দেশে আট হাজার চিকিৎসক সংকট রয়েছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, শিগগিরই বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

সোমবার (২১ এপ্রিল) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। এ সময়ে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রেলওয়ে হাসপাতালগুলো সুষ্ঠু ও যৌথ ব্যবস্থাপনায় পরিচালনায় রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে সমঝোতা স্মারক সই হয়।

সমঝোতা স্মারকে সই করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো.

সাইদুর রহমান এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

বাংলাদেশ রেলওয়ের দশটি হাসপাতাল পরিচালনায় স্বাস্থ্য সেবা বিভাগের সঙ্গে চুক্তি হয়েছে।‌ এ হাসপাতালগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

ঢাকার রেলওয়ে জেনারেল হাসপাতাল এবং রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রামের রেলওয়ে জেনারেল হাসপাতাল, সিআরবি চট্টগ্রামের বক্ষব্যধি হাসপাতাল, হালিশহরের সিজিপিওয়াই (চট্টগ্রাম পোর্ট ইয়ার্ড) হাসপাতাল, রাজশাহীর বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল, রেলওয়ে পশ্চিমাঞ্চলের পাকশীর বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল, সৈয়দপুরের বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল, লালমনিরহাটের বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল, পার্বতীপুরের বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল ও সান্তাহারের বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল এবং স্বাস্থ্য সেবা বিভাগ যৌথভাবে পরিচালনা করবে।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‌“আজকে আমরা হাসপাতালগুলো পরিচালনায় অংশ নিতে সম্মত হলাম। তবে এটার জন্য একটু সময় দরকার হবে।  আমাদের চেষ্টা থাকবে দ্রুত গতিতে সেবাটা সবার জন্য উন্মুক্ত করার।

তিনি বলেন, “রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীরা যে সুবিধাটা পেতেন সেটা তো তারা পাবেনই। এই মুহূর্তে কোনো পরিবর্তন আমরা করতে পারছি না।”

এসময় রেলওয়ে উপদেষ্টা বলেন, “রেলের কর্মকর্তা-কর্মচারীদের যে সেবাটা আছে সেটা অব্যাহত থাকবে। সেখানে কোনো পরিবর্তন হবে না।”

ঢাকা/এএএম/ইভা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ল দ শ র লওয় উপদ ষ ট র লওয

এছাড়াও পড়ুন:

ঋণ খেলাপি মামলা করায় ব্যাংক ম্যানেজারকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

পাবনার চাটমোহরে ঋণ খেলাপি মামলা করায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও অন্য কর্মীদের মারধর এবং হামলা চালিয়ে ব্যাংকের গ্লাস-আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে লোকমান হোসেন নামের এক যুবদল নেতার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা শাখায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত লোকমান হোসেন উপজেলার ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা শাখার মুখ্য কর্মকর্তা এস এম বশীর উদ্দিন বলেন, ‘‘২০১৮ সালে ব্যাংকের ফৈলজানা শাখা থেকে ৩ লাখ টাকা সিসি ঋণ নেন লোকমান হোসেন। এই ঋণ পরিশোধ না করতে পারলে প্রতিবছর নবায়ন করতে হয়। কিন্তু, গত দুই বছর ধরে তিনি সময়মত ঋণ নবায়ন করেননি। নির্ধারিত সময়ের মধ্যে কেউ ঋণ নবায়ন না করলে ব্যাংকের নিয়মানুযায়ী তিনি ঋণ খেলাপি হিসেবে বিবেচিত হন এবং ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা করতে পারে।’’

আরো পড়ুন:

রাবিতে আ.লীগ ট্যাগ দিয়ে মেডিকেল টেকনোলজিস্টকে বিবস্ত্র করে মারধর

‘এইচ টি ইমামের’ বন্ধ কারখানায় ডাকাতির চেষ্টা, আটক ৬

তিনি আরো বলেন, ‘‘সেই হিসেবে গত ২৫ মে পাবনার অর্থ ঋণ আদালতে লোকমান হোসেনের বিরুদ্ধে ব্যাংক কর্তৃপক্ষ একটি মামলা করে। মামলার বিষয়টি শুনে বৃহস্পতিবার দুপুরে লোকমান হোসেন লোকজন নিয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা শাখায় হামলা চলান এবং শাখা ব্যবস্থাপক ও অন্যান্য কর্মচারীদের মারধর করে আহত করেন। এ সময় ব্যাংকের মধ্যে থাকা লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি করেন। পরে স্থানীয়রা এসে ব্যাংকের শাখা ব্যবস্থাপক শামসুজ্জামানকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’’

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিজিএম হেলাল উদ্দিন বলেন, ‘‘লোকমান হোসেনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ব্যাংকে প্রবেশ করে। এ সময় ঋণ সংক্রান্ত বিষয়ে ম্যানেজার শামসুজ্জামানের সঙ্গে লোকমান হোসেনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লোকমান হোসেন হামলা চালিয়ে ব্যাংকের গ্লাস-আসবাবপত্র ভাঙচুর এবং ম্যানেজার ও অন্য কর্মচারীদের মারধর করে আহত করেন।’’

অভিযোগের বিষয়ে জানতে লোকমান হোসেনের মোবাইলে ব্যবহৃত নম্বরে কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন বলেন, ‘‘লোকমুখে বিষয়টি শুনেছি। পরে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও কথা হয়েছে। লোকমান হোসেন যদি অন্যায় করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান বাদী হয়ে মামলা করবেন। মামলা দায়েরের পর পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’’

ঢাকা/শাহীন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