নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় আবু হানিফ(২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। গতকাল সোমবার (২০ অক্টোবর) বিকেলে তাকে পিটিয়ে আহত করা হয়। রাত ১১টার দিকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত হানিফ বাগেরহাটের খন্তাকাটা গ্রামের আবুল কালামের ছেলে। তিনি নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার ইতু ভিলার বাড়ির দারোয়ান ছিলেন।

আরো পড়ুন:

জবি শিক্ষার্থী জুবায়েদের প্রথম জানাজা সম্পন্ন

জবি শিক্ষার্থী হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিহতের ভগ্নিপতি ইব্রাহিম জানান, খানপুর এলাকার অভিসহ কয়েকজন প্রথমে আবু হানিফের বোন ও তাকে আটক করেন। এসময় তারা হানিফের খোঁজ করেন। বিকেলে হানিফকে পেয়ে তাদেরকে ছেড়ে দেন। এরপর হানিফকে মারধর করেন অভিযুক্তরা। হানিফ জ্ঞান হারালে তাকে রাস্তায় ফেলে চলে যায় তারা। আহত অবস্থায় স্থানীয়রা হানিফকে উদ্ধার করে খানপুরে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিলে যান। চিকিৎসকরাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি জানান, অভিযুক্তরা হানিফের বিরুদ্ধে ধর্ষণ, কখনো ইভটিজিংয়ের মিথ্যা অভিযোগ তুলে টাকা দাবি করতেন পরিবারের কাছে। টাকা দিতে না পারায় তাকে হত্যা কর হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। অভিযুক্তদের গ্রেপ্তারে জন্য পুলিশের অভিযান চলছে।

ঢাকা/অনিক/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য অভ য গ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

পর্তুগালের মাটিতে এক টুকরো বাংলাদেশ

শুক্রবার বিকেলের সূর্যটা একটু নরম হয়ে এলে লিসবনের মার্তিম মনিজ যেন পাল্টে যায়। ট্রামের ঘণ্টা বাজতে বাজতেই গলির ভেতর থেকে ভেসে আসে ভাজা সিঙ্গারার গন্ধ। দোকানের সামনে দাঁড়িয়ে কারও ডাক—“ভাই, এক কাপ চা দিবেন।” আশেপাশে তাকালে মনে হয় না, এটা ইউরোপের কোনো শহর। বরং ঢাকার কোনো মোড়, কিংবা নারায়ণগঞ্জের কোনো বাজার। বিদেশের মাটিতেও এখানে টিকে আছে এক টুকরো বাংলাদেশ—বাংলাদেশিদের কোলাহল, খাবার, ভাষা আর হাসির আড্ডায়।


 

মার্তিম মনিজে বাংলাদেশিদের পদচারণা শুরু নব্বইয়ের দশকে। কাজের খোঁজে, ভালো ভবিষ্যতের স্বপ্নে অনেকেই পাড়ি জমিয়েছিলো পর্তুগালের লিসবনে। প্রথমে সংখ্যায় কম হলেও ধীরে ধীরে গড়ে ওঠে ছোট ছোট দোকান, মুদি ব্যবসা, মানি এক্সচেঞ্জ আর রেস্টুরেন্ট। বছরের পর বছর পরিশ্রম আর পর্তুগিজ সমাজের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার লড়াই বাংলাদেশিদের স্থায়ী করে তোলে এই এলাকায়। এখন মার্তিম মনিজকে বলা হয় ‘বাংলাদেশি কমিউনিটির প্রাণকেন্দ্র’।

 

প্রবাস জীবনের গল্প সবসময় সহজ নয়। প্রথমদিকে ভাষার বাধা, বৈধ কাগজপত্রের অভাব, কাজের কষ্ট—সবই ছিল প্রতিদিনের সঙ্গী। কেউ কেউ নির্মাণশ্রমিক হিসেবে দিন শুরু করেছে, কেউ আবার রেস্টুরেন্টে ওয়েটার। সীমাহীন পরিশ্রম, অনিশ্চয়তা আর টিকে থাকার লড়াইয়ের মধ্য দিয়েই গড়ে উঠেছে আজকের বাংলাদেশি সমাজ। এখন অনেকেই ছোট দোকান থেকে শুরু করে সফল ব্যবসায়ী হয়েছেন, কেউ আবার নিজের রেস্টুরেন্টকে শহরের মানচিত্রে পরিচিত নাম করে তুলেছেন। কিন্তু সেই পথটা ছিল ভীষণ কঠিন—কষ্ট, ত্যাগ আর অক্লান্ত পরিশ্রমের পথ।

