কলকাতার মডেল ও টিভি অভিনেত্রী ইধিকা পাল। নৃত্যশিল্পী হিসেবেও খ্যাতি রয়েছে। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘কপালকুণ্ডলা’। স্টার জলসায় প্রচারিত এ ধারাবাহিকে ‘পদ্মাবতী’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান। পরবর্তীতে ‘রিমলি’ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। তা ছাড়াও দুটি জনপ্রিয় ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।
ছোট ক্যানভাস থেকে বড় পর্দায় পা রাখেন ইধিকা পাল। তবে কলকাতায় নয়, বাংলাদেশের ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে তার। হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান।
আরো পড়ুন:
‘বিদায় রাফাহ্-গাজার জান্নাতি শহীদেরা’
গাজা নির্যাতিত মানুষের প্রতীক: শাকিব খান
‘প্রিয়তমা’ সিনেমায় যখন ইধিকা পালকে কাস্ট করা হয়, তখন বাংলাদেশে পুরোপুরি অপরিচিত তিনি। ছোট পর্দার অভিনেত্রী হিসেবে কলকাতায় মোটামুটি পরিচিতি থাকলেও তা এপার বাংলার মানুষের কাছে খুব একটা কাজে দেয়নি। ফলে ‘প্রিয়তমা’ সিনেমায় ইধিকা পাল কতটা ভালো পারফর্ম করবেন তা নিয়ে যথেষ্ট সংশয় ছিল।
অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৩ সালের ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘প্রিয়তমা’ সিনেমা। মুক্তির পরই কেটে যায় সংশয়। ইধিকা-শাকিবের রসায়ন মুগ্ধ করে ভক্ত-অনুরাগীদের। এ অভিনেত্রীর কিছু সংলাপ ভাসতে থাকে অন্তর্জালে। ইধিকা হয়ে উঠেন দর্শকদের প্রিয়তমা। মানুষের ভালোবাসা পেয়ে মুগ্ধতা প্রকাশ করেন এই নায়িকাও।
‘প্রিয়তমা’ সিনেমার সাফল্যের রেশ কাটার আগেই ইধিকা ডাক পান ওপার বাংলার জনপ্রিয় নায়ক ও তৃণমূলের সংসদ সদস্য দেবের। টলিউডের প্রথম সারির নায়ক দেব। বাংলাদেশের সুপারস্টারের সঙ্গে কাজের পরই ‘খাদান’ সিনেমায় নায়ক হিসেবে পান দেবকে। শুরু হয় ইধিকাকে নিয়ে আলোচনা।
সুজিত দত্ত পরিচালিত ‘খাদান’ সিনেমা গত বছরের ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এ সিনেমার ‘কিশোরী’ গানটি তো শ্রোতাদের মুখে মুখে ফিরতে থাকে। প্রশংসিত হন ২৬ বছরের ইধিকা পাল। বক্স অফিসেও ঝড় তুলে সিনেমাটি।
‘খাদান’ সিনেমার ঝড় থামার আগেই আবার শাকিবের ডাক পান ইধিকা পাল। পরিচালক মেহেদী হাসান হৃদয়ের পরিকল্পনা ‘বরবাদ’ সিনেমা নির্মাণের। দ্বিতীয়বার ভাবার সময় নেননি ইধিকা। শুরু হয় শাকিবের সঙ্গে নতুন জার্নি। ধারাবাহিকভাবে এ সিনেমার লুক প্রকাশ করতে থাকেন সংশ্লিষ্টরা। তৈরি হতে থাকে দর্শক আকর্ষণ।
ঈদুল ফিতরে মুক্তি পায় ইধিকা-শাকিবের দ্বিতীয় সিনেমা ‘বরবাদ’। মুক্তির পর জয়ধ্বনি শুরু হয় এই জুটিকে নিয়ে। বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। মুক্তির পর থেকে প্রেক্ষাগৃহ হাউজফুল যাচ্ছে। শাকিব-ইধিকার রসায়ন দারুণ প্রশংসা কুড়াচ্ছে। দর্শকদের ভালোবাসায় আবারো বিমোহিত এই নায়িকা।
ইধিকার ভাগ্যবদল শাকিব খানের হাত ধরে, তা কৃতজ্ঞচিত্তে স্বীকার করেছেন তিনি। ‘বরবাদ’ সিনেমার সাফল্যের পর এই অভিনেত্রী বলেন— “বাংলাদেশের মানুষ আমাকে চিনেছে শাকিব খানের জন্য। উনি যদি প্রিয়তমাতে কাজ করার সুযোগ আমাকে না করে দিতেন, তাহলে হয়তো আমি ওই সিনেমাটাই করতে পারতাম না। আর যদি ওই সিনেমাটা না করতে পারতাম তাহলে বাংলাদেশের মানুষ আমাকে চিনতেই পারতেন না।”
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অটোরিকশার ধাক্কায় ছিটকে বাসের নিচে, দুই বন্ধু নিহত
রাজধানীতে অটোরিকশার ধাক্কায় ছিটকে বাসের নিচে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার বনশ্রীর এফ ব্লক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এদিন মতিঝিলের ফকিরাপুল মোড়ে প্রাইভেট কারের চাপায় আব্দুল মতিন (৩৬) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ছাড়া পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন প্রাণ হারিয়েছেন।
