সাতক্ষীরা-৩ আসন: বিএনপির মনোনয়ন না পাওয়ায় শহিদুলের সমর্থকদের অর্ধদিবস হরতাল পালন
Published: 4th, November 2025 GMT
সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদুল আলম দলীয় মনোনয়ন না পাওয়ার প্রতিবাদে আজ মঙ্গলবার অর্ধ-দিবস হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন তাঁর কর্মী-সমর্থকেরা।
নলতা হাসপাতাল মোড়ে আজ বেলা ১১টায় সড়ক অবরোধ করে তাঁরা মিছিল ও সমাবেশ করেন। ঘণ্টাব্যাপী কর্মসূচির কারণে সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কে যানজটের সৃষ্টি হয়। এ সময় নলতা বাজারে দোকানপাট বন্ধ ছিল।
নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বারীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপির চেয়ারম্যান আজিজুর রহমান, বিএনপি নেতা এসএম হাফিজুর রহমান প্রমুখ।
বক্তারা সাতক্ষীরা-৩ আসনে কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। অন্যথায় আজ সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশসহ আগামীতে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন। কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে তাঁরা বলেন, শহিদুল আলম মনোনয়ন না পেলে আসনটি বিএনপি নিশ্চিতভাবে হারাবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এনপ র
এছাড়াও পড়ুন:
আড়াইহাজারবাসী ও বিএনপির নেতাকর্মীদের আজাদের বিশেষ বার্তা
আড়াইহাজার উপজেলাবাসী ও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) ও নারায়ণগঞ্জ -২ আড়াইহাজার আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত নজরুল ইসলাম আজাদ।
বিশেষ বার্তায় নজরুল ইসলাম আজাদ বলেন, প্রিয় আড়াইহাজারবাসি আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
আমি আপনাদের নেতা নই, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের আপনজন, দলমত নির্বিশেষে আড়াইহাজারের প্রত্যেকটি মানুষ আমার আপনজন।
যেই মুহূর্ত থেকে জননেতা তারেক রহমান আমাকে আড়াইহাজার উপজেলা থেকে ধানের শীষ মার্কায় মনোনীত করেছেন ঠিক সেই মুহূর্তে থেকে আড়াইহাজারে কে কোন ব্লক বা কে কোন নেতার হয়ে কাজ করেছে তা আমার কাছে কোন ম্যাটার করে না দলমত নির্বিশেষে প্রত্যেকে আমার ভাই আমরা সবাই ধানের শীষের লোক আমরা প্রত্যেকে একটি মানবিক আড়াইহাজার গঠনের জন্য আমরা একসঙ্গে কাজ করব ইনশাআল্লাহ।
প্রিয় আড়াইহাজারবাসি আপনারা আমার প্রার্থনাই থাকেন, আমি বিশ্বাস করি আপনারও আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।
তিনি আরও বলেন, আমি শুধু অনুরোধ করবো, প্রিয় মমতাময়ী মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। আমরা কোন বিজয় মিছিল,কোন রকম মিষ্টি খাওয়া এবং হৈ হুল্লোড় করবো না।
আমরা সেদিনই বিজয় মিছিল করবো, সেদিনই মিষ্টি খাব, যেদিন দেশের গনমানুষের ভোটের মাধ্যমে ধানের শীষ প্রতীক বিজয় করার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবো। আপনারা যদি আমাকে সত্যি সত্যিই ভালোবাসেন, তাহলে দলের নির্দেশ এবং আমার অনুরোধ আপনারা রাখবেন, আমি বিশ্বাস করি।
তিনি আরও বলেন, আমরা যতজন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলাম, আমরা সবাই এক এবং অভিন্ন,আমাদের মধ্যে কোন বিভেদ নেই,বিভেদ তৈরি করতে কাউকে সুযোগ আমরা দিব না,আমরা সকলে মিলেই ধানের শীষ প্রতীক কে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবো এটাই হোক আমাদের একমাত্র অঙ্গীকার।
“ভোট দিব ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে” শুভেচ্ছান্তে নজরুল ইসলাম আজাদ। নারায়ণগঞ্জ-২ সহ-সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।