ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা। মুক্তির পর থেকে হইচই পড়ে গেছে চারদিকে। এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হলো মেহেদী হাসান হৃদয়ের।

সাধারণ দর্শকদের পাশাপাশি অভিনয়শিল্পী, নির্মাতারাও সিনেমাটি দেখে প্রশংসা করছেন। বক্স অফিসেও ভালো করছে এটি। এরই মধ্যে সিনেমাটির বাজেট, শাকিব খানের পারিশ্রমিক নিয়ে কথা বলেছেন নির্মাতা হৃদয়।

২০১২ সাল থেকে টিভি নাটকে কাজ করছেন মেহেদী হাসান হৃদয়। ‘বরবাদ’ তার প্রথম সিনেমা। আর অভিষেকেই ধামাকা দেখালেন। এই সাফল্যে কেমন অনুভব করছেন?   

আরো পড়ুন:

শাকিবের হাত ধরে ইধিকার ভাগ্যবদল

‘বিদায় রাফাহ্-গাজার জান্নাতি শহীদেরা’

এ প্রশ্নের জবাবে মেহেদী হাসান হৃদয় বলেন, “অনেক ভালো লাগতেছে। এই ভালো লাগাটা ঠিক বলে বোঝানো যাবে না। নির্মাতা, প্রযোজক, আর্টিস্ট অর্থাৎ সিনেমার সঙ্গে জড়িত সকলের চাওয়া থাকে সিনেমাটি সবাই দেখুক। সুতরাং ওই জায়গায় আমরা পেরেছি।” 

রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে ‘বরবাদ’ সিনেমা। এটি নির্মাণে ঠিক কত টাকা ব্যয় হয়েছে? এ প্রশ্ন রাখতেই হৃদয় বলেন, “প্রযোজককে এ প্রশ্ন করলে ভালো হতো। আমি একদম সঠিকভাবে বলতে পারব না, এত টাকাই খরচ হয়েছে। তবে ১৫-১৬ কোটি টাকা তো হবেই।” 

দেশে প্রেক্ষাগৃহের সংখ্যা কমে গেছে। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে এখন পর্যন্ত ১২৩টি প্রেক্ষাগৃহে চলছে ‘বরবাদ’ সিনেমা। এত টাকা কি উঠানো সম্ভব? উত্তরে হৃদয় বলেন, “আমি মনে করি, সম্ভব। মানুষ যেভাবে সিনেমাটি দেখতেছেন, তাতে টাকা উঠে যাবে। এরকম ভালো না চললে টাকাটা উঠতো না।”

‘বরবাদ’ সিনেমার জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছেন মেগাস্টার শাকিব খান? প্রশ্নটি শুনে খানিকটা চুপ হয়ে যান নির্মাতা। তারপর হৃদয় বলেন, “খুব সম্ভবত ১ কোটি ২০ লাখ টাকা।”

‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। এছাড়াও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মামুনুর রশীদ প্রমুখ। একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। 

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র বরব দ

এছাড়াও পড়ুন:

‘বিশ্বব্যাংকের পরবর্তী প্রকল্পে অগ্রাধিকার পাবে সোনামসজিদ স্থলবন্দর সম্প্রসারণ’

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘‘বিশ্বব্যাংকের সহায়তায় বেশ কয়েকটি বন্দর করা হয়েছে। পরবর্তীতে যদি বিশ্বব্যাংকের কোনো প্রকল্প থাকে—তাহলে এ বন্দর সম্প্রসারণের সুবিধা হবে।’’

শুক্রবার (১ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের স্থানীয় প্রশাসন, কাস্টমস ও ট্রেড ইউনিয়নের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা তিনি।

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘‘সোনামসজিদ স্থলবন্দরের সমস্যাগুলো দেখার জন্য ইতোমধ্যে জেলা প্রশাসকে বলেছি। এর মধ্যে, আড়াই থেকে তিন কিলোমিটারের একটি রাস্তার প্লানের জন্য বলা হয়েছে। আর বন্দরের ইয়ার্ড তৈরির জন্য আমারা কিছু খাস এবং কিছু ব্যক্তি মালিকাধীন জমি দেখেছি। এগুলো নিয়ে একটি প্লান তৈরি করে পাঠালে আমরা বুঝতে পারব, কতখানি জমি আছে; আর কতখানি জমি লাগবে এবং জমি নিতে আমাদের কতটুকু বাজেটের ব্যবস্থা করতে হবে।’’

আরো পড়ুন:

সিঙ্গাপুরে বাংলাদেশ থেকে আরো জনশক্তি নেওয়ার আহ্বান নৌপরিবহন উপদেষ্টার

বিআইডব্লিউটিসির সব নৌযান ধূমপানমুক্ত করার ঘোষণা

তিনি আরো বলেন, ‘‘সোনামসজিদ স্থলবন্দর অনেক গুরুত্বপূর্ণ ও পুরাতন বন্দর। ভবিষ্যতে এই বন্দর লিংকআপ হতে পারে। সে কারণে বন্দরটি আরেকটু সম্প্রসারণ করা দরকার।’’

ঢাকা/শিয়াম/রাজীব

সম্পর্কিত নিবন্ধ