আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে গত এক সপ্তাহে ২১ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। 

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে শনিবার (২২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৩ হাজার ২০২ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ৯১১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ১০৯ জন প্রবাসী রয়েছেন।

আরো পড়ুন:

রিয়াদে মহান শহীদ দিবস পালিত

সৌদি আরবে পৌঁছালেন মার্কো রুবিও

এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১ হাজার ৩৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৫৮ শতাংশ ইউথোপিয়ান, ৪০ শতাংশ ইয়েমেনি এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এদের বাইরে ৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময়। আরও ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে পরিবহন ও আশ্রয় আইন লঙ্ঘন করায়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবে অবৈধ প্রবেশে সহায়তাকারী যে কারো সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স দ আরব

এছাড়াও পড়ুন:

বিএনপি ৭ হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে: তারেক রহমান

ছবি: তারেক রহমানের ফেসবুক পোস্ট থেকে

সম্পর্কিত নিবন্ধ