো লাইন বলতে পারেন না। একটা অবরুদ্ধ বেদনায় তার মুখ ছেয়ে যায়। মিতু ক্যামেরাটা ভিডিও মুডে অন করে রেখেছিল। সে হতবাক। মিলন বলে, শুনেছিলাম মাসি ছোটখাটো একটা স্ট্রোক করেছে, কিন্তু এ রকম অবস্থা জানতে পারি নাই দিদি!
রাজকুমারী গাইবার চেষ্টা করতে থাকেন। কিন্তু পারেন না। হঠাৎ অন্য কোথাও থেকে কচি কণ্ঠে ভেসে আসে গানটা! মিতু চমকে তাকায়। বরইগাছের ডালে বসা রাজকুমারীর দুষ্টু নাতনিটি গাইছে। ওর মুখ ভরা হাসি। গলায় সেই গান। মিতুর অবাক ক্যামেরা অজান্তেই যেন ঘুরে যায় তার দিকে।
ছোট্ট রাজকুমারী গাইছে—ফুটিল মাধবী ফুল গগনে উড়িল, এ বসন্তে প্রাণনাথ কোথা চলি গেল...
বরইয়ের ডালে ডালে যেন মাধবী ফুটে উঠছে আজ!
শুভাশিস সিনহা: কবি; কথাসাহিত্যিক।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: প ত রবধ র ওপর বসন ত র একট
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে ডেকে নিয়ে হত্যার দুই ঘটনাকে গণপিটুনি বলছে পুলিশ, স্থানীয়রা কী বলছে
একই দিনে, একই জায়গায় হত্যাকাণ্ডের দুটি ঘটনা। একটি ঘটেছে ভোরে, আরেকটি সকালে।
ঘটনাস্থল রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকার হাক্কার পাড়ে। তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৫।
প্রথম ঘটনায় দুই যুবককে ঘুম থেকে উঠিয়ে রাস্তায় নিয়ে পেটানো হয়। ঘটনাস্থলেই মারা যান একজন।
দ্বিতীয় ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, দুই যুবককে রাস্তা থেকে তুলে নিয়ে পেটানো হয়। একপর্যায়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনার পাশাপাশি পিটিয়ে হত্যার দুটি ঘটনারই একাধিক ভিডিও ফুটেজ প্রথম আলো পেয়েছে। যারা পিটিয়ে হত্যা করছে, ভিডিও ফুটেজে তাদের চেহারা স্পষ্ট।
প্রত্যক্ষদর্শী, ঘটনাস্থলের আশপাশের মানুষ ও ভুক্তভোগীদের স্বজনদের সঙ্গে কথা বলে হত্যাকাণ্ডে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ১০ জনের পরিচয় বের করেছে প্রথম আলো। পরিকল্পিত এই দুই হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে পুলিশ বিষয়টি গণপিটুনি বলে প্রচার করেছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা।
নিহত দুই যুবক হলেন মো. সুজন ওরফে বাবুল ও মো. হানিফ। আর আহত দুজন হলেন মো. শরীফ ও ফয়সাল। ঘটনার পর নিহত দুই যুবকের স্বজনেরা মোহাম্মদপুর থানায় গিয়ে পুলিশকে ভিডিও ফুটেজ দেখালেও মামলা নিতে চায়নি। পরে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করতে পরামর্শ দেয়। এতে পরিবার রাজি হয়নি। পরে আদালতে মামলা করতে আবেদন করেছে দুই পরিবার।
পুলিশ বলছে, নিহত দুজন ছিনতাইকারী ছিলেন। তাঁদের বিরুদ্ধে থানায় ছিনতাইয়ের মামলা রয়েছে। আহত দুজন এখন ছিনতাইয়ের মামলায় কারাগারে আছেন। নিহত ও আহত ব্যক্তিরা ঢাকা উদ্যান এলাকায় কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্রের অন্যতম প্রধান জনি ওরফে ‘রক্তচোষা’ জনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে ছিনতাই-ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ২৭টি মামলা রয়েছে।
প্রত্যক্ষদর্শী, ঘটনাস্থলের আশপাশের মানুষ ও ভুক্তভোগীদের স্বজনদের সঙ্গে কথা বলে হত্যাকাণ্ডে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ১০ জনের পরিচয় বের করেছে প্রথম আলো। পরিকল্পিত এই দুই হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে পুলিশ বিষয়টি গণপিটুনি বলে প্রচার করেছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা।স্থানীয় একাধিক দোকানি জানান, ওই চারজন সেদিন ছিনতাই করতে গিয়ে ধরা পড়েননি। কয়েকজন মিলে তাঁদের ধরে এনে পিটিয়েছে। এতে দুজনের মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে এলাকার আধিপত্য বিস্তারের বিষয়টি।
