সাভারে চলন্ত বাস থেকে চাকুসহ ৩ ছিনতাইকারী আটক
Published: 17th, April 2025 GMT
ঢাকা জেলার সাভারে মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী চলন্ত বাসে তল্লাশীর সময় চাকুসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা বাসে যাত্রীবেশে ভ্রমণ করছিল বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে সাভারের ব্যাংক টাউন এলাকায় ঢাকাগামী মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করার বিষয়টি জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর।
আটকরা হলেন- ঢাকা জেলার নববাগঞ্জ থানার কৈইলাইল গ্রামের তানভির হোসেন তামিম (১৮), ময়মনসিংহ জেলার পাগলা থানার বামনখালী গ্রামের মো.
পুলিশ জানায়, সম্প্রতি যাত্রীবেশে বাসে ছিনতাইয়ের কয়োকটি ঘটনায় সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট পরিচালনা করছে পুলিশ। আজ রাতে মৌমিতা পরিবহনের বাসে তল্লাশী করার সময় চাকুসহ তিন জনকে আটক করা হয়। তারা বাসে ছিনতাইয়ের উদ্দেশ্যে যাত্রীবেশে ভ্রমণ করছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। সড়কে অপরাধ নির্মূলে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলেও জানায় পুলিশ।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, “বেশ কিছুদিন আগে চলন্ত অবস্থায় বাসে ছিনতাই হয়েছিল। কয়েকটি ঘটনা এই একটি জায়গায় সাভারের ব্যাংক টাউন এলাকায় ঘটেছে। তার প্রেক্ষিতে সাভার থানা থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ ফোর্স নিয়ে প্রত্যেকটা বাস চেক করতে থাকি। বিশেষ করে লোকাল বাসগুলো।”
তিনি আরো বলেন, “কয়েকদিন ধরে টেন্ডেন্সি (প্রবণতা) ছিল দেশিও অস্ত্র নিয়ে যাত্রীদের থেকে জিম্মি করে স্বর্ণ, মোবাইল ফোন লুট করে নিয়ে যাচ্ছিল। এরকম ঘটনা গত তিন মাসে তিনটি ঘটেছে। এর প্রেক্ষিতে আমাদের চেকপোস্ট বসিয়েছি। চেকপোস্ট চলাকালীন মৌমিতা পরিবহনের একটি চলন্ত বাস থেকে তিনজন ছিনতাইকারীকে দেশিও অস্ত্রসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। যাদের কাছে দেশীয় অস্ত্র রয়েছে।
ঢাকা/আরিফুল/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পর বহন র চলন ত
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়।
হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ।
সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে।
ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল।
নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।