আততায়ী সাকাতার গল্প এটি, শিনজো শহরের বাসিন্দা সে। অপরাধজীবনকে পেছন ফেলে নতুন জীবন শুরু করতে যাচ্ছে শিনজো। এমন সময়ই ঘটে ঘটনাটি, শহরের কুখ্যাত কিমেন-গুমি সিন্ডিকেট আক্রমণ করে শিনজোর বাড়িতে। তার স্ত্রী খুন হয়, আক্রমণকারী ধরে নেয়, শিনজোও মারা গেছে। তবে সে সৌভাগ্যবশত বেঁচে যায়। প্রতিশোধের নেশায় মরিয়া হয়ে ফিরে আসে শহরে। রিভেঞ্জ থ্রিলারের এমন চেনা গল্প নিয়েই জাপানি সিনেমা ‘ডেমন সিটি’। তবে গল্প চেনা হলেও অ্যাকশন আর নির্মাণের গুণে ছবিটি মন জয় করেছে দর্শকদের। গত ২৭ ফেব্রুয়ারি মুক্তির পর এখন নেটফ্লিক্সের অ-ইংরেজিভাষী সিনেমার তালিকার দুই নম্বরে আছে সিনেমাটি।

‘ডেমন সিটি’ তৈরি হয়েছে মাছামিছি কাওয়াবের জনপ্রিয় মাঙ্গা সিরিজ ‘ওনি গোরোশি’ অবলম্বনে। সেজি তানকা পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন তমা কুনতা, আমি তৌমা, মাশাহিরো হিগাশিডে।

মুক্তির পর ‘ডেমন সিটি’ চমকে দিয়েছে দুর্দান্ত মার্শাল আর্ট ও অ্যাকশন কোরিওগ্রাফি দিয়ে। অনেক দর্শক সিনেমাটির সঙ্গে বহুলচর্চিত জন উইক ফ্র্যাঞ্চাইজির মিল খুঁজে পেলেও এর মধ্যেই এ সিনেমার আলাদা একটা ভক্তশ্রেণি তৈরি হয়েছে।

‘ডেমন সিটি’র পোস্টার। আইএমডিবি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ড মন স ট

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