ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে মেট্রোরেলের আদলে কমিউটার ট্রেন, বেড়েছে বগি
Published: 26th, March 2025 GMT
ঢাকা-নারায়ণগঞ্জ-ঢাকা রুটে মেট্রোরেলের আদলে কমিউটার ট্রেনের আধুনিকায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সেই সঙ্গে কমিউটার ট্রেনটির বগির সংখ্যা বাড়িয়ে ১১টি করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, এর মাধ্যমে একই সঙ্গে আরও বেশি যাত্রী এ পথে চলাচল করতে পারবেন।
আজ বুধবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী কমিউটার ট্রেনের মানোন্নয়নকৃত রেক প্রতিস্থাপনের কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ সময় ঢাকা-নরসিংদী-ভৈরববাজার-নরসিংদী-ঢাকা রুটে চলাচলকারী কমিউটার ট্রেনেরও উদ্বোধন করা হয়।
ট্রেনটি রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলস্টেশনে পৌঁছায়। এ সময় ট্রেনটিকে স্বাগত জানান নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।
রেলওয়ের ডিভিশনার ট্রান্সপোর্টেশন অফিসার (ডিটিও) ফুয়াদ হোসেন আনন্দ বলেন, আগে এই রুটে কমিউটার ট্রেনের ৮টি বগিতে যাত্রী পরিবহন করা হতো ৩৮০ জন। বর্তমানে মেট্রোরেলের আদলে রূপান্তরিত ১১টি কোচ নিয়ে ট্রেনটি চলবে। এর ফলে যাত্রীর আসনসংখ্যা বৃদ্ধি পেয়ে ৫৯২ হবে। মেট্রোরেলের মতো যাত্রীরা দাঁড়িয়েও এ ট্রেনে ভ্রমণ করতে পারবেন। এর ফলে আগের তুলনায় আরও বেশি যাত্রী একসঙ্গে ভ্রমণের সুবিধা পাবেন। যেহেতু অফিস-আদালতের সময়ে যাত্রীদের চাপ থাকে, তাই এই নতুন কমিউটার ট্রেনের মাধ্যমে যাত্রীরা উপকৃত হবেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, কমিউটার ট্রেনটির পুরোনো কোচগুলো সংস্কার ও মেরামত করে মেট্রোরেলের বগির মতো রূপান্তর করা হয়েছে। আগের কোচের আসনগুলো সরিয়ে দুই পাশে আসন বসানো হয়েছে। কোচের ফ্লোরে ম্যাট বসানো হয়েছে, প্রয়োজনীয় লাইট ও ফ্যান সংযুক্ত করা হয়েছে। দাঁড়িয়ে যাত্রার সুবিধায় স্ট্যান্ড ও পিলার স্থাপন করা হয়েছে। এতে আরও বেশি যাত্রী বহন করতে পারবে কোচগুলো।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ট র নট
এছাড়াও পড়ুন:
সুজন নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির ২০২৪ -২০২৬ প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সংগঠনের সভাপতি ধীমান সাহা জুয়েলে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশু আশরাফুলের সঞ্চালনায় আলী আহমদ চুনকা নগর পাঠাগারে প্রানবন্ত এবং আনন্দমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উক্ত কমিটির ভবিষ্যৎ কার্যক্রমের বিভিন্ন বিষয়ে সম্পর্কে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়সমূহের মধ্যে যে সকল সিন্ধান্ত সমূহ গৃহীত হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো জেলা কমিটির সদস্য সংগ্রহ,উপজেলা কমিটি গঠন,আঞ্চলিক সমস্যার মধ্যে যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসন,শব্দ দূষণ, বায়ু দূষণ ও নদী দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করা সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সুজন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভাপতির নেতৃত্বে ১২ নভেম্বর সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে পালন করা হবে। সকাল ১১ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার হতে শোভাযাত্রা এবং র্যালী অনুষ্ঠিত হবে। পরবর্তীতে কেক কাটার মধ্যে দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হবে। এই সময় সুজনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহিদুল ইসলাম টিটু, সহ-সভাপতি এম আর হায়দার রানা, অর্থ সম্পাদক রাজলক্ষ্মী, সদস্য এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সহ কমিটির আরো নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ‘
আলোচনা শেষে সভাপতি, সকলের সু স্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।