ঘটনার ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং প্রথম আলোর অনুসন্ধানে বেরিয়ে এসেছে, মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকার হাক্কার পাড়ে ১০ সেপ্টেম্বর ভোরে ও সকালে গণপিটুনির কোনো ঘটনাই ঘটেনি। দুটি হত্যাকাণ্ডই হয়েছে পরিকল্পিতভাবে। এই দুটি হত্যাকাণ্ডে স্থানীয় ওয়ার্ড (১০০ নম্বর সাংগঠনিক ওয়ার্ড) বিএনপির সহছাত্রবিষয়ক সম্পাদক আক্তার হোসেনের সংশ্লিষ্টতা রয়েছে। তাঁকে ভিডিও ফুটেজে দেখা গেছে।
গত ৫ অক্টোবর নবীনগর হাউজিংয়ের ১২ নম্বর সড়কে আক্তার হোসেনের বাসায় যান এই প্রতিবেদক। বাসার দরজার বাইরে থাকা কলিং বেল একাধিকবার চাপার পরও ভেতর থেকে কেউ সাড়া দেননি। পরে তাঁর মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করেন এই প্রতিবেদক। কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়। সর্বশেষ গতকাল রোববার রাত আটটার দিকেও তাঁর মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হয়। তখনো ফোন বন্ধ পাওয়া যায়।
পুলিশ বলছে, নিহত দুজন ছিনতাইকারী ছিলেন। তাঁদের বিরুদ্ধে থানায় ছিনতাইয়ের মামলা রয়েছে। আহত দুজন এখন ছিনতাইয়ের মামলায় কারাগারে আছেন।আক্তার হোসেনের ব্যবহার করা আরেকটি মুঠোফোন নম্বর গত রাত ১১টার দিকে নবীনগর হাউজিংয়ের স্থানীয় একাধিক বাসিন্দা সূত্রে পাওয়া যায়। এই নম্বরে যোগাযোগের চেষ্টা করে প্রথম আলো। কিন্তু রিং হলেও তিনি ফোন ধরেননি। পরে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে এবং মুঠোফোনে খুদে বার্তা (হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে বক্তব্য জানতে) পাঠানো হয়। কিন্তু কোনো জবাব পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্র ও স্থানীয় একাধিক দোকানি জানান, গত বছরের ৫ আগস্টের পর নবীনগর হাউজিং ও ঢাকা উদ্যান এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতি ঠেকাতে নবীনগর হাউজিং এলাকায় স্থানীয়ভাবে একটি ‘টহল টিম’ গঠন করা হয়। আক্তার এই টহল টিমের প্রধান। দুটি হত্যাকাণ্ডে যাঁরা অংশ নিয়েছেন, তাঁরা এই টহল দলের সদস্য।
বিএনপি নেতা জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, গণপিটুনিতে নিহত দুজন ফ্যাসিস্টের দোসর বলে তিনি শুনেছেন। আর যদি গণপিটুনির ঘটনা না হয়, তবে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনগত ব্যবস্থা নিক।ভিডিও ফুটেজ দেখে হত্যার সঙ্গে জড়িত আরও যাঁদের চিহ্নিত করেছেন স্থানীয় লোকজন, তাঁরা হলেন নবীনগর পশ্চিম ইউনিট বিএনপির সভাপতি মো. হাসনাইন, সদস্য মো. মালেক, সদস্য মো. জহিরুল, নবীনগর হাউজিংয়ের নৈশপ্রহরী হাবিবুর রহমান, ওই এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন, নুরু, শাহীন, চা-দোকানি জহিরুল ওরফে জাহিদ ও আল আমিন। তাঁরা ১০০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা জামাল উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। বিএনপির সাংগঠনিক এই ওয়ার্ডের মধ্যে নবীনগর হাউজিং, চন্দ্রিমা হাউজিং, ঢাকা উদ্যান হাউজিং, একতা হাউজিং, তুরাগ হাউজিং, শ্যামলি হাউজিং (দ্বিতীয় প্রকল্প) ও নবোদয় হাউজিং রয়েছে।
বিএনপি নেতা জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, গণপিটুনিতে নিহত দুজন ফ্যাসিস্টের দোসর বলে তিনি শুনেছেন। আর যদি গণপিটুনির ঘটনা না হয়, তবে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনগত ব্যবস্থা নিক।
