আনচেলত্তির উত্তরসূরি হওয়ার ব্যাপারটা গুজন- আলোনসো
Published: 19th, April 2025 GMT
রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্থিনো পেরেজের একটাই নীতি- শিরোপা জিতাতে না পারা কোচকে পরবর্তী মৌসুমে দরকার নেই। সেই নীতি কিংবা রাজনীতির শিকার হওয়ার দ্বারপ্রান্তে রিয়ালের ইতিহাসের সবচেয়ে সফল ম্যানেজার কার্লো আনচেলত্তি। গুঞ্জন আছে সেই শূন্যস্থান পূরণে সবচেয়ে এগিয়ে আছেন ক্লাবটির সাবেক মিডফিল্ডার এবং বর্তমান বেয়ার লেভারকুজেনের কোচ জাবি আলোনসো। তবে ৪৩ বছর বয়সী স্প্যানিশ কোচ এসবকে (রিয়ালের সাথে চুক্তি) গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন।
শুক্রবার (১৮ এপ্রিল) আলোনসোকে রিয়ালে কোচিংয়ের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি মুখে কুলুপ এঁটেছিলেন। তিনি বলেন, বর্তমানে তার দল (লেভারকুজেন) যেহেতু জার্মান বুন্দেসলিগার শিরোপা ধরে রাখার ক্ষেত্রে অনিশ্চিত, তাই এখন ভবিষ্যৎ নিয়ে কথা বলার সঠিক সময় নয়।
আরো পড়ুন:
ব্রাজিলে যাবেন আনচেলত্তি, রিয়ালের দায়িত্ব নিবেন কে?
রিয়ালের প্রত্যাবর্তনের কথা ভুলে যেতে বললেন আর্তেতা
রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পাশাপাশি লা লিগার শিরোপাও হাতছাড়া করে ফেলেছে প্রায়। এই অবস্থায় স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে যে, মৌসুম শেষে আনচেলত্তি ক্লাব ছাড়তে পারেন। সেক্ষেত্রে আলোনসোকেই সবাই তার উত্তরসূরি হিসেবে চাইছে।
পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ কোচের চেয়ারটা জড়িয়েই যখন আলাপ, তখন সবাই নিজের আগ্রহের কথা অকপটে স্বীকার করে ফেলার কথা। তবে আলোনসো এক্ষেত্রে একদম ভিন্ন, “এটা ভবিষ্যৎ নিয়ে কথা বলার উপযুক্ত সময় নয়। আমরা মৌসুমের একটি খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে আছি। আমি গুজব আর জল্পনা নিয়ে কিছু বলতে চাই না। আমি বুঝি এসব হচ্ছে, কিন্তু আমার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বর্তমান মুহূর্তে আমাদের দলের কী হচ্ছে।”
লেভারকুজেনের ২০২৩-২৪ মৌসুমে ঘরোয়া লিগে অপরাজিত থেকে ইতিহাসে প্রথমবারের মতো লিগ শিরোপা জিতে। তবে সেই ফর্ম তারা ধরে রাখতে পারেনি। তারা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতেই বায়ার্ন মিউনিখের কাছে হেরে বিদায় নিয়েছে। তারপর ডিএফবি পোকালের (জার্মান কাপ) সেমিফাইনালে তারা জার্মান তৃতীয় স্তরের দল আরমিনিয়া বিলেফেল্ডের কাছে বিশ্বয় জাগিয়ে হেরে যায়। এছাড়া গত সপ্তাহে ইউনিয়ন বার্লিনের সঙ্গে গোলশূন্য ড্র করে বায়ার্নের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানোর সুযোগও হাতছাড়া করে।
আলোনসো বলেন, “এখনো পাঁচটি ম্যাচ বাকি। আমাদের ইচ্ছা আগের মতোই আছে। ইউনিয়নের বিপক্ষে গত শনিবারের ড্র ম্যাচের পর আমাদের হাতে পুরো সপ্তাহ ছিল খেলোয়াড়দের সঙ্গে ট্রেনিং ও কথা বলার জন্য। আমরা জানি, সেটা আমাদের সেরা ম্যাচ ছিল না। এজন্যই আমরা রোববার (২০ এপ্রিল) প্রমাণ করতে চাই যে আমরা আরও ভালো খেলতে পারি। বলা সহজ, কিন্তু আমাদের সেটা মাঠে দেখাতে হবে।”
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পরিবারের কারণে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন না ম্রুণাল
২ / ১০‘মুঝসে কুছ কেহতি...ইয়ে খামোশিয়া’ দিয়ে ২০১২ সালে টিভিতে কাজ শুরু করেন। ২০১৮ সালে ‘লাভ সোনিয়া’ দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক হয় অভিনেত্রীর। ম্রুণালের ইনস্টাগ্রাম থেকে