ম্যানচেস্টার সিটি ২ : ২ ব্রাইটন

শিরোপা জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেছে আরও আগে। টানা চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির চ্যালেঞ্জটা এখন সেরা চারে টিকে থাকার। সেই লড়াইটাও অবশ্য একেবারে সহজ হচ্ছে না তাদের। আজ শনিবার রাতে ফের ড্র করল তারা। এবার ইতিহাদে সিটিকে ২-২ গোলে রুখে দিয়েছে ব্রাইটন।

এই ম্যাচ দিয়ে গোল খাওয়ার বিব্রতকর এক রেকর্ডও গড়ল সিটি। চলতি মৌসুম এখন পর্যন্ত ৪০ গোল হজম করেছে ক্লাবটি। কোচ পেপ গার্দিওলার অধীনে লিগে যা কি না এক মৌসুমে সর্বোচ্চ।

ঘরের মাঠে আজ শুরু থেকেই চ্যালেঞ্জের মুখে পড়ে সিটি। স্বাগতিকদের আক্রমণের জবাবগুলো প্রতি-আক্রমণ দিয়েই দিচ্ছিল ব্রাইটন। বল দখলে সিটি এগিয়ে থাকলেও সুযোগ তৈরিতে সিটিকে পেছনে ফেলেছিল ব্রাইটন। ম্যাচের প্রথম গোলটা যদিও সিটিই আদায় করে নেয়।

আরও পড়ুনকাপেলোর সমালোচনার জবাবে ‘আলিঙ্গনের’ কথা বললেন গার্দিওলা ২ ঘণ্টা আগে

১১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সিটিকে এগিয়ে দেন আর্লিং হলান্ড। গোল খেয়ে ব্রাইটন যেন আরও তেতে। আক্রমণে গিয়ে সুযোগ তৈরির চেষ্টা করে তারা। তেমনই এক আক্রমণ থেকে ম্যাচের ২১ মিনিটে ব্রাইটনকে সমতায় ফেরান পেরভিস ইস্তুপিনিয়ান। প্রায় সমান সমান লড়াইয়ে ৩৯ মিনিটে ফের লিড নেয় সিটি। এবার দলটির হয়ে গোল করেন ওমর মারমুশ। এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটি।

হলান্ডের গোলে এগিয়ে গিয়েও জিততে পারেনি সিটি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব র ইটন

এছাড়াও পড়ুন:

চেন্নাইয়ের বিদায়, অবসরের ইঙ্গিত দিলেন ধোনি!

আইপিএল ২০২৫-এর প্লে-অফে জায়গা হলো না চেন্নাই সুপার কিংসের। ঘরের মাঠ এম চিদাম্বরম স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের কাছে ৪ উইকেটে হেরে এবারের আসর থেকে ছিটকে গেছে মহেন্দ্র সিং ধোনির দল। ম্যাচ শেষ হওয়ার পর শুধু চেন্নাইয়ের বিদায়ই নয়, আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ‘ক্যাপ্টেন কুল’ ধোনি। শুরু হয়েছে জোর গুঞ্জন—এটাই কি তার শেষ আইপিএল?

ম্যাচ শুরুর আগেই টসের সময় ধোনিকে ঘিরে তৈরি হয় রহস্য। ধারাভাষ্যকার ড্যানি মরিসনের সরাসরি প্রশ্ন ছিল, ধোনি কি আগামী মৌসুমেও আইপিএলে দেখা যাবে? জবাবে হেসে ধোনি বলেন, ‘আমি তো জানি না পরের ম্যাচেই খেলব কি না।’ এই মন্তব্যেই ধোনির ভবিষ্যৎ নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। যদিও ম্যাচ শেষে নিজের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে কোনও মন্তব্য করেননি ধোনি। তাকেও সে ব্যাপারে আর প্রশ্ন করেননি সঞ্চালক।

ধোনির মন্তব্যে সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট বলেন, ‘ধোনি একজন চিরস্মরণীয় কিংবদন্তি। তার আর কিছু প্রমাণের নেই। সম্ভবত এবার সরে দাঁড়ানোর সময় এসেছে। যদিও ভক্তদের জন্য তা কষ্টদায়ক হবে।’

 চেন্নাই প্রথমে ব্যাট করে ১৯১ রান তোলে। স্যাম কারানের ৮৮ রানের ইনিংস ছাড়া ব্যাট হাতে কেউই তেমন জ্বলে উঠতে পারেননি। শেষ দিকে যুজবেন্দ্র চাহালের হ্যাটট্রিকে মাত্র ৪ বল বাকি থাকতে গুটিয়ে যায় ইনিংস। চাহাল ৪ উইকেট নেন, জানসেন ও আর্শদীপ নেন ২টি করে।

জবাবে পাঞ্জাবের হয়ে ঝড়ো সূচনা এনে দেন প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিং। প্রভসিমরান খেলেন ৩৬ বলে ৫৪ রানের দারুণ ইনিংস। এরপর শ্রেয়াস আইয়ারের ৭২ রানের অনবদ্য ইনিংস এবং শশাঙ্ক সিংয়ের শেষের ২৩ রানের ক্যামিওতে দুই বল বাকি থাকতেই জয় তুলে নেয় পাঞ্জাব। এই জয়ে তারা উঠে এসেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।

সম্পর্কিত নিবন্ধ