দেশের বাজারে নতুন ডিজিটাল সাইনেজ ডিসপ্লে
Published: 28th, February 2025 GMT
বাংলাদেশের বাজারে সিনেক্সা ব্র্যান্ডের অত্যাধুনিক ডিজিটাল সাইনেজ ডিসপ্লে এনেছে ওয়ালটন। ৪৯ ও ৫৫ ইঞ্চি পর্দার দুটি মডেলে বাজারে আসা ডিজিটাল সাইনেজ ডিসপ্লেগুলো কাজে লাগিয়ে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান সহজেই নিজেদের পণ্য ও সেবার স্মার্ট ব্র্যান্ডিং ও বিজ্ঞাপন প্রদর্শন করতে পারবে। ডিজিটাল সাইনেজ ডিসপ্লেগুলোর দাম যথাক্রমে ১ লাখ ৬৭ হাজার ৫০০ এবং ২ লাখ ১৮ হাজার ৫০০ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ওয়ালটন।
ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, ডিজিটাল বিজ্ঞাপনের ক্ষেত্রে আধুনিক ও স্মার্ট সমাধান দেবে সিনেক্সা ডিজিটাল সাইনেজ ডিসপ্লে। এটি অফিস, করপোরেট প্রতিষ্ঠান, হোটেল, ব্যাংক, হাসপাতাল কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবহারের জন্য উপযুক্ত। ওয়ালটনের এই ডিজিটাল সাইনেজ ডিসপ্লেগুলো আধুনিক বিজ্ঞাপন ও তথ্য প্রদর্শনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।
প্রাথমিকভাবে ৪৯ ও ৫৫ ইঞ্চির দুই মডেলের ডিজিটাল সাইনেজ ডিসপ্লে বাজারে আনা হয়েছে। ৪৯ ইঞ্চি পর্দার মডেলটি ১৯২০ বাই ১০৮০ রেজল্যুশনের ফুল এইচডি–এলইডি ডিসপ্লে প্রদর্শন করে। আর ৫৫ ইঞ্চি মডেলে রয়েছে ৩৮৪০ বাই ২১৬০ রেজল্যুশনের ইউএইচডি ডিসপ্লে।
১৭৮ ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেলের সিনেক্সা ডিজিটাল সাইনেজ ডিসপ্লেতে রয়েছে ৬৪ বিটের করটেক্স-এ৫৫ কোয়াড কোর প্রসেসর, মালি-জি৫২ জিপিইউ, ৮ গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট ধারণক্ষমতা। ওয়াই-ফাই৬ এবং ব্লুটুথ ৫.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির।
আরো পড়ুন:
শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়।
তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”
নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
ঢাকা/ইভা