বলিউড সুপারস্টার হৃতিক রোশন ও দক্ষিণি সুপারস্টার জুনিয়র এনটিআরের ছবি ‘ওয়ার ২’-এর জন্য ভক্তরা অধীর অপেক্ষায় আছেন। সমালোচকেরা বলছেন, এ বছরের সবচেয়ে উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে একটি হবে যশরাজ ফিল্মসের এই অ্যাকশন থ্রিলারধর্মী ছবিটি। তবে হৃতিকভক্তদের জন্য মন খারাপ করা এক খবর, শুটিং সেটে মহড়া দেওয়ার সময় আঘাত পেয়েছেন হৃতিক। তাই ‘ওয়ার ২’ ছবির শুটিং এখন বন্ধ।
একাধিক সূত্রে জানা গেছে, ‘ওয়ার ২’ ছবির একটি গানের দৃশ্যের মহড়া দিচ্ছিলেন হৃতিক আর জুনিয়র এনটিআর। সে সময় পায়ে আঘাত পেয়েছেন হৃতিক। তাই শুটিং বন্ধ করে দিতে বাধ্য হন নির্মাতারা। চিকিৎসক হৃতিককে চার সপ্তাহ বিশ্রাম নেওয়ার কথা বলেছেন। আর তা না হলে এই চোট থেকে আরও বড় সমস্যায় পড়তে পারেন হৃতিক।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন