সিনেমা মুক্তির পর দেশের অধিকাংশ নায়করা স্বশরীরে প্রচার-প্রচারণায় হাজির হোন। ব্যতিক্রম কেবল শাকিব খান। সিনেমা মুক্তির পরই যেনো ডুব দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পেজ ও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রচার-প্রচারণা চালালেও ব্যক্তি শাকিব খান থাকেন অনেকটাই আড়ালে। যেনো নিভৃতচারি হয়ে বুঝতে চান দর্শকদের পালস।

এবার ঈদে তার অভিনীত ছবি ‘বরবাদ’মুক্তির পরও একই চিত্র দেখা গেল। অন্য চার ছবির নায়ক-নায়িকারা হলে হলে ঘুরলেও শাকিব খান ছিলেন বাসায়। শুরু করে দেন নতুন ছবির শুটিংও। যার বরবাদ নিয়ে এতো উন্মাদনা তার এমন নিরবতা নিয়ে অনেকেই মুনক্ষুন্নও হয়েছেন। প্রিয় নায়কের সাফল্যমণ্ডিত হাসি দেখার অপেক্ষায় প্রহরগুণছিলেন অনেকেই।

অবশেষে নায়ক সিনেমা হলে এলেন ‘বরবাদ’ মুক্তির ২২তম দিনে। সোমবার রাজধানী উত্তরার স্টার সিনেপ্লেক্সে হয়ে গেল বরবাদ সিনেমার স্পেশাল শো। এসেই জানালেন, বাসায় সিনেমা নিয়ে তার অনেক টেনশনে থাকেন। বাসায় বসে বসে সিনেমার রিভিউগুলো পড়েন। দর্শকদের ভালোলাগা মন্দ লাগার বিষয়গুলো জানেন। এতেই মধ্যমণি হয়ে হাজির হয়েছিলেন শাকিব খান।

এসেই গণমাধ্যমের সামনে নায়ক বললেন, দর্শক সিনেমাটাকে এত ভালোবাসা দিচ্ছে, যা সত্যি অতুলনীয়। এত মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ। নতুন ছবির শুটিংয়ের কারণে সময় করতে পারিনি। আজ অবশেষে আসতে পারলাম।’

বরবাদ সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয়। এটি তার প্রথম সিনেমা। বিশেষ শোতে শাকিব খান উপস্থিত হওয়ার আগেই চলে আসেন তিনি। সঙ্গে আসেন সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি। সিনেমা হলে আসতে না আসতেই ক্যামেরার ঝলক ঘিরে ধরে তাদের। এ সময় তারাও বরবাদের সাফল্যে উচ্ছ্বাসের কথা জানান। পরে অপেক্ষা করতে থাকেন শাকিব খানের। দেশের শীর্ষ নায়ক আসতেই হুমড়ি খেয়ে পড়ে ক্যামেরা। যেনো শাকিব খানের একমুহুর্তও মিস করা যাবে না। মুহুর্তেই সে ভিডিও ছড়িয়ে যায় সাামাজিক যোগাযোগ মাধ্যমে। 

এ সময় সিনেমা নিয়ে শাকিব খান তার সুদূরপ্রসারী পরিকল্পনা জানিয়ে বলেন , ‘আমি একসময় স্বপ্ন দেখতাম, দেশের মাল্টিপ্লেক্সে আমার ছবি চলবে, দেশের বাইরে বলিউড, হলিউড সিনেমার পোস্টারের পাশে আমার দেশের সিনেমার পোস্টার থাকবে। গত দু-তিন বছরে কিন্তু সেটাই হচ্ছে। দেশে-বিদেশে সবখানে আমার দেশের সিনেমা মানুষের মন জয় করছে। আমার শখ কিন্তু এখনো পূরণ হয়নি, আরো অনেক কিছু করা বাকি আছে।

আপনারা হয়তো ভাবছেন, বরবাদ লাস্ট সিনেমা, যেটা ১০০ কোটিতে গিয়ে পৌঁছাবে। এটা শেষ নয় বরং শুরু। গত বছর তুফান দেখেছি, ভালো বিজনেস করেছে। এ বছর বরবাদ এলো, তার চেয়েও ভালো বিজনেস করল। আগামীতে যেই সিনেমাগুলো আসবে, ইনশাআল্লাহ সেগুলো আরো ভালো করবে। ইতিমধ্যে আমার এই দুই প্রযোজক নতুন সিনেমার গল্প নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। সেই গল্পের কাছে বরবাদ অনেক ছোট মনে হবে।’

উদাহরণ টেনে শাকিব খান আরও বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশের ইন্ডাস্ট্রিতে এক সপ্তাহে একটি সিনেমা ১০০ কোটির ব্যবসা করেছিল, সেটা তাদের জন্য বিরাট ব্যাপার ছিল। কিন্তু যারা সিনেমা তৈরি করেছেন, তাদের লক্ষ্য ছিল এক হাজার কোটি। এখন দেখা যায়, পাশের দেশের সিনেমাগুলো হাজার কোটিতে না পৌঁছলে সুপারহিটই ঘোষণা করা হয় না।’

এদিন প্রেক্ষাগৃহে শাকিব খানের সঙ্গে বিশেষ প্রদর্শনীতে আরও উপস্থিত  ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, পরিচালক শিহাব শাহীন, দীঘি, সুনেরাহ বিনতে কামাল, আরশ খান, ইমন, কণ্ঠশিল্পী কোনালসহ অনেকে।

‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে আছেন কলকাতার ইধিকা পাল। এ ছাড়া আরো অভিনয় করেছেন
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বরব দ

এছাড়াও পড়ুন:

শেখ হাসিনার সঙ্গে আসামি ৮ প্রাক্তন ভিসিসহ ২০১ জন

ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার এক ছাত্রকে ‘হত্যাচেষ্টা’র অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানাসহ ২০১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, শিক্ষক, সাংবাদিক, অভিনেতা-অভিনেত্রীদেরও আসামি করা হয়েছে। 

ঢাকা মহানগর হাকিম মনিরুল ইসলাম বুধবার অভিযোগটি আমলে নিয়ে শাহবাগ থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। গত ২০ মার্চ সরকারি আলিয়া মাদ্রাসার ছাত্র সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদের পক্ষে ছাত্রদলের সাবেক নেতা এম এ হাশেম রাজু আদালতে এ মামলার আবেদন করেন। 

মামলায় অপর আসামিদের মধ্যে রয়েছেন– শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যসহ কয়েকজন শিক্ষক আছেন আসামির তালিকায়। তারা হলেন– ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আখতারুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. হারুন-অর-রশিদ, ঢাবি শিক্ষক অধ্যাপক মেসবাহ কামাল ও অধ্যাপক আবু জাফর মো. শফিউল আলম ভূঁইয়া, অধ্যাপক মুনতাসীর মামুন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য মুহম্মদ জাফর ইকবাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আনোয়ার হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য মীজানুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আবদুল মান্নান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এম অহিদুজ্জামান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. অনুপম সেন, সাংবাদিক নাঈমুল ইসলাম খান, নঈম নিজাম, শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, আলমগীর হোসেন, আবেদ খান প্রমুখ।

মামলায় অভিযোগ করা হয়েছে– ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ৪ আগস্ট সকালে মামলার বাদী এম এ হাশেম রাজুর নেতৃত্বে একটি মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পরীবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের মোড়ে এসে পৌঁছায়। তখন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী পথরোধ করে ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ, হাতবোমা, পেট্রোল বোমা ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ গুলিতে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদের ডান চোখ ক্ষতিগ্রস্ত হয়। 

এদিকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ীতে আব্দুন নূর নামে এক সাংবাদিক নিহতের ঘটনায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ ১৬২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহতের বাবা হাফেজ আবুল বাশার গত মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম এম মিজবাউর রহমানের আদালতে এ মামলা করেন। 

মামলায় অপর আসামিদের মধ্যে রয়েছেন– সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, হাছান মাহমুদ, সালমান এফ রহমান প্রমুখ। 

মামলার বাদী আবুল বাশার বলেন, আব্দুন নূর ময়মনসিংহের গফরগাঁও এলাকায় অভিযান নিউজ নামে পত্রিকার রিপোর্টার ছিল। আন্দোলনের সময় ১ আগস্ট সে ঢাকায় আসে এবং যাত্রাবাড়ীতে ৫ আগস্ট গুলিতে মারা যায়। 

সম্পর্কিত নিবন্ধ