 

আজ মার্তিম মনিজ মানে শুধু বাজার নয়—এটা বাংলাদেশের সংস্কৃতির এক উজ্জ্বল প্রতিচ্ছবি। বিরিয়ানি থেকে শুরু করে সিঙ্গারা, সমোসা, মিষ্টি—সবই পাওয়া যায় এখানে। বাংলা গানের সুর ভেসে আসে দোকান থেকে, আবার রাস্তায় দাঁড়িয়ে শোনা যায় আড্ডায় মিশে যাওয়া বাংলা শব্দ। ঈদ, পহেলা বৈশাখ, বিজয় দিবসের মতো দিনগুলোতে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ—পর্তুগিজরাও কৌতূহল নিয়ে যোগ দেন সেই আনন্দে। প্রবাসে থেকেও এই সংস্কৃতির রঙই মানুষকে মনে করিয়ে দেয়—“আমরা বাংলাদেশি, আমরা গর্বিত।”


 

বাংলাদেশিদের জন্য মার্তিম মনিজ শুধু বাজার বা ব্যবসার কেন্দ্র নয়—এটা একধরনের সামাজিক আশ্রয়। নতুন আসা প্রবাসীরা এখানে সহজে কমিউনিটির সঙ্গে মিশে যায়, পায় আপনজনের মতো সাহায্য। দূরদেশে থেকেও মার্তিম মনিজ হয়ে উঠেছে পরিচিত, নিরাপদ আর আপন ঠিকানা।


 

প্রবাস মানে শুধু ভিনদেশে থাকা নয়, প্রবাস মানে দেশকে বুকে বয়ে বেড়ানো। লিসবনের মার্তিম মনিজে দাঁড়িয়ে চোখ বন্ধ করলে মনে হয়—ঢাকার কোনো রাস্তায় হাঁটছি, চারপাশে পরিচিত ভাষা আর আপন গন্ধ। পর্তুগালের মাটিতে এই ছোট্ট বাংলাদেশ যেন প্রমাণ করে—দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশ আমাদের ভেতরে বেঁচে থাকে, শ্বাস নেয়, কোলাহলে মিশে যায়।

নারায়ণগঞ্জ টাইমস সর্বশেষ জনপ্রিয় ১ পর্তুগালের মাটিতে এক টুকরো বাংলাদেশ ২ রূপগঞ্জে যুবদলের দু’গ্রুপে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাট ৩ আড়াইহাজারে মেঘনা নদীতে অভিযান, ১ লাখ মিটার কারেন্টজাল জব্দ ৪ সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার  ৫ রূপগঞ্জে মাদ্রাসা শিক্ষকের শাস্তি ও পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ ৬ বন্দরে যুবলীগ কর্মী জাহাঙ্গীর গ্রেপ্তার ৭ বন্দরে সাঁজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার ৮ শহর জুড়ে আওয়ামী দোসর ও অপরাধীরের ছবি দিয়ে তাঁতী দলের ফেস্টুন ৯ শহীদ জিয়া হল : ইতিহাস, ষড়যন্ত্র আর আনিসুল ইসলাম সানির সংগ্রাম ১০ না’গঞ্জ প্রেস ক্লাবের সঙ্গে কমিউনিটি হেল্পিং হাব ইউএসএ’র সমঝোতা ১১  ডেঙ্গু প্রতিরোধে মহানগর বিএনপির মশক নিধন কর্মসূচি পালন ১২ জনগণের বিপদ-আপদে তাদের পাশে দাঁড়াতে হবে : সাখাওয়াত ১৩ আড়াইহাজার থানায় বিএনপির নেতার বিরুদ্ধে আ’ লীগ নেতার অভিযোগ ১৪ ১৫নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও লিফলেট বিতরণ  ১৫ ব্যাংক লুটপাটের টাকা দিয়ে দেশের পরিস্থিতি ঘোলাটের চেষ্টা করছে ১৬ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিল্পপতি বাবুলের সুপেয় পানির ফিল্টার বিতরণ ১৭ সাইনবোর্ডে ডিবি পরিচয়ে বাস ডাকাতির ৪ আসামি গ্রেপ্তার ১৮ সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার ১৯ স্বতন্ত্র প্রার্থী নিয়ে আলোচনায় মান্নান ২০ না’গঞ্জ-৩ ও ৪ আসনের যে কোন একটিতে নির্বাচন করবো : মামুন মাহমুদ ২১ ২১ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামী নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ২২ বন্দরে যুবলীগ সভাপতি রমজান গ্রেপ্তার  ২৩ বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে নারীসহ গ্রেপ্তার ৩ ২৪ সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে সন্ত্রাসী হামলা, লুট : আহত ৩ ১ প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি বক্তাবলীর মুর্শিদা কারাগারে ২ সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ৫৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা (তালিকা) ৩ আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে ইউপি সদস্য নিহত ৪ সিদ্ধিরগঞ্জে প্রয়াত আওয়ামী লীগ নেতার ছেলে আল আমিন গ্রেপ্তার ৫ পরকিয়া প্রেমিক, খুনিকে নিয়ে লাশের পাশে বসেই ইয়াবা সেবন করে স্ত্রী ৬ ফতুল্লায় হত্যাকান্ডের শিকার নয়নের বিচ্ছিন্ন দু পা উদ্ধার, গ্রেপ্তার ৬ ৭ সিদ্ধিরগঞ্জে র‌্যাবের উপর হামলা করে সন্ত্রাসীকে ছিনিয়ে নিয়েছে সহযোগীরা ৮ সিদ্ধিরগঞ্জে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৯ ফতুল্লায় বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত ২ : বাস ভাঙচুর-অগ্নিসংযোগ ১০ আওয়ামী লীগ পূর্নবাসনে ব্যবহৃত হচ্ছে আলীগঞ্জ ক্লাব সকল খবর

