এবারের আইপিএলে সবচেয়ে শক্তিশালী দল ভাবা হচ্ছিল সানরাইজার্স হায়দরাবাদকে। প্রথম ম্যাচে কুড়ি ওভারের প্রায় তিনশ ছুঁইছুঁই ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছিল কমলা শিবির। তবে এরপরই ছন্দপতন হায়দরাবাদের। টানা ৩ ম্যাচ হার। এমন কঠিন পরিস্থিতিতে তারা রবিবার (৬ মার্চ) মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্সের বিপক্ষে। তবে ভাগ্য বদলায়নি তাদের। প্যাট কামিন্সের দল হেরেছে ৭ উইকেটের বিনিময়ে।
ঘরের মাঠ রাজীব গান্ধী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটের বিনিময়ে ১৫২ রানের পুঁজি পায় হায়দরাবাদ। ছোট চ্যালেঞ্জ তাড়া করতে নেমে ১৬.
ফহরের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে খুব বড় কোনো ইনিংস খেলতে পারেনি স্বাগতিক ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ৩১ রান করেন নিতিশ কুমার রেড্ডি। ২৭ রান করেন হেনরিক ক্লাসেন। ২২ রানে অপরাজিত থাকেন প্যাট কামিন্স। ১৮ রান করেন অভিষেক শর্মা। কুড়ি ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৫২ রানে থেমে যেতে হয়েছে তাদের। গুজরাটের হয়ে ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন মোহাম্মদ সিরাজ। ২টি করে উইকেট নেন প্রাসিদ কৃষ্ণা ও সাই কিশোর।
আরো পড়ুন:
রাজস্থানের জয়রথে বাঁধা হতে পারল না পাঞ্জাবও
হারের হ্যাটট্রিক গড়ল চেন্নাই
লক্ষ্য তাড়া করতে নেমে সাই সুদর্শন আর জস বাটলার দলীয় ১৬ রানের মধ্যে ফিরে যান। তবে সেই পর্যন্তই। এরপর আগ স্বাগতিকদের কোন সুযোগ দিলেন না একপ্রান্ত আঁকড়ে রাখা শুভমান গিল। গুজরাট অধিনায়ক পাঁচে নামা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে নিয়ে সহজাত ক্রিকেটই খেলতে থাকেন।
সুন্দর ভয়ংকর রূপ ধারন করে ২৯ বলে ৪৯ রান করে যান। এই বাঁহাতি ব্যাটসম্যান তার ইনিংসটি সাজান ৫ চার ও ২ ছক্কায়। বাকি কাজটুকু সারেন গিল আর শেরফান রাদারফোর্ড। গিল ৪৩ বলে ৯ চারে ৬১ আর রাদারফোর্ড ১৬ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন।
জয় দিয়ে আইপিএল শুরু করা সানরাইজার্স হায়দরাবাদ একের পর এক ম্যাচ হেরেছে। ৫ ম্যাচ শেষে মাত্র ১ জয় নিয়ে টেবিলের তলানিতে কামিন্সের দল। চার ম্যাচে ৩ জয় নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে শুভমান গিলের গুজরাট।
ঢাকা/নাভিদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হ য়দর ব দ র ন কর উইক ট
এছাড়াও পড়ুন:
করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান
বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডোর দেওয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, করিডোর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে।
আজ বৃহস্পতিবার ঢাকার নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিস্তারিত আসছে...