দেশের নাম্বার ওয়ান অথেনটিক কসমেটিকস স্টোর, ‘হারল্যান স্টোর’ ঈদ-উল-ফিতর-২০২৫ উপলক্ষে দেশব্যাপী শুরু করেছে ‘হারল্যান ঈদের খুশি, নতুন স্কুটিতে হবে বেশি’ ক্যাম্পেইন। সারা দেশজুড়ে শুরু হওয়া ‘হারল্যান ঈদের খুশি, নতুন স্কুটিতে হবে বেশি’ ক্যাম্পেইন দিচ্ছে আকর্ষণীয় নতুন স্কুটি জেতার সুযোগ ও লাখ লাখ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। 

বছরের সেরা এই ক্যাম্পেইন এর মাধ্যমে ক্রেতারা সারা দেশজুড়ে দেড় শতাধিক হারল্যান স্টোর আউটলেট, হারল্যান স্টোর ফ্ল্যাগশিপ আউটলেট ও হারল্যান ডটকম ওয়েবসাইট থেকে নিওর, লিলি, সিওডিল, ব্লেইজ ও’ স্কিন, লিটল ওয়ান, স্কিন মিন্ট, ক্যাভোটিনসহ অথেনটিক কালার কসমেটিকস, স্কিন কেয়ার, বেবি কেয়ার, হোম কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্যের রেঞ্জ থেকে ১০০০ টাকার অধিক পণ্য কিনলেই এই ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য মনোনীত হবেন। 

সম্মানিত গ্রাহকের ফোন নাম্বার ও ইনভয়েস নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হবে আর গ্রাহক পাবেন আকর্ষণীয় নতুন স্কুটি ও লাখ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার জেতার সুযোগ। লাখ লাখ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার ব্যবহার করে ভোক্তারা হারল্যান স্টোরের অথেনটিক পণ্যের সম্ভার থেকে কিনে নিতে পারবেন তাদের পছন্দের অথেনটিক পণ্যটি। ৩ মার্চ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনটি চলবে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত।  

সোমবার, ৩ মার্চ, রাজধানীর যমুনা ফিউচার পার্কে সাউথ এশিয়ার সব থেকে আকর্ষণীয় বিউটি কসমেটিকস আউটলেট, হারল্যান স্টোরের ফ্ল্যাগশিপ আউটলেটে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ক্যাম্পেইনটির উদ্বোধন করেন রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক মামনুন হাসান ইমন। তারকা বেষ্টিত অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবং জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘী। হারল্যান স্টোরের পক্ষে অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন হারল্যানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ গিয়াস উদ্দীন বিশ্বাসসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

ক্যাম্পেইনটি সম্পর্কে রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন বলেন, “আজকে আমি খুবই আনন্দিত আপনাদের সামনে হারল্যান স্টোরের মেগা ক্যাম্পেইনটি নিয়ে আসতে পেরে। ঈদের উৎসবকে আরো আনন্দময় করে তুলতে হারল্যান প্রতি বছরই ক্রেতাসাধারনের জন্য স্পেশাল কিছু নিয়ে আসে। এই ঈদেও হারল্যান নিয়ে এসেছে ‘ঈদের খুশি, নতুন স্কুটিতে হবে বেশি’ ক্যাম্পেইন যার মাধ্যমে ক্রেতারা পাবেন নতুন স্কুটি জেতার সুযোগ ও লাখ লাখ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার।’’

হারল্যানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ গিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, “অথেনটিক কসমেটিকস সহজলভ্য করার সাথে সাথে ক্রেতাদের একটি আনন্দদায়ক শপিংয়ের অভিজ্ঞতা এনে দেয়াই হারল্যান স্টোরের লক্ষ। বরাবরের মত এবছরও হারল্যান নিয়ে এসেছে ঈদ উপলক্ষে মেগা ক্যাম্পেইন, ‘হারল্যান ঈদের খুশি, নতুন স্কুটিতে হবে বেশি’। ঈদের খুশিকে বহুগুণে বাড়িয়ে দিতে ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় নতুন স্কুটিসহ লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ।”