ভিডিও ফুটেজে আক্তার, হাসনাইন, মালেকসহ কয়েকজনকে লাঠি-রড দিয়ে পেটাতে দেখা গেছে, তাঁরা আপনার অনুসারী বলে অভিযোগ রয়েছে—এ বিষয়ে জানতে চাইলে জামাল উদ্দিন বলেন, তাঁরা বিএনপির মিছিল-মিটিংয়ে যান। যে কেউ মিছিল–মিটিংয়ে যেতে পারেন।
ঘুম থেকে ডেকে তুলে হত্যা
১০ সেপ্টেম্বর ভোরের ঘটনায় নিহত যুবক সুজন ওরফে বাবুলের বাসা ঢাকা উদ্যান এলাকায়। এ ঘটনায় আহত শরীফের বাসা চন্দ্রিমা হাউজিং এলাকায়। এই দুজন ৯ সেপ্টেম্বর রাতে নবীনগর হাউজিংয়ে সাদিক অ্যাগ্রোর খামারে যান। রাতে সেখানে খামারের কর্মী মনির আলীর সঙ্গে একই কক্ষে ঘুমান। ভোর চারটার পর সেখান থেকে মালেক, হাবিবুরসহ কয়েকজন তাঁদের ধরে নিয়ে যায়। এ সময় খামারের ভেতরেই মনির আলীকে মারধর করা হয়।
গত ৫ অক্টোবর ওই খামারে গেলে একাধিক কর্মী প্রথম আলোকে এ তথ্য জানান। তাঁরা বলেন, ঘটনার পরদিন মনির ভয়ে চাকরি ছেড়ে চলে যান।
খামারের ব্যবস্থাপক নেছারউদ্দিন প্রথম আলোকে বলেন, মনির পাঁচ বছর ধরে এখানে কাজ করতেন। সুজনের মৃত্যুর পর মনির চলে গেছেন। কারণ হিসেবে বলেছেন, এখানে তিনি নিরাপদ নন। তবে বিস্তারিত কিছু বলেননি। মনিরের কোনো খোঁজ তিনি দিতে পারেননি।
সুজন ও শরীফকে যেখানে পেটানো হয়, তার কাছেই টিনের একটি ঘরে থাকেন এক নারী (নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ করা হলো না)। তিনি প্রথম আলোকে বলেন, ঘটনার দিন ভোরে চিৎকার শুনে ঘর থেকে বের হন। দেখেন, দুই যুবককে কয়েকজন পেটাচ্ছেন। তাঁদের বাঁচাতে কেউ এগিয়ে আসেননি।
নিহত সুজনের বাবা জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তিনি বলেন, কীভাবে সুজনকে পিটিয়ে মারা হয়েছে, সেটি সবাই দেখেছে। আক্তার হোসেনের লোকজন তাঁর ছেলেকে সাদিক অ্যাগ্রোর খামার থেকে ধরে এনে পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনার পুরো ভিডিও আছে। খবর পেয়ে তিনি সেদিন ঘটনাস্থলে ছুটে যান। গিয়ে দেখেন, তাঁর ছেলেকে রাস্তার পাশের গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। ছেলে তখন আর বেঁচে ছিলেন না।
জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার ভিডিও পুলিশকে দেওয়া হয়েছে। অথচ মামলা নিল না। সুজন অবিবাহিত ছিলেন বলেও জানান তিনি।
নুপুর আক্তার বলেন, ফয়সাল ও হানিফকে রাস্তা থেকে তুলে নিয়ে যান আক্তার হোসেন (ওয়ার্ড বিএনপি নেতা) ও তাঁর লোকজন। তাঁর স্বামী ফয়সাল এবং হানিফ অপরাধী হলে আইন বিচার করবে। কিন্তু পিটিয়ে মারবে কেন?রাস্তা থেকে তুলে এনে পিটিয়ে হত্যা
১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ছয়টার দিকে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকার হাক্কার পাড়ে মো. ফয়সাল ও মো. হানিফ নামের আরও দুই যুবককে পেটানো হয়। এ ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ফয়সালকে পাঁচজন এবং হানিফকে তিনজন মিলে পেটাচ্ছে। আরেকটি ভিডিওতে দেখা গেছে, পেটানোর সময় হানিফ হাতজোড় করে মাফ চাইছেন।
ফয়সালের স্ত্রী নুপুর আক্তার প্রথম আলোকে বলেন, যেখানে হানিফ ও ফয়সালকে পেটানো হয়, তার কাছেই তাঁদের বাসা। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। তিনি ঘটনাস্থলে যাওয়ার পর ফয়সালকে মারধর করা বন্ধ করা হয়। তবে হানিফকে তখনো পেটানো হচ্ছিল। একপর্যায়ে হানিফের মৃত্যু হয়। তিনি বলেন, যারা সেদিন পিটিয়েছে, এলাকার সবাই তাদের চেনে।
নুপুর আক্তার বলেন, ফয়সাল ও হানিফকে রাস্তা থেকে তুলে নিয়ে যান আক্তার হোসেন (ওয়ার্ড বিএনপি নেতা) ও তাঁর লোকজন। তাঁর স্বামী ফয়সাল এবং হানিফ অপরাধী হলে আইন বিচার করবে। কিন্তু পিটিয়ে মারবে কেন?
