সমুদ্রপথে ইউরোপে লোক পাঠানোর কথা বলে অনেকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন ঝালকাঠির বাসন্ডা ইউনিয়নের দারখী গ্রামের আকাশ মোল্লা। সম্প্রতি ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে মালয়েশিয়া থেকে দেশে আসেন তিনি। জাঁকজমক অনুষ্ঠানের সেই ভিডিও আপলোড করেন সামাজিক মাধ্যমে। এরপর শুরু হয় বিপত্তি। ভিডিও থেকে তাঁর অবস্থান নিশ্চিত করে গত শনিবার বাড়িতে চলে আসেন প্রতারিত যুবকদের স্বজন। বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন তারা। অবস্থা বেগতিক দেখে কৌশলে পালিয়ে যান আকাশ ও তাঁর স্ত্রী।
জানা গেছে, মালয়েশিয়া থেকে ১৮ লাখ টাকায় সমুদ্রপথে অস্ট্রেলিয়া নেওয়ার কথা বলে মালয়েশিয়া প্রবাসী যুবকদের ইন্দোনেশিয়া দ্বীপে আটকে রাখেন আকাশ মোল্লা। এরপর নির্যাতন করে আরও লাখ লাখ টাকা হাতিয়ে নেন। দেশ থেকে টাকা না পাঠালে নির্যাতনের ভিডিও পাঠানো হয়। তাঁর কবল থেকে মুক্তি পেতে কোনো উপায় পাচ্ছিলেন না ভুক্তভোগী যুবকরা। সম্প্রতি আকাশের অবস্থান নিশ্চিত হয়ে নির্যাতনের ভিডিওসহ প্রমাণ নিয়ে শনিবার বিকেলে ঝালকাঠিতে এসেছেন তারা। প্রথমে আকাশ বাড়িতে আছে জানালেও পরে অস্বীকার করেন স্বজনরা। এক পর্যায়ে আকাশের স্ত্রী সুমনা আক্তার সাথি উত্তেজিত হয়ে ভুক্তভোগীর স্বজনদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। কিছুক্ষণ পর সাংবাদিক ও প্রশাসনের লোকজন এলে তিনিও উধাও হয়ে যান। রাত ৮টার দিকে সদর থানার সেকেন্ড অফিসার মো.
এ সময় কথা হয় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এলাকার অরুণ মিয়ার সঙ্গে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘একটু ভালো থাকার আশায় ছেলে আলাউদ্দিনকে মালয়েশিয়া পাঠিয়েছিলাম। সেখান থেকে তাকে অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে ১৮ লাখ টাকা নিয়েছে আকাশ। আরও টাকা চেয়ে নির্যাতন করেছে। সে এখানে আছে জানতে পেরে এসেছি। আকাশকে না পেলেও তার স্ত্রী ঘরেই ছিল। সে কীভাবে পালিয়ে গেল? পুলিশ সহযোগিতার আশ্বাস দিয়েছিল। কিন্তু তারা মোটা অঙ্কের টাকা নিয়ে পিছু হটেছে।’
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন থানার ওসি মনিরুজ্জামান বলেন, সাধারণত যেখানে ঘটনা ঘটে, সেখানে মামলা হয়। তা ছাড়া আকাশ মোল্লার বাড়িতে তাঁকে পাওয়া যায়নি। পেলে তাঁকে কীভাবে আইনের আওতায় আনা যায় দেখা হতো। তাই আমাদের কিছুই করার নেই।
অভিযোগ থেকে জানা গেছে, মাদারীপুরের পূর্ব সাইচপাড়া গ্রামের পারুল বেগমের ছেলে আরাফাত সরদার ও ভাইয়ের কাছ থেকে আকাশ
ব্যাংক এজেন্ট ও চেকের মাধ্যমে ১৮ লাখ করে মোট ৩৬ লাখ টাকা নিয়েছেন তিন কিস্তিতে। এরপর ইন্দোনেশিয়া দ্বীপে নিয়ে আটক করে আরও টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে নির্যাতনের ভিডিও পাঠিয়ে আরও ৬ লাখ টাকা নিয়েছেন।
একই কায়দায় মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রখিবপাড়া গ্রামের মৌসুমী আক্তারের স্বামী মালয়েশিয়া প্রবাসী সুমন হালদার ও তাতিকান্দি গ্রামের মরজিনা বেগমের ছেলে তাইম হোসেন ও ভাই তমিজ হোসেনের কাছ থেকেও ৩৬ লাখ টাকা নিয়েছেন। শুধু তারা নয় এ রকম ৪০ যুবককে মিথ্যা আশ্বাস দিয়ে জিম্মি করে নির্যাতন ও বাড়তি টাকা আদায় করছেন আকাশ। ভুক্তভোগীদের স্বজনরা আকাশের বাড়িতে অবস্থান নিলে তাঁর স্ত্রী গেম না দেওয়ার (অস্ট্রেলিয়া না পাঠানোর) হুমকি দিয়েছেন।
