ফ্যাশন ব্র্যান্ড সেইলর এবারের ঈদে শিশু ও নবজাতকের পোশাক কালেকশনে এনেছে নতুনত্ব। আরামদায়ক কাপড়ে তৈরি এসব পোশাক ঈদে যেমন মানানসই তেমনি আবহাওয়া উপযোগী।
ফ্যামিলি কালেকশন এবং সিবলিং কালেকশনের সঙ্গে মিল রেখে ফ্যাশনেবল প্যাটার্নে শিশুদের জন্যও রয়েছে পোশাক। থ্রি-পিস, টু-পিস, কুর্তি, ঘাগরা চোলিতে ব্যবহার করা হয়েছে উচ্চমানের সেইলর সিফন জ্যাকার্ড,সেইলর ব্লেন্ডেড গ্লো, সেইলর সিফন ফেব্রিক।
সেইলরের কমফোর্টেবল ভিসকস ফেব্রিক, রেয়ন, রেয়ন জ্যাকার্ড, সেইলর ক্রাফটেড ব্লেন্ডেড কালেকশনের শর্ট টপস, পাঞ্জাবি ও আধুনিক প্যাটার্নের শার্ট তো থাকছেই।
ঈদে পার্টিসাজে সাজাতে বাচ্চাদের জন্য পার্টি ফ্রক ও টিনএজদের জন্য পার্টি স্যুটের কালেকশন রয়েছে ব্র্যান্ডটিতে। এছাড়াও ডেকোরেটিভ নেট, প্রিন্টেড কটন সাটিন, সেইলর প্রিমিয়াম জ্যাকার্ড, কটন রেয়ন জ্যাকার্ড, সেইলর গ্রিড লাক্সারিয়াস, সেইলর লুম জ্যাকার্ড, সেইলর মিলাঞ্জ ব্লেন্ড ব্লিস, থ্রিডি এপ্লিক ফ্লাওয়ার নেট এবং সিকুয়েন্স নেট ফেব্রিক পার্টি কালেকশন, যুক্ত করেছে নতুন মাত্রা । পোশাক কিনতে যেতে পারেন ব্র্যান্ডটির যেকোন আউটলেটে। এছাড়া কেনা যাবে অনলাইন থেকে।
উৎস: Samakal
কীওয়ার্ড: স ইলর ক ল কশন স ইলর
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন