সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বেশিরভাগ নিত্যপণ্যের দাম গতবারের তুলনার এবার সহনীয় পর্যায়ে রয়েছে। পুরো রোজার মাসে দাম যাতে সহনীয় থাকে সেদিকে লক্ষ্য রাখবে সরকার।

শনিবার (১ মার্চ) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, সবার সম্মিলিত চেষ্টায় অনেক পণ‍্যের দামই সহনীয় পর্যায়ে এসেছে। যোগান স্বাভাবিক হলে সামনে দাম আরও কমবে। সয়াবিন তেলের মূল্য নিয়ে ব‍্যাপক তদারকি হচ্ছে। এই মাসে মানুষের জীবনযাত্রা সহজ করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের রোডম‍্যাপ দেয়া হয়েছে। বিএনপি হয়তো একটা নির্দিষ্ট তারিখ চাচ্ছে। এ সময় ঐক‍মত‍্য সংস্কার কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ খুব শিগগিরই শুরু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

পিরোজপুরে বাস রিকুজিশনের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই। বৈষম‍্যবিরোধী আন্দোলনের প্রতিনিধি এবং আহতদের পরিবারের দাবি প্রেক্ষিতে ৫টি বাস রিকুজিশন দেয়া হয় বলে ডিসি জানিয়েছেন। সেখানে ডিসির পক্ষ থেকে কোনো খরচ দেয়া হয়নি।

এ সময় উপ প্রেস সচিব আজাদ মজুমদার পাবনার গণডাকাতি প্রসঙ্গে বলেন, সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের সাথে বলা হয়েছে। এটি নিয়ে মিডিয়ায় যেভাবে সংবাদ এসেছে তা অতিরঞ্জিত। একটি মাইক্রোবাস, একটি সিএনজি ও একটি মোটরসাইকেলে ডাকাতি হয়েছে। এ সময় প্রকৃত তথ‍্য দিয়ে গণমাধ‍্যম সহযোগীতা করলে ব‍্যবস্থা নিতে সুবিধা হয় বলেও মন্তব্য করেন তিনি।

এম জি

.

উৎস: SunBD 24

কীওয়ার্ড: সহন য সরক র

এছাড়াও পড়ুন:

শনি গ্রহের একাধিক চাঁদে কার্বন ডাই–অক্সাইডের সন্ধান

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহের আটটি মাঝারি আকারের চাঁদে কার্বন ডাই–অক্সাইড শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। বর্তমানে মিমাস, এনসেলাডাস, ডায়োন, টেথিস, রিয়া, হাইপেরিয়ন, লাপেটাস ও ফিবি নামের চাঁদগুলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনের তথ্য টেলিস্কোপের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করার পাশাপাশি চাঁদগুলোর ওপরে নিয়মিত নজরও রাখছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের তথ্যমতে, ডায়োন ও রিয়া চাঁদে থাকা কার্বন ডাই–অক্সাইড শনির প্রধান বলয়ের বরফের অনুরূপ। ফিবি চাঁদে কার্বন ডাই–অক্সাইড জৈব পদার্থের বিকিরণের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। লাপেটাস ও হাইপেরিয়নের অন্ধকার অঞ্চলে কার্বন ডাই–অক্সাইড দেখা যায়। বরফযুক্ত এসব চাঁদে কার্বন ডাই–অক্সাইডের অবস্থা সম্পর্কে আরও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী মাইকেল ব্রাউন ও তাঁর সহকর্মীরা এক গবেষণাপত্রে লিখেছেন, কঠিন কার্বন ডাই–অক্সাইড সৌরজগতের প্রান্তসীমার বিভিন্ন জায়গায় দেখা যায়। যদিও সেই অবস্থানে কার্বন ডাই–অক্সাইড স্থিতিশীল নয়। আমরা শনির উপগ্রহে কার্বন ডাই–অক্সাইডের অবস্থান জানার মাধ্যমে ভিন্ন পরিবেশ বোঝার চেষ্টা করছি। বিভিন্ন গ্রহে কার্বন ডাই–অক্সাইড কীভাবে আটকে আছে, তা জানার সুযোগ আছে এখানে।

বিজ্ঞানীরা মনে করছেন, শনির চাঁদে আটকে থাকা কার্বন ডাই–অক্সাইড থেকে আদর্শ ল্যাবের মতো তথ্য পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, শনি গ্রহের বিভিন্ন চাঁদে কমপক্ষে দুটি পৃথক উৎস থেকে কার্বন ডাই–অক্সাইড তৈরি হয়েছে।

সূত্র: এনডিটিভি

সম্পর্কিত নিবন্ধ