গ্রাহকদের জন্য হারল্যান স্টোরের স্কুটি অফার সবার মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে ধারণা করা হচ্ছে। অথেনটিক পণ্যের পাশাপাশি একটি আকর্ষণীয় নতুন স্কুটি জেতার সুযোগ ক্রেতারা লুফে নেবেন, তা বলাই বাহুল্য। তাই এই ঈদে ভোক্তাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে ‘হারল্যান ঈদের খুশি, নতুন স্কুটিতে হবে বেশি’ ক্যাম্পেইন এমনটাই মনে করছেন সবাই।

রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি প্রতিষ্ঠিত করেছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’ যেখানে পাওয়া যাচ্ছে শতভাগ অথেনটিক কালার কসমেটিকস, স্কিন কেয়ার, হোম কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য। রিমার্ক-হারল্যানের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন মেগাস্টার শাকিব খান, জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান, জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, নাজিফা তুষি, সাবিলা নূর, কেয়া পায়েল, প্রার্থনা ফারদিন দিঘী, পূজা চেরি, ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও সিয়াম আহমেদের মত জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব। দেশের সবচেয়ে বড় অথেনটিক কসমেটিকস স্টোর, হারল্যান স্টোরের সবগুলো পণ্য পাওয়া যাচ্ছে সারা দেশজুড়ে দেড় শতাধিক হারল্যান স্টোর আউটলেট, হারল্যান স্টোর ফ্ল্যাগশিপ আউটলেট ও হারল্যান ডটকম ওয়েবসাইটে।  

ঢাকা/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক য ম প ইনট ক য ম প ইন জনপ র য় আউটল ট র জন য

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১ মে ২০২৫)

পিএসএলে আজ দুটি ম্যাচ। বাংলাদেশের রিশাদ হোসেনের দল লাহোর খেলবে কোয়েটার বিপক্ষে।

টেনিস

মাদ্রিদ ওপেন
বিকেল ৫টা, সনি স্পোর্টস ৫

পিএসএল

মুলতান-করাচি
বিকেল ৪-৩০ মি., নাগরিক টিভি

লাহোর-কোয়েটা
রাত ৯টা, নাগরিক টিভি

আইপিএল

রাজস্থান-মুম্বাই
রাত ৮টা, টি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ

নটিংহাম-ব্রেন্টফোর্ড
রাত ১২-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

ইউরোপা লিগ: সেমিফাইনাল

বিলবাও-ম্যান ইউনাইটেড
রাত ১টা, সনি স্পোর্টস ২ ও ৩

টটেনহাম-বোডো/গ্লিমট
রাত ১টা, সনি স্পোর্টস ১

কনফারেন্স লিগ: সেমিফাইনাল

জুরগার্ডেনস-চেলসি
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (১ মে ২০২৫)
  • কর্মক্ষেত্রে অধিকার আদায়ের রক্তাক্ত গৌরবময় দিন
  • শ্রম আইনের সংশোধন কবে হবে, তা বলছে না শ্রম মন্ত্রণালয়
  • শিগগিরই শ্রম আইন সংশোধন করা হবে: শ্রম উপদেষ্টা 
  • আসছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’, এক ঠিকানায় মিলবে সব সেবা
  • রবীন্দ্রজয়ন্তীতে ‘রঙ বাংলাদেশ’ এর আয়োজন
  • আন্তর্জাতিক নৃত্য দিবসে শিল্পকলা একাডেমির  দুই দিনের আয়োজন
  • মেরাদিয়ায় পশুর হাট বসানো যাবে না, নির্দেশ হাইকোর্টের
  • আইনগত সহায়তা দিবসে আলোচনা সভা-শোভাযাত্রা
  • আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে শ্রমিক কল্যাণ ফেডারেশন