ডাকাতের চরিত্র ফুটিয়ে তুলতে কী করেছিলেন পাচিনো
Published: 11th, March 2025 GMT
বিশাল একটি ব্যাংক তৈরি করা হয়েছে। নতুন ব্যাংকটি একসময় চালুও করা হলো। অ্যাকাউন্ট খুলতে এসে সাধারণ মানুষ জানতে পারলেন, এটা সত্যিকারের কোনো ব্যাংক নয়। শুটিংয়ের জন্য বানানো হয়েছে। ব্যাংক ডাকাতির সত্যি ঘটনা অবলম্বনে নির্মীয়মাণ একটি সিনেমার শুটিংয়ের জন্য তৈরি হয়েছিল এই ব্যাংক। সিনেমাটির নাম ‘ডগ ডে আফটারনুন’। মুক্তির ৫০ বছরপূর্তিতে সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে হাজির হয়ে আড্ডায় এ রকম অনেক গল্পই করে গেলেন অভিনেতা আল পাচিনো। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটির জন্য অস্কারে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছিলেন আল পাচিনো।
যুক্তরাষ্ট্রের আমেরিকান সিনেমাথেক থিয়েটারে সিডনি লুমেট পরিচালিত সিনেমাটির সাম্প্রতিক প্রদর্শনীতে হাজির হয়েছিলেন ধারণক্ষমতার চেয়ে বেশি দর্শক। সেখানে হাজির হয়ে সেই সময়ের বন্ধু, সহকর্মীদের স্মরণ করে আল পাচিনো জানান, সিনেমাটির শুটিং থেকেই ইন্ডাস্ট্রিতে অনেককে বন্ধু হিসেবে পেয়েছিলেন তিনি।
৮৪ বছর বয়সী এই অভিনেতার দীর্ঘ ক্যারিয়ারের সেরা চরিত্রের একটি ছিল এই সিনেমার সনি। সেই সিনেমার ৫০ বছর উদ্যাপনে হাজির হয়ে শুরুতেই তিনি বলেন, ‘আমি “গডফাদার” করলাম, সেটারও ৫০ বছর উদ্যাপিত হয়েছে। পরে “গডফাদার ২” করলাম, সেটারও ৫০ বছর উদ্যাপিত হয়েছে। এখন আরেকটি উদ্যাপন পাওনা ছিল।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে নেতাকর্মীদের ঢল
মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের শ্রমিক সমাবেশ করছে জাতীয়তাবাদী শ্রমিক দল। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে এই সমাবেশ শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সমাবেশ ঘিরে বেলা ১২টা থেকে রাজধানী এবং এর আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নয়াপল্টনের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন।
এদিকে সমাবেশ শুরুর আগে জাসাসের শিল্পীরা সংগীত পরিবেশন শুরু করেন। গানে অংশ নেন কণকচাঁপা, মৌসুমীসহ বেশ কয়েকজন শিল্পী।
এই সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নেতাকর্মীর রঙিন টুপি, টি-শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে উপস্থিত হন।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।