দরিভাল জুনিয়রের অধীনে ব্রাজিল দল মোটেই সন্তোষজনক ফুটবল খেলছিল না। ফিফা বিশ্বকাপ বাছাই ম্যাচে বুধবার তো (২৬ মার্চ) আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হয় ব্রাজিল। ব্যাপারটা ভালোভাবে নিচ্ছে না ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এই ম্যাচ হারের ফলে খুব দ্রুতই প্রতিক্রিয়া দেখাতে যাচ্ছে তারা। শুক্রবার (২৭ মার্চ) দরিভালের ভাগ্য নির্ধারিত হবে।

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে উড়ে যাওয়ার পর সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেস একটি জরুরী সভা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। এই বৈঠকেই ব্রাজিলের কোচ দরিভলের ভবিষ্যত ঠিক করা হবে। আন্তর্জাতিক বিরতির পর এই ধরনের আলোচন রুটিংয়ের অংশ হলেও, বুয়েন্স আয়ার্সের পারফরম্যান্সের কারণে রদ্রিগেস কোচিং স্টাফের সঙ্গে দ্রুত সাক্ষাৎকার করার সিদ্ধান্ত নিয়েছেন।

ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলো দরিভালের কাছের এক সূত্রের বরাতে জানিয়েছে  কোচ এখনও তার ভবিষ্যত নিয়ে কোনো জরুরি তথ্য পাননি। যদিও এই ৬২ বছর বয়সী কোচের বদলি হিসেবে সিবিএফের অভ্যন্তরে  কয়েকটি নাম আলোচনা করা হচ্ছে। রিয়াল মাদ্রিদের ম্যানেজার কার্লো আনচেলত্তির নামটা আবার আসছে সামনে। তাছাড়া ফ্লামেঙ্গোর ফিলিপে লুইস এবং আল হিলালের বর্তমান পর্তুগিজ কোচ জর্জে জেসুসকেও বিবেচনা করা হচ্ছে ব্রাজিলের প্রধান কোচ পদে।

আরো পড়ুন:

৬৬ বছর পর আর্জেন্টিনার কাছে এতো বড় ব্যবধানে হারল ব্রাজিল

বড় হারের পর ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক

ফার্নান্দো ডিনিজের স্থলে দরিভাল ২০২৪ সালের জানুয়ারিতে প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ব্রাজিল জাতীয় ফুটবল দলের। সাও পাওলোর কোচের পদ ছেড়ে আসা দরিভাল রেকর্ড পাঁচবারের বিশ্বকাপ বিজয়ীদের ভাগ্য ফিরিয়ে আনতে পারেননি। গত গ্রীষ্মে ব্রাজিল কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে হেরে বিদায় নেয়। মঙ্গলবার আর্জেন্টিনার বিপক্ষে আত্মসমর্পণ করে রীতিমত।

ব্রাজিল দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইয়ে (কনমাবেল) অঞ্চলে চতুর্থ স্থানে রয়েছে। শীর্ষ ৬টি দল ২০২৬ বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করবে। এই আসরটি যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল আর জ ন ট ন ব শ বক প দর ভ ল

এছাড়াও পড়ুন:

সবাই ভেবেছিলেন কিশোরী ডুবে গেছে, ১০ দিন পর ফোন করে জানাল সে গাজীপুরে আছে

১০ দিন আগে কুষ্টিয়ার কুমারখালীর মরা কালিগঙ্গা নদীতে গোসল করতে গিয়েছিল কিশোরী সোহানা খাতুন। বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্য ও এলাকাবাসী তাকে খুঁজতে শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি। তবে গত বুধবার রাতে মাকে ফোন করেছে সোহানা; জানিয়েছে সে গাজীপুরে প্রাক্তন স্বামীর কাছে আছে।

নিখোঁজ হওয়া কিশোরীর নাম সোহানা খাতুন। তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম কারিগর পাড়ায়। তার বাবা গোলাম মওলা ও মা শিরিনা খাতুন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯ জুলাই দুপুরে বাড়ির পাশের মরা কালিগঙ্গা নদীতে গোসল ও কাপড় ধুতে গিয়েছিল সোহানা। দীর্ঘ সময়েও না ফেরায় তার মা নদীর ধারে যান; দেখেন, সোহানার কাপড় পড়ে আছে। এরপর স্বজন ও এলাকাবাসী তাকে খুঁজতে শুরু করেন। খবর পেয়ে ওই রাতে ফায়ার সার্ভিসের একটি দল নদীতে উদ্ধার অভিযান চালায়। পরদিন খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ১২ ঘণ্টা অভিযান চালিয়েও তার সন্ধান না পেয়ে অভিযান স্থগিত করে। ২১ জুলাই এক কবিরাজ এনে নদীতে খোঁজার চেষ্টাও করেন সোহানার বাবা–মা।

এমন অবস্থায় বুধবার রাতে হঠাৎ সোহানা তার মায়ের ফোনে কল দিয়ে জানায়, সে ঢাকার গাজীপুরে তার প্রাক্তন স্বামীর কাছে রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান সোহানার বাবা গোলাম মওলা। তিনি বলেন, ‘প্রথমে ভেবেছিলাম, মেয়ে নদীতে ডুবে গেছে। সবাই মিলে খোঁজাখুঁজি করেছি। এমনকি কবিরাজও এনেছিলাম। কিন্তু হঠাৎ বুধবার আমার স্ত্রীকে ফোন দিয়ে জানায়, সে প্রাক্তন স্বামীর কাছে আছে। আমরা বিষয়টি গতকাল রাতে পুলিশকে জানিয়েছি।’ বিষয়টি বুঝতে না পেরে সবাইকে কষ্ট দেওয়ার জন্য তিনি ক্ষমা চান।

স্থানীয় লোকজন জানান, প্রায় দুই বছর আগে খালাতো ভাই কুতুব উদ্দিনের সঙ্গে পালিয়ে যায় সোহানা এবং দুজন বিয়ে করে। তবে বনিবনা না হওয়ায় তিন মাস আগে সোহানা তাকে তালাক দিয়ে বাবার বাড়ি চলে আসে। নদীতে নিখোঁজ হওয়ার ‘নাটক’ করে সে পালিয়ে গেছে।

এ বিষয়ে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, শুরুতে পরিবারের লোকজন জানিয়েছিল, নদীতে গোসলে গিয়ে নিখোঁজ হয়েছে সোহানা। গতকাল আবার তার বাবা জানিয়েছে, মেয়ে গাজীপুরে প্রাক্তন স্বামীর কাছে আছে।

সম্পর্কিত নিবন্ধ