সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ‘খাটের গাড়ি’ ভাইরাল হয়। ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, সড়ক ধরে চলে যাচ্ছে খাটসহ একটি বিছানা। এক ব্যক্তি সেই বিছানায় আরাম করে বসে আছেন। ব্যস্ত রাস্তায় ছুটে চলেছে বিছানা পাতা সেই খাট।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অদ্ভুত দেখতে ওই ‘খাটের গাড়ি’ তৈরি করেছেন ভারতীয় তরুণ নওয়াব শেখ। তিনি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা। এবারের ঈদের দিন সড়কে নিজের অদ্ভুত এই গাড়ি নিয়ে বের হয়েছিলেন নওয়াব।
চলন্ত ওই খাটের দু’পাশে রয়েছে দুটো ব্যাক মিরর, রয়েছে স্টিয়ারিং, ব্রেক, চাকা। কিন্তু এগুলো সেই ভিডিওতে খুঁজলেও দেখতে পাওয়া কষ্টকর। একেবারে লুকিয়ে সেগুলো ফিট করা হয়েছে। যার কারণে প্রথমে দেখলে মনে হয় একটি খাট অদ্ভুতরকমভাবে এগিয়ে চলেছে।
ইনস্টাগ্রামে নওয়াবের চলন্ত খাটের ভিডিওটি পোস্ট করার পর সেটি ভাইরাল হয়ে যায়। অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ভিডিওটি ছড়িয়ে পড়ে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এক বছরের বেশি সময় ধরে পরিশ্রম করে গাড়িটি তৈরি করেছেন নওয়াব। এ জন্য তার ব্যয় হয়েছে দুই লাখ রুপি। মুর্শিদাবাদ জেলার ডোমকল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শম্ভুনগরের বাসিন্দা ২৭ বছরের নওয়াবের ইচ্ছা ছিল এমন কিছু করার, যা তাকে ভাইরাল করবে। সেই ইচ্ছা অনুযায়ী, ঈদের দিন জেলার রানিনগর বাজার থেকে ডোমকল পর্যন্ত ১৪ কিলোমিটার রাস্তায় বারবার যাতায়াত করছিল এই খাট-গাড়ি। ফলে কৌতুহলী মানুষের ভিড়ে রাস্তায় তৈরি হয়েছিল তীব্র যানজট।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নওয়াবের গাড়ির প্রশংসা করলেও পুলিশ গাড়িটির সড়কে চলাচল নিষিদ্ধ করেছে।
ডোমকলের এসডিপিও শুভম বাজাজ বলেন, “ভাইরাল ভিডিও নজরে এসেছে। ওই যুবকের ওই গাড়ি রাস্তায় চললে কতটা নিরাপদ, তা খতিয়ে দেখা হচ্ছে। লাইসেন্স ছাড়া ওই গাড়ি পথে নেমে কোনো দুর্ঘটনা ঘটালে তার দায় কে নেবে? তাই রাস্তায় চালানোর ক্ষেত্রে এখন নিষেধ করা হয়েছে।”
এ নিয়ে দুঃখ করে নওয়াব বলেন, “ইচ্ছে ছিল আমার তৈরি করা চলন্ত খাটে বউ ও একমাত্র সন্তানকে নিয়ে ঘুরব, তা আর হলো না।”
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে আবেদনের সময় বৃদ্ধি, আইএলটিএসে ৬.৫ অথবা টোয়েফলে ৮৪ হলে আবেদন
অস্ট্রেলিয়ার অ্যাওয়ার্ডস স্কলারশিপে আগ্রহী শিক্ষার্থীদের জন্য আবেদনের সুযোগ আরও চারদিন। সময় বাড়ানোর এ কথা জানিয়ে গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছে বাংলাদেশে অষ্ট্রেলিয়ার হাইকমিনের ফেসবুক পেজে। আবেদনের শেষ সময় ছিল ৩০ এপ্রিল। এখন শিক্ষার্থীরা ৪ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।
অস্ট্রেলিয়ার বৈদেশিক বিষয় ও বাণিজ্য বিভাগে এ বৃত্তি দেওয়া হয়। এ বৃত্তি পেলে স্বাস্থ্য, ডেভেলপমেন্ট, পরিবেশ, সাসটেইনেবিলিটি, ট্রেড, পাবলিক পলিসি, অর্থনীতি, গভর্ন্যান্স, ইনফ্রাস্ট্রাকচার, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ব্লু ইকোনমিসহ বিভিন্ন বিষয়ে পড়া যাবে দেশটিতে। ২০২৫ সালের জন্য বিশ্বের ৫৫ টি দেশের ১ হাজার ৫৫১ জন অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ পাবেন। ২০২৩-২০২৪ প্রোগ্রামে অষ্ট্রেলিয়া ২৭০ বিলিয়ন ডলার খরচ করেছে এ বৃত্তির জন্য।
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের আবেদন শুরু হয় গত ১ ফেব্রুয়ারি থেকে। বাংলাদেশিসহ বিশ্বের আগ্রহী শিক্ষার্থীদের আবেদনের সুযোগ আগামী ৪ মে, রোববার পর্যন্ত।
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডসে সুযোগ-সুবিধা—
সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার সুযোগ
বই ও পড়াশোনার আনুষঙ্গিক জিনিসের খরচ
বিমানে ইকোনমি ক্লাসে যাতায়াতের টিকিট
বসবাসের খরচ ও স্বাস্থ্য বিমার সুবিধা
কোর্স ভেদে ফিল্ডওয়ার্কের সুযোগ-সুবিধাও আছে।
আরও পড়ুনচীনের প্রেসিডেনশিয়াল স্কলারশিপ, প্রথম বছরে ১০ হাজার চায়নিজ ইউয়ান ২০ এপ্রিল ২০২৫আবেদনের যোগ্যতা—
১৮ বছরের ঊর্ধ্বে বাংলাদেশের নাগরিকেরা আবেদন করতে পারেন
অস্ট্রেলিয়ার নাগরিকত্ব যাদের রয়েছে তাঁরা আবেদন করতে পারবেন না
অস্ট্রেলিয়ার নাগরিকের সঙ্গে বাগদান বা বিবাহিত হলে আবেদন করা যাবে না
কোনো সামরিক সেবার সঙ্গে যুক্ত থাকা যাবে না
আইএলটিএস স্কোর কমপক্ষে ৬ দশমিক ৫ হতে হবে এবং প্রতিটি ব্যান্ড স্কোর হতে হবে ৬ অথবা
ইন্টারনেট টেস্টে টোয়েফলে স্কোর কমপক্ষে ৮৪ (আইবিটি) অথবা
পিটিই অ্যাকাডেমিক স্কোর ৫৮।
আবেদনপদ্ধতি—
আবেদনের বিস্তারিত জানা যাবে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের ওয়েবসাইটে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
১৮ বছরের ঊর্ধ্বে বাংলাদেশের নাগরিকেরা আবেদন করতে পারেন অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের জন্য