Prothomalo:
2025-08-01@06:35:00 GMT

আসলে আমি বাংলাদেশেরই মেয়ে

Published: 8th, March 2025 GMT

প্রথম আলো :

এ আর রাহমানে টিমে যুক্ত হওয়ার গল্প শুনতে চাই

নীলাঞ্জনা ঘোষ দস্তিদার : বিভিন্ন গান কভার করে ফেসবুকে ভিডিও আপলোড করতাম। তখন বেশ সাড়া পাচ্ছিলাম। এ আর রাহমানের ড্রামার রঞ্জিত বারতের একজন ছাত্রের সঙ্গে তখন আমার পরিচয় হয়। ২০২১–এর ডিসেম্বরে তাঁর মাধ্যমেই রঞ্জিত আঙ্কেল আমাকে প্রস্তাব দেন। আমার আগ্রহ আছে কি না, জানতে চান। এটা শুনে আমি যেন আকাশ থেকে পড়ি! সে সময় রাহমান স্যারের দিল্লি ও দুবাইতে দুটি শো করার কথা ছিল। পরে তাঁর টিম থেকে যখন আমার উত্তর জানতে চেয়ে বার্তা পাঠানো হয, তখন আমি বাক্‌রুদ্ধ হয়ে যাই। বারবার মনে হচ্ছিল, ভুয়া না তো! এরপর রঞ্জিত আঙ্কেল আমাকে আবার কল করেন। একটা গানের তালিকা দিয়ে সেগুলো তৈরি রাখতে বলেন। আমি তখন তাঁকে বললাম, ‘এটা কি সত্যি?’ তিনি আমাকে বলেন, ‘সত্যি। তুমি প্র্যাকটিস শুরু করো।’

প্রথম আলো:

প্রথম দিনের স্মৃতি কি মনে পড়ে?

নীলাঞ্জনা ঘোষ দস্তিদার : আসলে প্রথম দিন প্রচণ্ড নার্ভাস ছিলাম। এটাই স্বাভাবিক নয়? নতুন জায়গা, সিনিয়র ও গুণী মানুষদের সঙ্গে দেখা। কিন্তু সেখানে গিয়ে অবাক হয়েছি, সবাই এত আন্তরিক! আমাকে একবারের জন্যও মনে করতে দেননি আমি নতুন। মনে হচ্ছিল, যেন আমি তাঁদের অনেক চেনা। অনুষ্ঠানের আরেক দিন প্র্যাকটিস করছিলাম সবাই। ৪০টির মতো গানে সেদিন বাজিয়েছিলাম। প্রচণ্ড ক্লান্ত লাগছিল, চেয়ারে বসে বিশ্রাম নিচ্ছিলাম। এমন সময় দেখি, স্যার আমার দিকে আসছেন। আমাকে অভিনন্দন জানান, আশীর্বাদ করেন। তারপর বলেন, ‘ওয়েলকাম টু দ্য টিম।’

এ আর রাহমানের সঙ্গে নীলাঞ্জনা ঘোষ দস্তিদার। শিল্পীর সৌজন্যে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম

এছাড়াও পড়ুন:

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এখনো শাহবাগে অবরোধকারীরা

জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আজ শুক্রবারও অবস্থান কর্মসূচি পালন করছেন ‘জুলাই যোদ্ধারা’। গতকালের মতো আজকেও শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের (আহত) ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। অবরোধকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়।

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড়ে গতকাল বৃহস্পতিবার থেকে অবরোধকারীরা অবস্থান করছেন

সম্পর্কিত নিবন্ধ