‘চাঁদ মামা, চাঁদ মামা’ গাইতে গাইতে বাড়ি ফেরা, মধুবনে কি রেকর্ড হবে
Published: 1st, April 2025 GMT
শাকিব খান অভিনীত, ‘প্রিয়তমা’,‘রাজকুমার’ ও ‘তুফান’–এর পর বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে সিনেমা প্রদর্শন ব্যবসায় নতুন রেকর্ড গড়তে যাচ্ছে এবারের ঈদের ছবি ‘বরবাদ’।
ঈদের দিন থেকে মধুবনে মুক্তি পাওয়া সিনেমা বরবাদের প্রথম দুদিন সব কটি শো ‘হাউজফুল’ যাচ্ছে। প্রতিটি শোতে দর্শকের উপচে পড়া ভিড় দেখা গেছে। এ সিনেমার অগ্রিম টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শক।
মধুবন সিনেপ্লেক্সের মালিক আর এম ইউনুস প্রথম আলোকে বলেন, এর আগে মধুবনে অগ্রিম সব টিকিট বিক্রির ক্ষেত্রে রেকর্ড গড়ে ‘হাওয়া’, ‘পরাণ’, ‘প্রিয়তমা, ও ‘রাজকুমার’ ছবি। সর্বশেষ অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়ে রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমা। এরপর দীর্ঘ সময় দর্শক–খরায় প্রায় বন্ধ ছিল মধুবন সিনেপ্লেক্স; কিন্তু এবারের ঈদের দিন মুক্তি পাওয়া মেহেদী হাসান পরিচালিত ‘বরবাদ’ ছবিটি সাড়া ফেলেছে। ঈদের দিন এবং আজ মঙ্গলবার সব ‘শো’তে সিঙ্গেল স্ক্রিনের ৩৩৬ আসনের এ প্রেক্ষাগৃহে ‘হাউজফুল’ ঝুলছে। প্রতিদিন চারটি করে শোর বেশির ভাগ টিকিট এক দিন আগেই ফুরিয়ে গেছে। ঈদের তৃতীয় দিন পর্যন্ত প্রতিটি শোর সব টিকিট বিক্রি হয়েছে। প্রতিটি শোতে ছিল নারী দর্শক ও তরুণ-তরুণীর চোখে পড়ার মতো ভিড়।
মধুবন সিনেপ্লেক্সের মালিক আর এম ইউনুস প্রথম আলোকে বলেন, ঈদের দিন ও পরদিন সব শো 'হাউজফুল' যাচ্ছে। আগামীকাল বুধবার পর্যন্ত সব শোতে ৯০ শতাংশ অগ্রিম টিকিট বিক্রি হয়েছে।
আরও পড়ুন‘বরবাদ’ কি বরবাদ করতে পারবে২২ ঘণ্টা আগে‘বরবাদ’–এ যীশু। ভিডিও থেকে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ঈদ র দ ন র কর ড বরব দ
এছাড়াও পড়ুন:
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু চ্যাম্পিয়ন পিএসজির
চ্যাম্পিয়নস লিগের শিরোপাধারী প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) শিরোপা রক্ষার অভিযানে নেমেই দেখাল নিজেদের শক্তি। বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে পার্ক দেস প্রিন্সের জমকালো রাতের ম্যাচে আতালান্তাকে ৪-০ গোলে উড়িয়ে দিল লুইস এনরিকের শিষ্যরা।
মাঠে নেমে ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই প্রথম গোল পায় পিএসজি। ব্র্যাডলি বারকোলার দারুণ পাস থেকে ফাবিয়ান রুইজ বল সাজিয়ে দেন মারকুইনহোসকে। পিএসজির অধিনায়ক নির্ভুল শটে দলকে এগিয়ে নেন ১-০ গোলে।
আরো পড়ুন:
জুভেন্টাস-বরুশিয়ার ৮ গোলের নাটকীয় ম্যাচে জয় পায়নি কেউ
এমবাপ্পের জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের রোমাঞ্চকর জয়
এরপর আরও কয়েকটা গোল হতে পারত। কিন্তু একবার একেবারে সামনে থেকে শট উড়িয়ে ফেলেন নুনো মেন্ডেস। আরেকবার বারকোলার শট দুর্দান্ত সেভে রক্ষা করেন আতালান্তা গোলরক্ষক মার্কো কার্নেসেচ্চি।
তবুও প্রথমার্ধ শেষ হওয়ার আগে আক্রমণের ঝড় থামেনি। ৩৯ মিনিটে জর্জিয়ার উইঙ্গার খভিচা কাভারাটস্কেলিয়া ডান দিক থেকে ভেতরে ঢুকে অসাধারণ এক বাঁকানো শটে বল জড়িয়ে দেন জালে। স্কোরলাইন দাঁড়ায় ২-০।
বিরতিতে যাওয়ার আগে ব্যবধান আরও বাড়াতে পারত পিএসজি। ৪১ মিনিটে মারকুইনহোসকে ফাউল করে পেনাল্টি উপহার দেন আতালান্তার মার্কিন মিডফিল্ডার ইউনুস মুসাহ। তবে বারকোলার নেওয়া দুর্বল শট ঠেকিয়ে দেন আতালান্তার গোলরক্ষক কার্নেসেচ্চি। তাতে ২-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় দুই দল।
বিরতির ছয় মিনিট পরই ব্যবধান বাড়ে। বারকোলার দারুণ থ্রু বল ধরে বাঁ দিক থেকে নুনো মেন্ডেস এগিয়ে গিয়ে কঠিন কোণ থেকেও ঠাণ্ডা মাথায় শট পাঠান জালে। স্কোর হয় ৩-০।
শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে আসে চতুর্থ গোল। আতালান্তার ক্লান্ত ডিফেন্ডারের ভুল পাস কুড়িয়ে নিয়ে পর্তুগিজ স্ট্রাইকার গনসালো রামোস নির্ভুল ফিনিশে শেষ করেন গোল উৎসব।
গেল মে মাসে ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবার ইউরোপ সেরার মুকুট পরেছিল পিএসজি। সেই ধারাবাহিকতায় নতুন মৌসুমের শুরুতেও লিগে টানা চার ম্যাচ জিতে সবার ওপরে তারা। এবার ইউরোপের মাঠেও দেখাল নিজেদের ভয়ংকর রূপ। জানান দিলো এবারও তারা চ্যাম্পিয়ন হতে চায়।
ঢাকা/আমিনুল