নারায়ণগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
Published: 21st, October 2025 GMT
নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় আবু হানিফ(২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। গতকাল সোমবার (২০ অক্টোবর) বিকেলে তাকে পিটিয়ে আহত করা হয়। রাত ১১টার দিকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত হানিফ বাগেরহাটের খন্তাকাটা গ্রামের আবুল কালামের ছেলে। তিনি নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার ইতু ভিলার বাড়ির দারোয়ান ছিলেন।
আরো পড়ুন:
জবি শিক্ষার্থী জুবায়েদের প্রথম জানাজা সম্পন্ন
জবি শিক্ষার্থী হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিহতের ভগ্নিপতি ইব্রাহিম জানান, খানপুর এলাকার অভিসহ কয়েকজন প্রথমে আবু হানিফের বোন ও তাকে আটক করেন। এসময় তারা হানিফের খোঁজ করেন। বিকেলে হানিফকে পেয়ে তাদেরকে ছেড়ে দেন। এরপর হানিফকে মারধর করেন অভিযুক্তরা। হানিফ জ্ঞান হারালে তাকে রাস্তায় ফেলে চলে যায় তারা। আহত অবস্থায় স্থানীয়রা হানিফকে উদ্ধার করে খানপুরে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিলে যান। চিকিৎসকরাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, অভিযুক্তরা হানিফের বিরুদ্ধে ধর্ষণ, কখনো ইভটিজিংয়ের মিথ্যা অভিযোগ তুলে টাকা দাবি করতেন পরিবারের কাছে। টাকা দিতে না পারায় তাকে হত্যা কর হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। অভিযুক্তদের গ্রেপ্তারে জন্য পুলিশের অভিযান চলছে।
ঢাকা/অনিক/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য অভ য গ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের দোয়া
বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আলেম-ওলামা এবং মাদ্রাসার ছাত্রদের নিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল এবং খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৪ ডিসেম্বর ) বাদ আছর সিদ্ধিরগঞ্জ ক্যানেলপার বাতেনপাড়ায় ১নং ওয়ার্ডে মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত ও বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৩ ( সিদ্ধিরগঞ্জ - সোনারগাঁও ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, িনারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন,মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল,সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, সিদ্ধিরগঞ্জ থানাধীন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, ১নং ওয়ার্ড বিএনপির সহ - সম্পাদক মজিজুল হক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফউদ্দীন মাহামুদ ফয়সাল, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এড. রাকিবুর রহমান সাগর, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান আহমেদ পাপ্পু, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াদুদ ভূইয়া সাগর, আরমান হোসেন, আশিকুর রহমান অনি, জুয়েল রানা,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, কেন্দ্রীয় মৎস্যজীবী দল নেতা আলী নুর সহ সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।