বকেয়া বেতন পরিশোধের আশ্বাস পেয়ে কর্মবিরতি প্রত্যাহার করেছেন রেলওয়ের অস্থায়ী (টিএলআর) শ্রমিকরা। আগামী রবিবারের (২৩ মার্চ) মধ্যে তাদের বকেয়া পরিশোধের আশ্বাস দিয়েছে সরকার। 

সোমবার (১৭ মার্চ) রাজধানীর রেলভবনে রেলওয়ের অস্থায়ী (টিএলআর) কর্মচারীদের পক্ষ থেকে কর্মবিরতি প্রত্যাহারের এই ঘোষণা আসে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো.

ফাহিমুল ইসলাম আন্দোলনরত টিএলআর শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিয়েছেন।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে ব্রিফিংয়ে ফাহিমুল ইসলাম বলেন, ইন্টিগ্রেটিড বাজেট অ্যান্ড একাউন্টিং সিস্টেম-সংক্রান্ত (আইবাস) জটিলতার কারণে রেলওয়ের টিএলআর শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে সমস্যা ছিল। সেটি সমাধানে অর্থ বিভাগ ও মন্ত্রণালয় পর্যায়ে অভ্যন্তরীণ কার্যক্রম চলমান রয়েছে। 

আশা করা যাচ্ছে আগামী রবিবারের মধ্যে টিএলআর শ্রমিকদের বকেয়া বেতন তাদের ব্যাংক একাউন্টে পৌঁছে যাবে, বলেন তিনি।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব বলেন, আগামী এপ্রিল থেকে তাদের বেতন প্রতি মাসের দশ তারিখের মধ্যে পরিশোধ করা সম্ভব হবে। 

এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে টিএলআর শ্রমিকদের পক্ষ থেকে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা আসে। তবে রবিবারের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা না হলে, আবার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এবং রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ টিএলআর শ্রমিক প্রতিনিধিরা ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন।  

ঢাকা/হাসান/রাসেল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র লওয় র পর শ ধ

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