রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঋতুরাজ বসন্তের আগমন যেন এক নতুন প্রাণের সঞ্চার করেছে। শীতের শুষ্কতা কাটিয়ে প্রকৃতি সেজেছে অপরূপ সাজে। পলাশ, শিমুল, কৃষ্ণচূড়াসহ নানা ফুলের রঙে সেজেছে গাছপালা।

পাতাঝরা গাছগুলোতে দেখা দিচ্ছে নতুন কুঁড়ি। দক্ষিণা বাতাসের মৃদু শিহরণ আর পাখির কূজনে সুরেলা হয়ে উঠেছে চারপাশ। নেই কুয়াশার চিহ্ন, বইছে মৃদু বাতাস। ফুল ফুটতে শুরু করেছে, আর ঝরা পাতার দৃশ্য সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। আবাসিক হলগুলোর আঙিনাও রঙিন হয়ে উঠেছে ফুলের ছোঁয়ায়। ধীরে ধীরে সবুজের সমারোহে ঢেকে যাচ্ছে চারপাশ।

প্রকৃতির অপার সৌন্দর্য আর শিক্ষার্থীদের উচ্ছ্বাস মিলেমিশে রাঙিয়ে তুলেছে পুরো ক্যাম্পাস। বসন্তের আনন্দ ছড়িয়ে পড়েছে প্রকৃতি ও হৃদয়ের গভীরে। এদিকে শীতের রুক্ষতা কাটিয়ে ক্যাম্পাসে ফিরেছে সজীবতা। শিক্ষার্থীরা টুকিটাকি চত্বর, শহীদ মিনার, পরিবহন চত্বর, চারুকলা অনুষদসহ বিভিন্ন জায়গায় বসন্তের আবহ উপভোগ করছেন। প্রকৃতির এ পরিবর্তন প্রাণের উচ্ছ্বাস আরো বাড়িয়ে দিয়েছে।

আরো পড়ুন:

এবার ১২ হাজার শিক্ষার্থীকে ইফতার করালো রাবি প্রশাসন

বিশ্ববিদ্যালয়গুলোতে গণইফতার আয়োজন করে অভিনব প্রতিবাদ

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফাতেমাতুস সানিহা বলেন, “বসন্ত আমার প্রিয় ঋতু। কিছুদিন আগেও সকালে পাখির ডাক শুনতে পেতাম না, এখন শুনতে পাচ্ছি। ক্যাম্পাসের মৃদু বাতাস বেশ উপভোগ করছি। সকালের মিষ্টি রোদ, বিকেলের শান্ত পরিবেশ আর রাতের স্বচ্ছ আকাশ- সবমিলিয়ে দারুণ লাগছে।”

আইসিই বিভাগের শিক্ষার্থী ওয়াশিক ইমতিয়াজ বলেন, “কয়েকদিন আগেও প্রচণ্ড শীতে ক্লাসে যেতে ইচ্ছে করত না। কিন্তু এখন ক্যাম্পাসে এলে মনে হয় বসন্ত পুরোপুরি এসে গেছে! এত সুন্দর আবহ যে, ঘরে ফিরতে মন চায় না। দিনভর এ পরিবেশ উপভোগ করতে চাই।”

ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী তাসনুভা হোসেন অর্নি বলেন, “ক্যাম্পাসের পরিবেশ এখন দারুণ লাগছে। বসন্তের আমেজ চারপাশে ছড়িয়ে পড়েছে। বসন্তের এ সময়টাকে পুরোপুরি উপভোগ করছি।”

ঢাকা/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বসন ত র উপভ গ

এছাড়াও পড়ুন:

ডিএইচএস মোটরস দেশে আনল চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি

ডিএইচএস মোটরস লিমিটেড তার পোর্টফোলিওতে যুক্ত করেছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের ‘জিএসি’। জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। নিজস্ব গাড়ির পাশাপাশি জিএসি চীনে হোন্ডা এবং টয়োটা গাড়ির যৌথ উদ্যোগ অংশীদার।

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা মোটর শোতে এ খ্যাতনামা ব্র্যান্ড উদ্বোধন করা হয়।

বাংলাদেশে জিএসির যে মডেলগুলো সরবরাহ করা হচ্ছে, সেগুলো হলো— কমপ্যাক্ট এসইউভি জিএসি EMKOO, ছোট ও স্পোর্টি এসইউভি জিএসি EMZOOM এবং বিলাসবহুল এমপিভি জিএসি E9।

বাংলাদেশের বাজারে জিএসি উদ্বোধনের মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পকে আরো শক্তিশালী করল ডিএইচএস মোটরস লিমিটেড।

অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে ডিএইচএস মোটরস লিমিটেড জিএসির ইভি মডেল যুক্ত করে তাদের মডেল লাইনআপ বাড়ানোর পরিকল্পনা করছে। এছাড়া, ডিএইচএস খুব শিগগিরই দেশে জিএসি গাড়ির অ্যাসেম্বলি শুরু করার পরিকল্পনা করছে।

অনুষ্ঠানে ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশীদ ও ফারহান সামাদ, জিএসির কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাউ, রেমন ওয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত নিবন্ধ