বনশ্রীতে নিহত দু’জন হলেন– আব্দুল্লাহ আল নোমান (২১) ও পাভেল মিয়া (২০)। নোমানের মামা আব্দুল হামিদ জানান, নিহতরা পরস্পর বন্ধু। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ঢাকায় ঘুরতে যাওয়ার সময় দু’জন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তারা রূপগঞ্জের নামারমুসুরি এলাকায় থাকতেন। নোমান মুড়াপাড়া ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। পাভেল তেমন কিছুই করতেন না। এ ঘটনায় নোমানের পরিবারের পক্ষ থেকে সড়ক নিরাপত্তা আইনে খিলগাঁও থানায় মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল চালক টিপু সুলতান বলেন, সড়কটি যানবাহনে ঠাসা ছিল। এ কারণে গাড়ি চলছিল ধীরগতিতে। হঠাৎ একটি ব্যাটারিচালিত অটোরিকশা পাশ থেকে এসে নোমানের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দু’জন সড়কের ওপর ছিটকে পড়েন। পরে মিয়ামি পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। নোমান ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেল আরোহী পাভেলকে গুরুতর আহত অবস্থায় ফরাজী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার ওসি দাউদ হোসেন জানান, বাসটি জব্দ করা হয়েছে। চালক ও তার সহকারী পালিয়ে গেছে। অটোরিকশা চালককেও আটক করা যায়নি। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ফকিরাপুল মোড়ে প্রাইভেটকারের চাপায় প্রাণ হারান রিকশাচালক আব্দুল মতিন। তাঁর বাড়ি রংপুরে। তিনি মুগদার মাণ্ডা এলাকায় একটি রিকশার গ্যারেজে থাকতেন। মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মোহাইমিনুল ইসলাম জানান, প্রাইভেটকারের চালক আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাইভেটকার জব্দ করা হয়েছে। ময়নাতন্ত শেষে পরিবারের কাছে মতিনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এদিকে মঙ্গলবার রাতে বিমানবন্দর থানার সিভিল এভিয়েশন কোয়ার্টার গেটের (সি-টাইপ) সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ বছর। বিমানবন্দর থানার এসআই আমিনুল ইসলাম বলেন, ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
সড়কে ঝরল আরও ছয় প্রাণ
খুলনার ডুমুরিয়ায় তেলবাহী লরির চাপায় দুই নারী নিহত হয়েছেন। গতকাল বিকেলে উপজেলার আটলিয়া ইউনিয়নের নরনিয়া মহিলা মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– রোকেয়া বেগম (৫৫) ও রশিদা বেগম (৪৫)।
গতকাল সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের গণস্বাস্থ্য কেন্দ্রের কাছে সেলফি পরিবহনের বাসের ধাক্কায় শামসুল হক নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি গাজীপুরের শ্রীপুরে গণস্বাস্থ্য উপকেন্দ্রের নিরাপত্তাকর্মী ছিলেন। সাভার থেকে অবসরের পাওনাদি নিয়ে ফেরার পথে তিনি প্রাণ হারান। শামসুলের বাড়ি চাঁদপুরে। ঘটনার পর গণস্বাস্থ্য মেডিকেল কলেজের শিক্ষার্থী ও গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মচারীরা সেলফি পরিবহনের পাঁচটি বাস আটক করেন।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নয়ন মিয়া (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। গতকাল বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগড়াপাড়া ইউনিয়নের রতনদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়ার দৌলতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শান্ত ইসলাম (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল উপজেলার কুষ্টিয়া-প্রাগপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। শান্ত মথুরাপুর পশ্চিমপাড়া গ্রামের রিপন মণ্ডলের ছেলে।
রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী বাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে স্বপন শীল নামে এক স্যালুন ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল ছেলের বিয়ের অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র বিলি করতে বেরিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।