স্থানীয়দের সঙ্গে কথা হলে তারা জানান, আকাশ তাঁর ভাই পলক ও বাবা কবির মোল্লা মালয়েশিয়া থাকতেন। এক বছর আগে কবির মোল্লা দেশে এসে এসএ পরিবহনের পাশে ভাঙারি ব্যবসা শুরু করেন। পলকের বিয়ে উপলক্ষে ছয় মাস আগে ঝালকাঠি আসেন তারা। লাখ লাখ টাকা খরচ করে বিয়ে অনুষ্ঠান করেছেন। তারা হঠাৎ করে বড়লোক হয়ে গেছে বলে জানান প্রতিবেশীরা। এলাকার কারও সঙ্গে তাদের তেমন ওঠাবসা নেই।
আকাশ ও তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলতে চাইলে ভাই রাতুল হাসান পলক বলেন, ভাই-ভাবি বাসায় নেই। ভাই মালয়েশিয়া থাকাকালে এ ধরনের কোনো চক্রের সঙ্গে জড়িত ছিল কিনা জানি না। আমিও মালয়েশিয়া থাকি। বিয়ে করতে বাড়ি এসেছি। ভাই মালয়েশিয়া থেকে কিছু দিন আগে এলেও ভাবি বাড়িতেই থাকেন।
পুলিশ সুপার উজ্জল কুমার রায় বলেন, ভুক্তভোগী যুবকদের স্বজনরা থানায় লিখিত অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: অবস থ
এছাড়াও পড়ুন:
রোজার আগেই নির্বাচন, এরপর আগের কাজে ফিরে যাবেন
অন্তর্বর্তী সরকার সময়মতো ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর তিনি তাঁর আগের কাজে ফিরে যাবেন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভাকে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন থেকে ভিডিও ফোনকলে অধ্যাপক ইউনূসের সঙ্গে কথা বলেন জর্জিয়েভা।
এ সময় তাঁরা বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার, আঞ্চলিক পরিস্থিতি এবং আগামী ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের পূর্ববর্তী চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।
আলোচনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি বলেন, অধ্যাপক ইউনূস দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং এই কৃতিত্ব তাঁর নিজের।
অর্থনীতির সংকটকালীন পরিস্থিতি স্মরণ করে আইএমএফ প্রধান বলেন, ‘আপনার অর্জন আমাকে মুগ্ধ করেছে। অল্প সময়ে আপনি অনেক কিছু করেছেন। যখন অবনতির ঝুঁকি অত্যন্ত বেশি ছিল, তখন আপনি দেশের দায়িত্ব নিয়েছেন। আপনি সঠিক সময়ে সঠিক ব্যক্তি।’
ক্রিস্টালিনা জর্জিয়েভা বিশেষভাবে বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা এবং রিজার্ভ পুনরুদ্ধারের জন্য সরকারের সাহসী পদক্ষেপ, বাজারভিত্তিক বিনিময় হার প্রবর্তনের প্রশংসা করেন।
অধ্যাপক ইউনূস বাংলাদেশের এক সংকটময় সময়ে আইএমএফ প্রধানের অবিচল সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘চমৎকার সহায়তার জন্য ধন্যবাদ।’ তিনি স্মরণ করিয়ে দেন, গত বছর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তাঁদের প্রথম সাক্ষাৎ বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
কথোপকথনে আইএমএফ প্রধান অভ্যন্তরীণ রাজস্ব আয় বৃদ্ধি এবং ব্যাংকিং খাতে গভীর সংস্কার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘শক্ত অবস্থানে থাকতে হলে সংস্কার অনিবার্য। এটি বাংলাদেশের ইতিহাসের এক অমূল্য মুহূর্ত।’
অধ্যাপক ইউনূস জানান, তাঁর সরকার ইতিমধ্যে ব্যাংকিং খাত পুনর্গঠন এবং রাজস্ব সংগ্রহ জোরদারের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, ‘আমরা এক বিধ্বস্ত ও সম্পূর্ণ ভেঙে পড়া অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। কিছু ব্যক্তি আক্ষরিক অর্থে ব্যাগভর্তি টাকা ব্যাংক থেকে নিয়ে পালিয়ে গেছে।’
এ ছাড়া আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এর মধ্যে ছিল নেপালে চলমান যুব আন্দোলন এবং আসিয়ানভুক্তির জন্য বাংলাদেশের আকাঙ্ক্ষা। অধ্যাপক ইউনূস আঞ্চলিক কানেক্টিভিটি জোরদারের লক্ষ্যে ঢাকার বৃহৎ অবকাঠামো উদ্যোগ—যেমন নতুন বন্দর ও টার্মিনাল প্রকল্প—সম্পর্কেও অবহিত করেন।
আলোচনাকালে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।