তিতুমীর কলেজে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
Published: 24th, February 2025 GMT
রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে ‘হিমরূপ আলোকচিত্র প্রদর্শনী ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বেলায়েত চত্ত্বরে দিনব্যাপী এ আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়।
দিনব্যাপী এ প্রদর্শনীতে শিক্ষার্থীদের প্রকৃতি, মানবজীবন, স্থাপত্য, আলো-ছায়ার খেলাসহ বিভিন্ন বিষয়ে ধারণ করা নান্দনিক ও সৃজনশীল আলোকচিত্র প্রদর্শিত হয়।
এতে কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, ভারপ্রাপ্ত শিক্ষক পরিষদের সম্পাদকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় ক্লাবের সহ-সভাপতি তানভীর রহমান বলেন, “প্রতিবছরই আমরা এমন আয়োজন করার চেষ্টা করি। এতে নতুন ও প্রতিভাবান শিক্ষার্থীদের কাজ প্রকাশের সুযোগ তৈরি হয়।”
ক্লাবের সভাপতি নাহিদ মাজহার বলেন, “এ প্রদর্শনীর উদ্দেশ্য হলো, শিক্ষার্থীদের সৃজনশীল চর্চাকে উৎসাহিত করা এবং আলোকচিত্রের মাধ্যমে তাদের সৌন্দর্য্য তুলে ধরার সুযোগ করে দেওয়া।”
কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডল বলেন, “আজকের প্রদর্শনীর সবগুলো ছবিই দারুণ লেগেছে। তবে সবুজে মোড়ানো ছবিগুলো আমাকে বিশেষভাবে আকর্ষণ করেছে। সবুজ আমার খুব পছন্দ। কারণ সবুজ প্রকৃতি মানেই প্রাণ ও সতেজতার প্রতীক।”
ঢাকা/হাফছা/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নির্দেশনা মাউশির, কে কত টাকা পাবেন
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে কোন গ্রেডের শিক্ষকেরা বিশেষ সুবিধা পাবেন বা বিশেষ সুবিধা বাবদ কত শতাংশ হারে টাকা পাবেন, তা জানানো হয়েছে।
আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২৯ জুলাই ২০২৫গতকাল বুধবার মাউশির অফিস আদেশে বলা হয়েছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেলের তুলনীয় গ্রেড-৯ থেকে তদূর্ধ্ব (ওপরের) গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই ২০২৫ থেকে প্রতিবছর ১ জুলাই প্রাপ্য মূল বেতনের ১০ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন। এ ছাড়া গ্রেড-১০ থেকে তদনিম্ন (নিচের) গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই ২০২৫ থেকে প্রতিবছর ১ জুলাই প্রাপ্য মূল বেতনের ১৫ শতাংশ হারে, তবে ১ হাজার ৫০০ টাকার কম নয়, ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন। এই গ্রেডের শিক্ষকেরা ‘বিশেষ সুবিধা’র ক্ষেত্রে কেউই ১ হাজার ৫০০ টাকার কম পাবেন না।
আরও পড়ুনআমেরিকার ফুলব্রাইট বৃত্তি: আবেদনের সময় বৃদ্ধি, প্রয়োজন টোয়েফলে ৮০ কিংবা আইইএলটিএসে ৭৫ ঘণ্টা আগেদেশে এখন ২২ হাজার ১৭৪টি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ৬০৮ জনের মতো।