ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা। মুক্তির পর থেকে হইচই পড়ে গেছে চারদিকে। এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হলো মেহেদী হাসান হৃদয়ের।

সাধারণ দর্শকদের পাশাপাশি অভিনয়শিল্পী, নির্মাতারাও সিনেমাটি দেখে প্রশংসা করছেন। বক্স অফিসেও ভালো করছে এটি। তবে টিকিটের অভাবে প্রেক্ষাগৃহে গিয়ে শাকিব খান ও তার পরিবার এখনো সিনেমাটি দেখতে পারেননি। তা হলে কবে দেখবেন শাকিব? এ প্রশ্নের জবাবে ঢাকাই সিনেমার মেগাস্টার বলেন, “আগামী সপ্তাহে ‘বরবাদ’ দেখার পরিকল্পনা আছে।”

সিনেমা না দেখার কারণ ব্যাখ্যা করে শাকিব খান বলেন, “পরিবারের লোকজন যে দেখবে, তারাও তো টিকিট পাচ্ছে না। টিকিট না পাওয়ায় আমার পরিবার এখনো ‘বরবাদ’ দেখতে পারেনি। প্রতিদিনই এ নিয়ে অভিযোগ শুনতে হয়, কোথাও তো টিকিট পাচ্ছি না। কিন্তু কী করার, সবাই মিলে দেখতে হলে ন্যূনতম ২০-৩০টি টিকিট প্রয়োজন, এত টিকিট একসঙ্গে এই মুহূর্তে পাওয়া মুশকিল। সবাইকে বুঝিয়েছি, কয়েকটা দিন অপেক্ষা করতে। না হলে সবার জন্য পুরো একটা শো বুক করতে হবে।”

আরো পড়ুন:

‘বরবাদ’ সিনেমার জন্য কত টাকা পারিশ্রমিক নিলেন শাকিব?

শাকিবের হাত ধরে ইধিকার ভাগ্যবদল

ঈদের তৃতীয় সপ্তাহে দেশের ১২১ প্রেক্ষাগৃহে চলছে ‘বরবাদ’। মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনে ‘বরবাদ’ সিনেমার মিডনাইট শো চলছে। প্রযোজনা প্রতিষ্ঠানের তথ্যমতে, দেশের ১৫ প্রেক্ষাগৃহে ১৫টির বেশি প্রেক্ষাগৃহ মিডনাইট শো চালিয়েছে।

‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। এছাড়াও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মামুনুর রশীদ প্রমুখ। একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র পর ব র বরব দ

এছাড়াও পড়ুন:

মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।

মেটা রেব্যান ডিসপ্লে

সম্পর্কিত নিবন্ধ