‘সিটি ব্যাংক শেয়ারবাজার করপোরেট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫’ জয় দিয়ে শুরু করেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, পিএলসি। প্রথম রাউন্ডের ম্যাচে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি, ২০২৫) দুপুরে ঢাবির জগন্নাথ হল মাঠে তারা নিটোল ইন্স্যুরেন্সকে হারিয়েছে ৩ উইকেটে।

আগে ব্যাট করে জুয়েল হাসানের ফিফটিতে ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২০ রান করে নিটোল। জবাবে সাহেল মিয়ার ঝড়ো ব্যাটিংয়ে ৮.

৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ওয়ালটন।

ওয়ালটনের উইকেটরক্ষক ব্যাটসম্যান সাহেল মাত্র ১৪ বলে ৩টি চার ও ৬ ছক্কায় ৪৯ রান করে আউট হন। এরপর অধিনায়ক আব্দুল্লাহ আল মামুনের ১৯, রাকিবুলের ১৫ ও শুভর ১০ রানের ইনিংসে ভর করে জয় নিশ্চিত করে ওয়ালটন।

আরো পড়ুন:

কার্ডিফের সুখস্মৃতি নিয়ে বাঁচা মরার লড়াইয়ে বাংলাদেশ 

পিন্ডি জয়ের আত্মবিশ্বাস নিয়ে কিউই বধে নামবে বাংলাদেশ 

বল হাতে নিটোল ইন্স্যুরেন্সের জুয়েল ২ ওভারে ১৩ রান দিয়ে ২টি ও সজল ২ ওভারে ২৭ রান দিয়ে ২টি উইকেট নেন।

ম্যাচসেরা হন ওয়ালটনের উইকেটরক্ষক ব্যাটসম্যান সাহেল।

তার আগে নিটোল ইন্স্যুরেন্সের ইনিংসে জুয়েল সর্বোচ্চ ৬২ রান করেন। ৩১ বলে ৭টি চার ও ৪ ছক্কায় এই রান করেন তিনি। শিপলু শাহা ৮ বলে ২টি চার ও ২ ছক্কায় করেন ২৪ রান। এছাড়া ২ ছক্কায় ১৩টি রান আসে ইমরান হোসেন সজীবের ব্যাট থেকে।

বল হাতে ওয়ালটনের রাকিবুল ২ ওভারে ২২ রান দিয়ে ২টি ও জাহিদুল ২ ওভারে ২৫ রান দিয়ে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন নাজেল ও মামুন।

এবারের আসরে ১২টি দল অংশ নিয়েছে। দলগুলো হলো- সিটি ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিএনআইসিএল, ওয়ালটন, লংকাবাংলা সিকিউরিটিস, বিজিআইসি, নিটোল ইন্স্যুরেন্স, ডিএসই থান্ডার স্ট্রাইকার্স, ইউসিবি স্টোক, দ্য স্ট্রেঞ্জার্স (বিএসইসি) ও প্রাইম ব্যাংক সিকিউরিটিস।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন ট ল ইন স য র ন স র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

‘ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ২০২৫’ অনুষ্ঠিত

ক্যানসার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ২০২৫ পাওয়ার্ড বাই রেনাটা পিএলসি। ক্যান্সার সচেতনতা বৃদ্ধি এবং দরিদ্র ক্যান্সার রোগীদের সহায়তার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের রেজিস্ট্রেশন ফি থেকে প্রাপ্ত অর্থের একটা অংশ বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার অন্যতম সেবাধর্মী প্রতিষ্ঠান আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের সুবিধাবঞ্চিত রোগী এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের দরিদ্র, অসহায় ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবায় দেওয়া হয়েছে। 

অনুদান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রাহমান, ঢাকা আহছানিয়া মিশনের ট্রেজারার মোহাম্মদ এম এ জলিল, বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসক অধ্যাপক ডা. আবুল আহসান দিদার, ডা. ফারহানা ফেরদৌসি, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু ক্যান্সার ও রক্তরোগ বিভাগের প্রধান প্রফেসর ডা. মো. বেলায়েত হোসাইন, ক্যান্সার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের ফাউন্ডার ডা. মোহাম্মদ মাসুমুল হক, ও রেনাটা পিএলসির হেড অব মার্কেটিং (অনকোলজি ও হেমাটোলজি) আমীর আবদুল্লাহসহ অন্যান্যরা। সংবাদ বিজ্ঞপ্তি।


 

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাবিতে পিস, কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটসে প্রফেশনাল মাস্টার্স, জিপিএ ২.৫ এ আবেদন
  • আজ টিভিতে যা দেখবেন (১ মে ২০২৫)
  • মহান মে দিবস: শ্রমিকের অধিকার রক্ষায় সংস্কারে জোর সরকারের
  • ইউসেপ বাংলাদেশ নেবে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট, বয়স ৩৫ হলেও আবেদন
  • সিলেট আর্মি আইবিএতে বিবিএ প্রোগ্রাম, আবেদন শেষ ৪ মে
  • কোহিনুর কেমিক্যালের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৮.৪২ শতাংশ
  • ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে ব্যাংকে চাকরি, স্নাতকে জিপিএ–৩ হলে আবেদন
  • রোনালদোর আল নাসর কেন নেই ক্লাব বিশ্বকাপে
  • আজ টিভিতে যা দেখবেন (৩০ এপ্রিল ২০২৫)
  • ‘ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ২০২৫’ অনুষ্ঠিত