দরিভাল জুনিয়রের অধীনে ব্রাজিল দল মোটেই সন্তোষজনক ফুটবল খেলছিল না। ফিফা বিশ্বকাপ বাছাই ম্যাচে বুধবার তো (২৬ মার্চ) আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হয় ব্রাজিল। ব্যাপারটা ভালোভাবে নিচ্ছে না ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এই ম্যাচ হারের ফলে খুব দ্রুতই প্রতিক্রিয়া দেখাতে যাচ্ছে তারা। শুক্রবার (২৭ মার্চ) দরিভালের ভাগ্য নির্ধারিত হবে।

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে উড়ে যাওয়ার পর সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেস একটি জরুরী সভা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। এই বৈঠকেই ব্রাজিলের কোচ দরিভলের ভবিষ্যত ঠিক করা হবে। আন্তর্জাতিক বিরতির পর এই ধরনের আলোচন রুটিংয়ের অংশ হলেও, বুয়েন্স আয়ার্সের পারফরম্যান্সের কারণে রদ্রিগেস কোচিং স্টাফের সঙ্গে দ্রুত সাক্ষাৎকার করার সিদ্ধান্ত নিয়েছেন।

ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলো দরিভালের কাছের এক সূত্রের বরাতে জানিয়েছে  কোচ এখনও তার ভবিষ্যত নিয়ে কোনো জরুরি তথ্য পাননি। যদিও এই ৬২ বছর বয়সী কোচের বদলি হিসেবে সিবিএফের অভ্যন্তরে  কয়েকটি নাম আলোচনা করা হচ্ছে। রিয়াল মাদ্রিদের ম্যানেজার কার্লো আনচেলত্তির নামটা আবার আসছে সামনে। তাছাড়া ফ্লামেঙ্গোর ফিলিপে লুইস এবং আল হিলালের বর্তমান পর্তুগিজ কোচ জর্জে জেসুসকেও বিবেচনা করা হচ্ছে ব্রাজিলের প্রধান কোচ পদে।

আরো পড়ুন:

৬৬ বছর পর আর্জেন্টিনার কাছে এতো বড় ব্যবধানে হারল ব্রাজিল

বড় হারের পর ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক

ফার্নান্দো ডিনিজের স্থলে দরিভাল ২০২৪ সালের জানুয়ারিতে প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ব্রাজিল জাতীয় ফুটবল দলের। সাও পাওলোর কোচের পদ ছেড়ে আসা দরিভাল রেকর্ড পাঁচবারের বিশ্বকাপ বিজয়ীদের ভাগ্য ফিরিয়ে আনতে পারেননি। গত গ্রীষ্মে ব্রাজিল কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে হেরে বিদায় নেয়। মঙ্গলবার আর্জেন্টিনার বিপক্ষে আত্মসমর্পণ করে রীতিমত।

ব্রাজিল দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইয়ে (কনমাবেল) অঞ্চলে চতুর্থ স্থানে রয়েছে। শীর্ষ ৬টি দল ২০২৬ বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করবে। এই আসরটি যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল আর জ ন ট ন ব শ বক প দর ভ ল

এছাড়াও পড়ুন:

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও খিলগাঁওয়ে দুজনকে গুলি করে হত্যা এবং দুজনকে আহত করার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো.শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

অন্য যে চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, তাঁরা হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল ও পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকার।

আসামিদের মধ্যে এএসআই চঞ্চল চন্দ্র গ্রেপ্তার আছেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শুনিয়ে ট্রাইব্যুনাল জানতে চান, তিনি দোষ স্বীকার করেন কি না। জবাবে চঞ্চল চন্দ্র নিজেকে নির্দোষ দাবি করেন। আগামী ১৬ অক্টোবর এ মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

এদিকে ট্রাইব্যুনাল–১–এ গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা ছিল। তবে তা হয়নি। আগামী বৃহস্পতিবার এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