বিশাল একটি ব্যাংক তৈরি করা হয়েছে। নতুন ব্যাংকটি একসময় চালুও করা হলো। অ্যাকাউন্ট খুলতে এসে সাধারণ মানুষ জানতে পারলেন, এটা সত্যিকারের কোনো ব্যাংক নয়। শুটিংয়ের জন্য বানানো হয়েছে। ব্যাংক ডাকাতির সত্যি ঘটনা অবলম্বনে নির্মীয়মাণ একটি সিনেমার শুটিংয়ের জন্য তৈরি হয়েছিল এই ব্যাংক। সিনেমাটির নাম ‘ডগ ডে আফটারনুন’। মুক্তির ৫০ বছরপূর্তিতে সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে হাজির হয়ে আড্ডায় এ রকম অনেক গল্পই করে গেলেন অভিনেতা আল পাচিনো। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটির জন্য অস্কারে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছিলেন আল পাচিনো।

যুক্তরাষ্ট্রের আমেরিকান সিনেমাথেক থিয়েটারে সিডনি লুমেট পরিচালিত সিনেমাটির সাম্প্রতিক প্রদর্শনীতে হাজির হয়েছিলেন ধারণক্ষমতার চেয়ে বেশি দর্শক। সেখানে হাজির হয়ে সেই সময়ের বন্ধু, সহকর্মীদের স্মরণ করে আল পাচিনো জানান, সিনেমাটির শুটিং থেকেই ইন্ডাস্ট্রিতে অনেককে বন্ধু হিসেবে পেয়েছিলেন তিনি।
৮৪ বছর বয়সী এই অভিনেতার দীর্ঘ ক্যারিয়ারের সেরা চরিত্রের একটি ছিল এই সিনেমার সনি। সেই সিনেমার ৫০ বছর উদ্‌যাপনে হাজির হয়ে শুরুতেই তিনি বলেন, ‘আমি “গডফাদার” করলাম, সেটারও ৫০ বছর উদ্‌যাপিত হয়েছে। পরে “গডফাদার ২” করলাম, সেটারও ৫০ বছর উদ্‌যাপিত হয়েছে। এখন আরেকটি উদ্‌যাপন পাওনা ছিল।’

‘ডগ ডে আফটারনুন’–এর দৃশ্য। আইএমডিবি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ জ র হয় ৫০ বছর

এছাড়াও পড়ুন:

‘ক্যারিয়ারে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’ নিয়ে টটেনহাম ছাড়ার ঘোষণা সনের

টটেনহাম হটস্পার ছাড়ার ঘোষণা দিয়েছেন ক্লাবটির অধিনায়ক সন হিউং-মিন। এই গ্রীষ্মেই অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর আগেই উত্তর লন্ডনের ক্লাবটি ছাড়েন তিনি। দীর্ঘ এক দশক পর টটেনহাম ছাড়বেন দক্ষিণ কোরিয়ান এ ফরোয়ার্ড।

বায়ার লেভারকুসেন থেকে ২০১৫ সালে টটেনহামে যোগ দেন ৩৩ বছর বয়সী সন। ইংল্যান্ডের ক্লাবটির হয়ে ৪৫৪ ম্যাচ খেলার পথে ইউরোপা লিগ জিতেছেন। ২০১৯ সালে উঠেছিলেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও। সিউলে প্রাক্‌–মৌসুম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টটেনহাম ছাড়ার ঘোষণা দেন সন।

আরও পড়ুনধর্ষণের অভিযোগে হাকিমির বিচার দাবি ফরাসি কৌঁসুলিদের১ ঘণ্টা আগে

সন বলেন, ‘সংবাদ সম্মেলন শুরুর আগে বলতে চাই, এই গ্রীষ্মেই আমি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তে ক্লাবও আমাকে সম্মানের সঙ্গে সহায়তা করছে।’
টটেনহামের ইতিহাসেই অন্যতম সেরাদের একজন সন। ক্লাবটির হয়ে ১৭৩ গোল করা সন গত মে মাসে ইউরোপা লিগ জিতলেও মৌসুমটা তাঁর ভালো কাটেনি। চোটে পড়েছেন কয়েকবার এবং ফর্মও খুব একটা ভালো ছিল না।

সংবাদ সম্মেলনে আবেগাক্রান্ত হয়ে পড়েন সন

সম্পর্কিত নিবন্ধ