আরো পড়ুন  

হাসপাতালে জিম্মি লাশ, ডিসির হস্তক্ষেপে পরিবারের কাছে ফেরত

ন্যাশনাল এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন-২'র ক্যাম্পেইন শুরু

“স্যালুট টু জুলাই ওয়ারিয়র্স” শীর্ষক অনুষ্ঠানে লজিক অফ বাংলাদেশ

ডেমরায় ৬ তলা ভবন হেলে পড়েছে ৭ তলা ভবনে : আতঙ্ক 

জার্মানিতে সাস্টের ঘ্রাণ, হৃদয়ের টানে একত্রিত হচ্ছেন প্রাক্তন শিক্ষার্থীরা 

শুরু হচ্ছে ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’র ২০তম আসর

এনসিপি জাপান শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

মার্চ ফর গাজা সফল করার লক্ষে নারায়ণগঞ্জবাসীর অংশগ্রহণ

২৩১/১ বঙ্গবন্ধু সড়ক (৬ষ্ঠ তলা, লিফটের ৫)

নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবন, নারায়ণগঞ্জ

নির্বাহী সম্পাদক: মোশতাক আহমেদ (শাওন)

ফোন:+৮৮০১৯৩৩-৩৭৭৭২৪

ইমেইল : [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব নারায়ণগঞ্জ টাইমস কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে ইমিথমেকারস.কম

সম্পর্কিত নিবন্ধ

  • চা পানের গুণাগুণ
  • নারায়ণগঞ্জে বাড়ির নিরাপত্তা প্রহরীকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা
  • খানপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা।
  • নাহার চেস একাডেমির বিশ্ব শিশু দিবস দাবায় সৌর অপরাজিত চ্যাম্পিয়ন সাম্য রানার আপ
  • ডিসির বরাবর নারায়ণগঞ্জে আর্দশ শিক্ষক ফেডারেশনের স্মারকলিপি প্রদান
  • বিএনপি করলেও পার পাবে না, অন্যায় করলে শাস্তি : সাখাওয়াত
  • মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ডিসি-এসপির কাছে ফতুল্লাবাসীর স্মারকলিপি প্রদান  
  • সিদ্ধিরগঞ্জে নতুন ইনডোর ক্রীড়া মঞ্চ “সেভেন স্টার এরিনা স্পোর্টস জোন” উদ্বোধন
  • পর্তুগালের মাটিতে এক টুকরো বাংলাদেশ