শুধু বিএনপির কথায় নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

তিনি বলেছেন, দেশের জনগণ চায়, আগে সংস্কার, পরে নির্বাচন। শুধু বিএনপির কথায় নির্বাচন হবে না। অন্যান্য রাজনৈতিক দল কি সংস্কারের আগে নির্বাচন চায়? চায় না। তারা চায়, দেশের সংস্কার হোক; তারপর একটি শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক।

শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর ভাটারায় আস-সাঈদ মিলনায়তনে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর নির্বাচন পরিচালনা কমিটি গঠন-পূর্ব সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন শেখ ফজলে বারী মাসউদ।

ইসলামী আন্দোলনের এ নেতা বলেন, আগে সংস্কারের পূর্ণাঙ্গ সমাপ্তি হতে দিন। নষ্ট রাজনৈতিক সংস্কৃতি দিয়ে দেশ ও মানুষের কল্যাণ সম্ভব নয়।

সংবিধান সংস্কার, নির্বাচন প্রক্রিয়ার সংস্কার হওয়ার পর নির্বাচন হওয়া বাঞ্ছনীয়, মন্তব‌্য ক‌রে তি‌নি ব‌লেন, সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখলে অবশ্যই ফ্যাসিবাদ, ফ্যাসিবাদের দোসরদের নির্বাচনে নিষিদ্ধ করতে হবে।  শুধু নির্বাচন নিয়ে বাড়াবাড়ি ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের সাথে গাদ্দারি হবে। কারণ, গণঅভ্যুত্থান শুধু নির্বাচনের জন্য হয়নি। যারা এখন নির্বাচন নির্বাচন জপতেছে, তারা মূলত ভারতের প্রেসক্রিপশনে অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত ও ভারতকে খুশি করতে চায়।

ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন—আলহাজ আনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, অ্যাডভোকেট মুস্তফা আল মামুন মনির, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি মো.

মাছউদুর রহমান, মুফতি নিজাম উদ্দিন, মুফতি আরমান হোসাইন, শরিফুল ইসলাম, মুফতি সাব্বির আহমাদ, মুফতি আব্দুল কুদ্দুস রশিদী, অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার আমিনুল হক তালুকদার, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, আলহাজ আলাউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা হাজী সোলাইমান, মাসুম বিল্লাহ প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের দায়িত্বশীলবৃন্দ, ইসলামী শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, জাতীয় উলামা মশায়েখ আইম্মা পরিষদ, জাতীয় শিক্ষক ফোরামের ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা।

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসল ম

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে (জাকির) উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। 

এসময় জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মূলমন্ত্র। বিগত ১৭ বছর দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল।

মানুষের কথা বলার অধিকার ছিল না। ভোটের অধিকার ছিলনা। তাই ২৪’এর গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি। 

এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আল আমিন, সৈয়দ গোলাপ, মোক্তার, কাজী শান্ত, সেচ্ছাসেবকদলের দেলোয়ার হোসেন প্রধান, আসাদ, মোশাররফ, ছাত্রদলের লাদেন হোসেন, শিপন, আবির, আপন প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