সৌরবিদ্যুতে চলা ল্যাপটপ আনতে যাচ্ছে লেনোভো। আগামী ৩ মার্চ থেকে স্পেনের বার্সেলোনায় শুরু হতে যাওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) নতুন এই কনসেপ্ট ল্যাপটপ উন্মোচন করতে পারে প্রতিষ্ঠানটি। অনলাইনে ফাঁস হওয়া বিভিন্ন তথ্য পর্যালোচন করে এ তথ্য জানিয়েছেন জনপ্রিয় প্রযুক্তি বিশ্লেষক এভান ব্লাস। শুধু তা–ই নয়, খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) সৌরবিদ্যুতে চলা ল্যাপটপটির ছবিও পোস্ট করেছেন তিনি। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি লেনোভো।

এভান ব্লাসের তথ্য মতে, লেনোভো ইয়োগা সিরিজের নতুন এই ল্যাপটপের মূল আকর্ষণ হচ্ছে সোলার প্যানেলযুক্ত ঢাকনা। এর ফলে ব্যবহারের সময় এবং বন্ধ অবস্থাতেও স্বয়ংক্রিয়ভাবে চার্জ হতে পারে ল্যাপটপটির ব্যাটারি। তবে, সৌর প্যানেলের মাধ্যমে ল্যাপটপটির ব্যাটারি পুরোপুরি চার্জ হতে কত সময় লাগবে, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

বিভিন্ন সময়ে স্মার্টফোন বা বিভিন্ন প্রযুক্তি পণ্যে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নেওয়া হলেও সেগুলো খুব বেশি জনপ্রিয়তা পায়নি। তবে ধারণা করা হচ্ছে, লেনোভো এবার এ ক্ষেত্রে বড় ধরনের সাফল্য অর্জন করবে। তবে ল্যাপটপটি কনসেপ্ট ডিভাইস হওয়ায় বাণিজ্যিকভাবে বাজারে আসতে আরও কিছুটা সময় লাগতে পারে।

গত কয়েক বছরে বড় বড় প্রযুক্তি প্রদর্শনীতে একের পর এক কনসেপ্ট ডিভাইস প্রদর্শন করেছে লেনোভো। এর মধ্যে মোড়ানো পর্দার (রোলেবল ডিসপ্লে) ল্যাপটপ ও স্মার্টফোনসহ টু-ওয়ে স্যাটেলাইট সংযোগ সুবিধাসম্পন্ন স্মার্টফোন উল্লেখযোগ্য।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল য পটপ

এছাড়াও পড়ুন:

নেহাল ফেরায় কাবিলার জন্য ভালো নাকি মন্দ হলো, কী বলছেন পলাশ

আসল নামটাই যেন তাঁর বদলে গেছে। ভক্তদের কাছে তিনি সাত বছর ধরে ‘কাবিলা’ নামে পরিচিত। যেখানেই যান, সবাই কাবিলা বলেই সম্বোধন করে। অনেক সময় এই অভিনেতার জিয়াউল হক পলাশ নামটিই আড়ালে পড়ে যায়। তবে পর্দার নামটিও তাঁর কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। এটাকে দর্শকদের উপহার হিসেবে নেন ‘ব্যাচেলর পয়েন্টের’ এই কাবিলা খ্যাত অভিনেতা।

হাবু, পাশা, রোকেয়া, বোরহান চরিত্রের মধ্যে আলাদা করে সাড়া জাগিয়েছেন কাবিলা। এই ধারাবাহিক পলাশকে জনপ্রিয়তা দেওয়ার অন্যতম কারণ তাঁর ভাষা নোয়াখালী অঞ্চলের। একই সঙ্গে গল্পে ব্যাচেলরদের জীবনের নানান চিত্র তুলে ধরার কারণে, এটি দর্শক পছন্দ করেন। সিরিজগুলোতে আলাদা করে আসে পলাশের চরিত্রের পরিসর, যা দর্শক বেশির ভাগ সময়ই গ্রহণ করেন। তারপরও এই অভিনেতাকে তেমন কোনো ধারাবাহিকে দেখা যায় না। এর কারণ কী?

অভিনেতা পলাশ। ছবি: ফেসবুক থেকে

সম্পর্কিত নিবন্ধ