গত ৫ অক্টোবর নবীনগর হাউজিং এলাকায় গিয়ে কথা হয় হানিফের বড় ভাইয়ের সঙ্গে। তাঁর নামও আক্তার হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর ভাই ছিনতাইয়ে জড়িত থাকতে পারে। কিন্তু ধরে নিয়ে হত্যা করার অধিকার কারও নেই। হানিফ বারবার হাতজোড় করে জীবন ভিক্ষা চেয়েছিল। তাঁর কথা কেউ শোনেনি। এ ঘটনায় মামলা করতে থানায় গেলে থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) বলেছেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করতে। সব আসামিকে ভিডিওতে দেখা গেছে, এমন তথ্য জানালে ওসি বলেছেন, অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা না করলে চলে যান। পরে তাঁরা আদালতে মামলার আবেদন করেন।
আক্তার হোসেন জানান, হানিফের দেড় মাস বয়সী মেয়ে আছে। মেয়েসহ হানিফের স্ত্রী এখন বরিশালের মেহেন্দীগঞ্জে থাকেন।
ধরে এনে হত্যা করা এবং ভিডিও ফুটেজেও দেখা গেছে গণপিটুনির ঘটনা ঘটেনি—এমন তথ্য তুলে ধরা হলে এসআই আক্তারুজ্জামান বলেন, ‘আমি বলছি না আপনার তথ্য সঠিক নয়। আমি সেদিন যা জানতে পেরেছি, সে তথ্যই উল্লেখ করেছি।’হত্যার ঘটনাকে গণপিটুনি বলে প্রচার
গত ১০ সেপ্টেম্বর ঘটনার দিনই মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিকুল আহমেদ প্রথম আলোকে বলেছিলেন, ছিনতাই করতে গিয়ে ধরা পড়ার পর গণপিটুনিতে ওই দুজন নিহত হন।
ওসির সঙ্গে এ বিষয়ে ৫ অক্টোবর আবার কথা বলেছে প্রথম আলো। মোহাম্মদপুর থানায় নিজ কক্ষে বসে ওসি বলেন, নিহত ওই দুজন ছিলেন পেশাদার ছিনতাইকারী। তাঁদের মৃত্যুর পর এলাকায় শান্তি ফিরে এসেছে। ছিনতাই কমে গেছে। তাঁরা গণপিটুনিতেই নিহত হন।
গণপিটুনিতে নয়, পরিকল্পিতভাবে দুজনকে হত্যা করা হয়েছে—প্রত্যক্ষদর্শীদের বিবরণ, স্থানীয় বাসিন্দাদের বক্তব্য ও ভিডিও ফুটেজেও বিষয়টি উঠে এসেছে, ওসিকে এ তথ্য জানানো হলে তিনি বলেন, তদন্তে এমন তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সুজন ও হানিফের লাশ ১০ সেপ্টেম্বর ঘটনাস্থল থেকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান। তাঁর সঙ্গে গতকাল বিকেলে কথা বলেছে প্রথম আলো। তিনি বলেন, সেদিন তিনি ওই এলাকায় টহল টিমের দায়িত্ব পালন করেছিলেন। মুঠোফোনে সংবাদ পেয়ে তিনিই দুই দফায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, যাঁদের দুজন মারা গেছেন। তিনি দাবি করেন, সেদিন গণপিটুনির ঘটনাই ঘটেছিল।
ধরে এনে হত্যা করা এবং ভিডিও ফুটেজেও দেখা গেছে গণপিটুনির ঘটনা ঘটেনি—এমন তথ্য তুলে ধরা হলে এসআই আক্তারুজ্জামান বলেন, ‘আমি বলছি না আপনার তথ্য সঠিক নয়। আমি সেদিন যা জানতে পেরেছি, সে তথ্যই উল্লেখ করেছি।’
কোনো ফৌজদারি অপরাধের ক্ষেত্রে পুলিশকে অবশ্যই মামলা নিতে হবে বলে প্রথম আলোকে জানান মানবাধিকারকর্মী নূর খান। তিনি বলেন, হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তি বড় অপরাধী হলেও সেই হত্যাকাণ্ডের বিচার হতে হবে। আর হত্যাকাণ্ডকে গণপিটুনি হিসেবে পুলিশ প্রচার করে থাকলে কাজটি মোটেও ঠিক করেনি, এটি অপতৎপরতা।