Prothomalo:
2025-08-01@02:10:57 GMT
গিল, বাটলার না পারলেও সমস্যা নেই, সুদর্শন তো আছেন
Published: 9th, April 2025 GMT
শুবমান গিল আউট শুরুতেই, মাত্র ২ রান করে। জস বাটলার এসে থিতু হলেন, কিন্তু ফিরতে হলো দশম ওভারেই। ছন্দে থাকা দুই ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে না পারলেও গুজরাট টাইটানস ডাগআউটে দুশ্চিন্তা ভর করেনি একদমই। সাই সুদর্শন যে মাঠেই আছেন!
এবারের আইপিএলে গুজরাট টাইটানস ছুটছে টপ অর্ডারের ‘ত্রিফলায়’ ভর করে। কখনো গিল, কখনো বাটলার আর কখনোবা সুদর্শন। আজ যেমন রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ জিতিয়েছেন বাঁহাতি সুদর্শন। ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান খেলেছেন ৫৩ বলে ৮২ রানের ইনিংস, দলও পেয়েছে ৬ উইকেটে ২১৭ রানের পুঁজি।
যে পুঁজি কাজে লাগিয়ে শেষ পর্যন্ত ৫৮ রানের বড় ব্যবধানে জিতেছে গুজরাট টাইটানস।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে