ময়মনসিংহে বহুতল ভবন থেকে পড়ে তরুণী নিহত
Published: 28th, March 2025 GMT
ময়মনসিংহ নগরীতে বহুতল ভবন থেকে পড়ে এক তরুণী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) দুপুরে নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় বর্ণালী সিটি গার্ডেন ভবনের ১৩তলা থেকে পরে তার মৃত্যু হয়। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, ‘‘দুপুর সোয়া ১টার দিকে লিফটে করে বর্ণালী সিটি গার্ডেন ভবনের ছাদে ওঠেন ওই তরুণী। এ সময় তিনি মাস্ক পরিহিত অবস্থায় ছিলেন। পরে ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।’’
তিনি আরো বলেন, ‘‘ভবনে বসবাসরত কেউ ওই তরুণীকে চিনেন না বলে দাবি করেছেন। ধারণা করা হচ্ছে, তিনি বাহির থেকে এসেছেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’’
ঢাকা/মিলন/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, কমতে পারে তাপপ্রবাহ
টানা প্রায় চার দিনের তাপপ্রবাহ শেষে দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি। এ বৃষ্টি শুরু হয়েছে গতকাল রোববার থেকেই। আজ সোমবার সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা। আবহাওয়া অফিস বলছে, আজ রাজধানীতে দুপুরের দিকেই বৃষ্টি হতে পারে। আর এ বৃষ্টির পর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার তাপপ্রবাহের পরিমাণ কমে যাবে। বৃষ্টির প্রভাব থাকতে পারে আগামী বুধবার পর্যন্ত।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, আজ সকাল থেকে সিলেটর বিভিন্ন অঞ্চলে, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ ময়মনসিংহ বিভাগের নানা স্থানে এবং রংপুরের বিভিন্ন স্থান, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টি হয়েছে। রাজধানীর কাছাকাছি বিভিন্ন এলাকাতেও বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ আজ প্রথম আলোকে বলেন, আসলে গতকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এর মধ্যে রংপুর বিভাগে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হয়েছে। আজ সিলেট ও ময়মনসিংহ বিভাগের বেশির ভাগ স্থানে বৃষ্টি হচ্ছে। রাজধানীতে দুপুরের মধ্যে কিংবা বিকেলের দিকে বৃষ্টি হতে পারে।
পশ্চিমা লঘুচাপের প্রভাব বাংলাদেশের ওপরে আছে। আর এ জন্যই বৃষ্টির এই আবহ। আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, আগামীকাল মঙ্গলবার ও পরদিন বুধবারও বৃষ্টি থাকতে পারে। তবে দেশজুড়ে একযোগে বৃষ্টি হবে না হয়তো।
গতকালও দেশের গোপালগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে। এটি আজ নাও থাকতে পারে বলে আজ সকালে আবহাওয়ার বার্তায় বলা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় রংপুর ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৪১ মিলিমিটার। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যশোরে, ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।